ETV Bharat / bharat

ইট্যালিতে একদিনে 475 জনের মৃত্যু, ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা - কমিউনিটি ট্রান্সমিশন

দেশজুড়ে বিভিন্ন স্থানে খোঁজ মিলছে কোরোনা আক্রান্তের ৷ সাধারণ মানুষের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক ৷ সবথেকে খারাপ অবস্থা ইট্যালিতে ৷ সেখানে 475 জন মারা গেছে ৷

Coronavirus outbreak
কোরোনা আতঙ্ক
author img

By

Published : Mar 19, 2020, 9:49 AM IST

Updated : Mar 19, 2020, 10:09 AM IST

দিল্লি, 19 মার্চ: ইট্যালিতে একদিনেই মৃত্য়ু হল 475 জন কোরোনা আক্রান্তের ৷ এই প্রথম একদিনে এত সংখ্যক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেল ৷ অ্য়ামেরিকাতে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে ৷ আক্রান্ত প্রায় 10 হাজার ৷ দেশজুড়েও দ্রুতগতিতে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ নতুন করে ধিক জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ৷

কোরোনা আতঙ্ক কেবল বিমানবন্দরেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে বাকি পরিবহন ক্ষেত্রেও ৷ অন্যদিকে কোরোনার ভয়ে আত্মহত্যার ঘটনাও সামনে এল ৷ ভারতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা কাল পর্যন্ত ছিল 151 ৷ আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ভারতে মোট আক্রান্ত 166 জন ৷ এদের মধ্যে 25 জন বিদেশি ৷

দিল্লি থেকে ট্রেনে চেন্নাই আগত এক যুবক কোরোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা হল দুই ৷ চেন্নাইয়ে তাঁর চিকিৎসা চলছে ৷ তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিজয়ভাস্কর ৷ অন্যদিকে দিল্লির সফদরজং হাসপাতালে এক ব্যক্তিকে কোরোনায় আক্রান্ত সন্দেহে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তিনি হাসপাতালের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৷

list of coronavirus patient in india
ভারতে মোট আক্রান্তের সংখ্যার তালিকা

কাশ্মীরে খোঁজ মিলল প্রথম কোরোনা আক্রান্তের, জম্মু-কাশ্মীরে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো চারে ৷ সতর্কতা অবলম্বন করে আপাতত কাশ্মীরে বিদেশিদের না আসার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার৷ লাদাখ থেকে আগত ব্যক্তিদেরও কোয়ারানটাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷

মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ গতকাল নতুন তিনজন কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 45 ৷ চার ব্যক্তির হাতে বাড়িতে কোয়ারানটাইনে থাকার স্ট্যাম্প দেখতে পাওয়ায় তাদের কাল গরিবরথ ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় ৷ তাঁরা সম্প্রতি জার্মানি থেকে ফেরায় তাঁদের কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই নিষেধাজ্ঞা অমান্য করে তাঁরা সুরাটে যাওয়ার চেষ্টা করছিলেন ৷

দিল্লিতে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা 10 ৷ যাঁদের মধ্যে একজন বিদেশিও রয়েছেন ৷ কর্নাটকের দাভাঙ্গেরে ও নয়ডায় জারি করা হয়েছে 144 ধারা ৷ চণ্ডীগড়ে আজ এক যুবতি কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ তিনি সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিলেন ৷

ভারতে কোরোনা আক্রান্তদের প্রায় সকলেই সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন বা বিদেশ থেকে আগত কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ৷ কিন্তু চেন্নাইয়ের এই যুবকের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস না থাকায় আতঙ্ক বেড়েছে ৷ এনিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের এক আধিকারিক বলেন, ‘‘একাধিক ব্যক্তি দেশের ভিতরেই এইধরনের সংক্রমণে আক্রান্ত হলে কমিউনিটি ট্রান্সমিশন বলা যায় ৷ এই যুবকের বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলেও তিনি কোনও বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে ৷’’

ইতিমধ্যেই তামিলনাড়ুতে প্রথম কোরোনা আক্রান্ত ব্যক্তি, যিনি সম্প্রতি ওমান থেকে ফিরেছিলেন, তাঁর চিকিৎসা হওয়ার পর কোরোনা পরীক্ষায় ফল দুইবার নেগেটিভ আসায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তামিলনাড়ুতে মোট 1 লাখ 89 হাজার মানুষকে স্ক্রিনিং করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই বিদেশি ৷ স্ক্রিনিংয়ে সন্দেহজনক 222 জন ব্যক্তির স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয়, য়ার মধ্যে 166 জনের রিপোর্টই নেগেটিভ এসেছে, 54টি স্যাম্পেল এখনও পরীক্ষাধীন ৷ বাড়িতেই কোয়ারানটাইনে রয়েছেন 3000 মানুষ ৷

