তিরুবনন্তপুরম, 8 মার্চ : কেরালায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হল আরও পাঁচজন । তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা আজ কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন ৷
আক্রান্তদের পাঁচজনই পাঠানমতিত্ত জেলার বাসিন্দা ৷ তারা একই পরিবারের । তাদের মধ্যে তিনজন সদ্য ইট্যালি থেকে ঘুরে এসেছে বলে কেরালার স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে ৷ তাদের থেকেই বাকি দু'জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷
প্রতিদিনই বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ এই নিয়ে এখনও পর্যন্ত 39 জন এই ভাইরাসে আক্রান্ত হলেন ।
কে কে শৈলজা জানিয়েছেন, "আক্রান্তরা বিমানবন্দরে অবতরণের সময় তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়নি ৷ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হলে, প্রথমে তারা হাসপাতালে ভরতিও হতে চাইছিল না ৷ পরে যদিও আমরা তাদের রাজি করাতে পেরেছি ৷" তিনি আরও জানিয়েছেন, তাদের মধ্যে এক শিশুও রয়েছে ৷ বাবা-মায়ের সঙ্গেই সে ইট্যালিতে গিয়েছিল ৷