ETV Bharat / bharat

লাদাখে ভারত-চিন উচ্চ পর্যায়ের বৈঠক শুরু - লাদাখ

আজ ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসল ভারত-চিন ৷ এই নিয়ে তৃতীয় বার বৈঠক করছে ভারত ও চিনা সেনা ৷

নিজস্ব ছবি
নিজস্ব ছবি
author img

By

Published : Jun 30, 2020, 1:19 PM IST

লে (লাদাখ), 30 জুন : ভারত-চিন কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হল ৷ চুশুলে হচ্ছে বৈঠক৷ চিনা আগ্রাসনের ফলে পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই এই বৈঠক বলে সেনা সূত্রে খবর ৷ এনিয়ে তৃতীয়বার কর্পস কমান্ডার পর্যায়ে বৈঠক করছে দুই দেশ ৷ প্রথম দু'বার চিনা সীমান্তের মলডোতে এই বৈঠক হয়েছে ৷ এবার হচ্ছে ভারতীয় সীমান্তের চুশুলে।

সেনা সূত্রে বলা হয়েছিল, 22 জুন হওয়া দ্বিতীয়বারের বৈঠকে দুই দেশ পূর্ব লাদাখের এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল ৷ পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মিলিতভাবে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছিল ভারত-চিন ৷ উভয়পক্ষের তরফেই বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে ৷

প্রাথমিকভাবে 6 জুন দুই দেশের মিলিটারি কমান্ডাররা বৈঠক করেছিলেন ৷ বেশ কয়েকটি জায়গা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনাও হয়েছিল ৷ তবে, চিনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ যেখানে তাদের 10 হাজার সেনা মোতায়েন ছিল, সেখান থেকে সেনা সরাতে দেখা যায়নি চিনকে ৷

তারপরই 16 জুন গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষে শহিদ হন 20 জন সেনাকর্মী ৷ সেনাসূত্রে খবর, চিনেও 43জন হতাহত হয়েছে ৷ তবে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও পর্যন্ত কোনও উদ্যোগই নিতে দেখা যায়নি চিনকে । উলটে সীমান্ত বরাবর তারা আরও শক্তি বাড়াচ্ছে বলে খবর । বিশেষ করে ডেপস্যাং প্লেনস ও প্যাংগং লেক পার্শ্ববর্তী এলাকায় চিন শক্তি বাড়াচ্ছে বলে জানা গেছে ।

এদিকে, আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও চরম মুহূর্তের জন্য প্রস্তুত থাকছে ভারত ৷ গালওয়ান উপত্যকায় ছয়টি T-90 মিজ়াইল ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারতীয় সেনা ৷ রাখা হয়েছে এয়ার সার্ভেল্যান্স রাডার ও যুদ্ধবিমানও ৷

লে (লাদাখ), 30 জুন : ভারত-চিন কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হল ৷ চুশুলে হচ্ছে বৈঠক৷ চিনা আগ্রাসনের ফলে পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই এই বৈঠক বলে সেনা সূত্রে খবর ৷ এনিয়ে তৃতীয়বার কর্পস কমান্ডার পর্যায়ে বৈঠক করছে দুই দেশ ৷ প্রথম দু'বার চিনা সীমান্তের মলডোতে এই বৈঠক হয়েছে ৷ এবার হচ্ছে ভারতীয় সীমান্তের চুশুলে।

সেনা সূত্রে বলা হয়েছিল, 22 জুন হওয়া দ্বিতীয়বারের বৈঠকে দুই দেশ পূর্ব লাদাখের এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল ৷ পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মিলিতভাবে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছিল ভারত-চিন ৷ উভয়পক্ষের তরফেই বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে ৷

প্রাথমিকভাবে 6 জুন দুই দেশের মিলিটারি কমান্ডাররা বৈঠক করেছিলেন ৷ বেশ কয়েকটি জায়গা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনাও হয়েছিল ৷ তবে, চিনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ যেখানে তাদের 10 হাজার সেনা মোতায়েন ছিল, সেখান থেকে সেনা সরাতে দেখা যায়নি চিনকে ৷

তারপরই 16 জুন গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষে শহিদ হন 20 জন সেনাকর্মী ৷ সেনাসূত্রে খবর, চিনেও 43জন হতাহত হয়েছে ৷ তবে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও পর্যন্ত কোনও উদ্যোগই নিতে দেখা যায়নি চিনকে । উলটে সীমান্ত বরাবর তারা আরও শক্তি বাড়াচ্ছে বলে খবর । বিশেষ করে ডেপস্যাং প্লেনস ও প্যাংগং লেক পার্শ্ববর্তী এলাকায় চিন শক্তি বাড়াচ্ছে বলে জানা গেছে ।

এদিকে, আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও চরম মুহূর্তের জন্য প্রস্তুত থাকছে ভারত ৷ গালওয়ান উপত্যকায় ছয়টি T-90 মিজ়াইল ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারতীয় সেনা ৷ রাখা হয়েছে এয়ার সার্ভেল্যান্স রাডার ও যুদ্ধবিমানও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.