ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী-CARES তহবিলে 25 হাজার অনুদান মোদির মায়ের - Corona

প্রধানমন্ত্রী-CARES তহবিলে 25 হাজার টাকা দান করলেন নরেন্দ্র মোদির মা হীরা বেন ৷ এর আগেও মোদিকে বহুবার সমর্থন করেছেন তিনি ৷

মা হীরা বেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
মা হীরা বেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Mar 31, 2020, 11:11 PM IST

দিল্লি, 31 মার্চ : কোরোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় একটি নতুন তহবিল খোলা হয়েছে কেন্দ্রের তরফে ৷ নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী-CARES তহবিল ৷ এই নতুন তহবিলে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরা বেন 25 হাজার টাকা দান করলেন ৷

98 বছর বয়সি হিরা বেন ছোটো ছেলে পঙ্কজ মোদির সঙ্গে গুজরাতের গান্ধিনগরের কাছে রইসিন গ্রামে থাকেন ৷ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'জনতা কারফিউ'-কেও সমর্থন জানিয়েছিলেন তিনি ৷ জরুরি পরিষেবায় যুক্তদের কৃতজ্ঞতা জানাতে গোটা দেশের সঙ্গে তিনিও থালা বাজিয়েছিলেন ৷ 2016-তে মোদির নোটবন্দীকরণের ঘোষণার পর ব্যাঙ্কের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে ৷

মোদি শনিবার কোরোনার বিরুদ্ধে সরকারের লড়াইয়ে জনগণের কাছে সহায়তা করার আবেদন জানিয়েছিলেন ৷ সঙ্গে জনগণ সহায়তা করতে পারে এমন একটি জরুরি পরিস্থিতি ত্রাণ তহবিল তৈরির ঘোষণা করেছিলেন ৷ টুইটারে তিনি লেখেন, "প্রধানমন্ত্রীর সিটিজ়েন অ্যাসিস্ট্যান্স রিলিফ ইন এমারজেন্সি সিচুয়েশন্স (CARES) বা প্রধানমন্ত্রী-CARES তহবিল একটি স্বাস্থ্যকর ভারত গঠনে অনেক এগিয়ে যাবে ৷"

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে বলা হয়, "প্রধানমন্ত্রী এই নতুন পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ৷ এর অন্যান্য সদস্য হলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷" যদিও এনিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি ৷ তাঁরা জানতে চান, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে এখনও 3,800 কোটি টাকা অব্যবহৃত রয়েছে ৷ তারপরও নতুন তহবিল খোলার কী কারণ ৷

কংগ্রেস নেতা শশী থারুর বলেন, "প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলকে নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী-CARES তহবিল করলেই হত ৷ নতুন করে একটি তহবিল খোলার কোনও প্রয়োজন ছিল না ৷ এই নতুন তহবিলের নীতি সম্পূর্ণ অস্বচ্ছ ৷"

দিল্লি, 31 মার্চ : কোরোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় একটি নতুন তহবিল খোলা হয়েছে কেন্দ্রের তরফে ৷ নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী-CARES তহবিল ৷ এই নতুন তহবিলে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরা বেন 25 হাজার টাকা দান করলেন ৷

98 বছর বয়সি হিরা বেন ছোটো ছেলে পঙ্কজ মোদির সঙ্গে গুজরাতের গান্ধিনগরের কাছে রইসিন গ্রামে থাকেন ৷ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'জনতা কারফিউ'-কেও সমর্থন জানিয়েছিলেন তিনি ৷ জরুরি পরিষেবায় যুক্তদের কৃতজ্ঞতা জানাতে গোটা দেশের সঙ্গে তিনিও থালা বাজিয়েছিলেন ৷ 2016-তে মোদির নোটবন্দীকরণের ঘোষণার পর ব্যাঙ্কের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে ৷

মোদি শনিবার কোরোনার বিরুদ্ধে সরকারের লড়াইয়ে জনগণের কাছে সহায়তা করার আবেদন জানিয়েছিলেন ৷ সঙ্গে জনগণ সহায়তা করতে পারে এমন একটি জরুরি পরিস্থিতি ত্রাণ তহবিল তৈরির ঘোষণা করেছিলেন ৷ টুইটারে তিনি লেখেন, "প্রধানমন্ত্রীর সিটিজ়েন অ্যাসিস্ট্যান্স রিলিফ ইন এমারজেন্সি সিচুয়েশন্স (CARES) বা প্রধানমন্ত্রী-CARES তহবিল একটি স্বাস্থ্যকর ভারত গঠনে অনেক এগিয়ে যাবে ৷"

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে বলা হয়, "প্রধানমন্ত্রী এই নতুন পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ৷ এর অন্যান্য সদস্য হলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷" যদিও এনিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি ৷ তাঁরা জানতে চান, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে এখনও 3,800 কোটি টাকা অব্যবহৃত রয়েছে ৷ তারপরও নতুন তহবিল খোলার কী কারণ ৷

কংগ্রেস নেতা শশী থারুর বলেন, "প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলকে নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী-CARES তহবিল করলেই হত ৷ নতুন করে একটি তহবিল খোলার কোনও প্রয়োজন ছিল না ৷ এই নতুন তহবিলের নীতি সম্পূর্ণ অস্বচ্ছ ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.