ETV Bharat / bharat

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, CAA আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি

CAA সংক্রান্ত কোনও শুনানি এখন নয়। যাবতীয় হিংসা থামার পরই এবিষয়ে শুনানি হবে । আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

s.a bobde
ছবি
author img

By

Published : Jan 9, 2020, 7:58 PM IST

Updated : Jan 9, 2020, 8:06 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : সাংবিধানিক বলে ঘোষণা করা হোক নাগরিকত্ব সংশোধনী (2019) আইনকে । এই দাবিতে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছিলেন বিনীত ধানদা নামে এক আইনজীবী । আজ তার শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । এই সময় এরকম পিটিশন কোনও কাজে আসবে না । পাশাপাশি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, হিংসা থামার পরই এই বিষয়ে যাবতীয় শুনানি হবে ।

CAA-কে সাংবিধানিক বলে ঘোষণা করতে হবে । পাশাপাশি যে সব সমাজকর্মী, পড়ুয়া ও সংবাদমাধ্যমগুলি গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । এই দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন বিনীত ধানদা । আজ শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, সংসদে পাশ করা আইনটি যে সাংবিধানিক তা আমরা কীভাবে ঘোষণা করতে পারি? সংবিধানের একাধিক বিষয় রয়েছে । এক সময় আপনি যদি আইনের ছাত্র থেকে থাকেন, তাহলে বিষয়টি আপনার জানা উচিত । এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ । তাই শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করা উচিত । তাই এইসব আবেদন এখন কোনও কাজে আসবে না ।

আদালতের কাজ হল একটি আইনের বৈধতা যাচাই করা । সেটি সাংবিধানিক কি না তা ঘোষণা করা নয় । আজ একথা স্পষ্ট জানিয়ে দেয় প্রধান বিচারপতি, বি আর গভাই ও সূর্যকান্তর বেঞ্চ ।

দিল্লি, 9 জানুয়ারি : সাংবিধানিক বলে ঘোষণা করা হোক নাগরিকত্ব সংশোধনী (2019) আইনকে । এই দাবিতে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছিলেন বিনীত ধানদা নামে এক আইনজীবী । আজ তার শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । এই সময় এরকম পিটিশন কোনও কাজে আসবে না । পাশাপাশি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, হিংসা থামার পরই এই বিষয়ে যাবতীয় শুনানি হবে ।

CAA-কে সাংবিধানিক বলে ঘোষণা করতে হবে । পাশাপাশি যে সব সমাজকর্মী, পড়ুয়া ও সংবাদমাধ্যমগুলি গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । এই দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন বিনীত ধানদা । আজ শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, সংসদে পাশ করা আইনটি যে সাংবিধানিক তা আমরা কীভাবে ঘোষণা করতে পারি? সংবিধানের একাধিক বিষয় রয়েছে । এক সময় আপনি যদি আইনের ছাত্র থেকে থাকেন, তাহলে বিষয়টি আপনার জানা উচিত । এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ । তাই শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করা উচিত । তাই এইসব আবেদন এখন কোনও কাজে আসবে না ।

আদালতের কাজ হল একটি আইনের বৈধতা যাচাই করা । সেটি সাংবিধানিক কি না তা ঘোষণা করা নয় । আজ একথা স্পষ্ট জানিয়ে দেয় প্রধান বিচারপতি, বি আর গভাই ও সূর্যকান্তর বেঞ্চ ।

Srinagar (JandK), Jan 09 (ANI): A 15-member delegation of envoys from different countries arrived in Srinagar on a two-day visit to Jammu and Kashmir on January 09. They will see firsthand the efforts being made by the government in the region. The Delhi-based envoys were briefed by the Indian Army on the security situation. This is the first visit by diplomats to JandK since the abrogation of Article 370 of the Constitution that accorded special status to the region. The delegation includes diplomats from the United States, Maldives, Norway, Argentina, Niger, Togo, Vietnam, Bangladesh, South Korea, Peru, Morocco, among others, will meet civil society leaders and will be briefed on the security situation by the Army and intelligence services during the two-day visit. In 2019, a delegation comprising members of the European Parliament had also visited the Valley after the abrogation of Article 370.

Last Updated : Jan 9, 2020, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.