দিল্লি, 19 মার্চ: ইট্যালিতে একদিনেই মৃত্য়ু হল 475 জন কোরোনা আক্রান্তের ৷ এই প্রথম একদিনে এত সংখ্যক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেল ৷ অ্য়ামেরিকাতে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে ৷ আক্রান্ত প্রায় 10 হাজার ৷ দেশজুড়েও দ্রুতগতিতে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ নতুন করে ধিক জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ৷

কোরোনা আতঙ্ক কেবল বিমানবন্দরেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে বাকি পরিবহন ক্ষেত্রেও ৷ অন্যদিকে কোরোনার ভয়ে আত্মহত্যার ঘটনাও সামনে এল ৷ ভারতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা কাল পর্যন্ত ছিল 151 ৷ আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ভারতে মোট আক্রান্ত 166 জন ৷ এদের মধ্যে 25 জন বিদেশি ৷

দিল্লি থেকে ট্রেনে চেন্নাই আগত এক যুবক কোরোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা হল দুই ৷ চেন্নাইয়ে তাঁর চিকিৎসা চলছে ৷ তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিজয়ভাস্কর ৷ অন্যদিকে দিল্লির সফদরজং হাসপাতালে এক ব্যক্তিকে কোরোনায় আক্রান্ত সন্দেহে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তিনি হাসপাতালের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৷

list of coronavirus patient in india
ভারতে মোট আক্রান্তের সংখ্যার তালিকা

কাশ্মীরে খোঁজ মিলল প্রথম কোরোনা আক্রান্তের, জম্মু-কাশ্মীরে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো চারে ৷ সতর্কতা অবলম্বন করে আপাতত কাশ্মীরে বিদেশিদের না আসার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার৷ লাদাখ থেকে আগত ব্যক্তিদেরও কোয়ারানটাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷

মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ গতকাল নতুন তিনজন কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 45 ৷ চার ব্যক্তির হাতে বাড়িতে কোয়ারানটাইনে থাকার স্ট্যাম্প দেখতে পাওয়ায় তাদের কাল গরিবরথ ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় ৷ তাঁরা সম্প্রতি জার্মানি থেকে ফেরায় তাঁদের কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই নিষেধাজ্ঞা অমান্য করে তাঁরা সুরাটে যাওয়ার চেষ্টা করছিলেন ৷

দিল্লিতে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা 10 ৷ যাঁদের মধ্যে একজন বিদেশিও রয়েছেন ৷ কর্নাটকের দাভাঙ্গেরে ও নয়ডায় জারি করা হয়েছে 144 ধারা ৷ চণ্ডীগড়ে আজ এক যুবতি কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ তিনি সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিলেন ৷

ভারতে কোরোনা আক্রান্তদের প্রায় সকলেই সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন বা বিদেশ থেকে আগত কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ৷ কিন্তু চেন্নাইয়ের এই যুবকের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস না থাকায় আতঙ্ক বেড়েছে ৷ এনিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের এক আধিকারিক বলেন, ‘‘একাধিক ব্যক্তি দেশের ভিতরেই এইধরনের সংক্রমণে আক্রান্ত হলে কমিউনিটি ট্রান্সমিশন বলা যায় ৷ এই যুবকের বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলেও তিনি কোনও বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে ৷’’

ইতিমধ্যেই তামিলনাড়ুতে প্রথম কোরোনা আক্রান্ত ব্যক্তি, যিনি সম্প্রতি ওমান থেকে ফিরেছিলেন, তাঁর চিকিৎসা হওয়ার পর কোরোনা পরীক্ষায় ফল দুইবার নেগেটিভ আসায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তামিলনাড়ুতে মোট 1 লাখ 89 হাজার মানুষকে স্ক্রিনিং করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই বিদেশি ৷ স্ক্রিনিংয়ে সন্দেহজনক 222 জন ব্যক্তির স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয়, য়ার মধ্যে 166 জনের রিপোর্টই নেগেটিভ এসেছে, 54টি স্যাম্পেল এখনও পরীক্ষাধীন ৷ বাড়িতেই কোয়ারানটাইনে রয়েছেন 3000 মানুষ ৷

Last Updated : Mar 19, 2020, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.