ETV Bharat / bharat

কোরোনা ভাইরাস প্রাকৃতিক নয়, কৃত্রিম : নীতিন গড়করি

"কী করে কোরোনাকে সঙ্গে করে বেঁচে থাকতে হবে তা বোঝা দরকার । কারণ এটি কৃত্রিম ভাইরাস ।" বললেন নীতিন গড়করি ।

Nitin Gadkari
নীতিন গড়করি
author img

By

Published : May 14, 2020, 4:07 PM IST

দিল্লি, 14মে : কোরোনা কোনও প্রাকৃতিক ভাইরাস নয় ৷ এটি কৃত্রিম এবং ল্যাবে তৈরি করা হয়েছে ৷ মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ।

তিনি বলেন, কী করে কোরোনাকে সঙ্গে করে বেঁচে থাকতে হবে তা বোঝা দরকার । কারণ এটি কৃত্রিম ভাইরাস । পৃথিবীর বহু দেশে এর ভ্যাকসিন তৈরির জন্যে গবেষণা চলছে ৷

তিনি আরও বলেন, "এই ভাইরাসকে চিহ্নিত করাটা একটা সমস্যার বিষয় । এমন একটা পদ্ধতি দরকার যাতে আমরা সহজেই এই ভাইরাসকে শনাক্ত করতে পারি । এখন বিজ্ঞানীরা প্রস্তুত । ভারত প্রস্তুত । একবার ভ্যাকসিন তৈরি হয়ে গেলে আর কোনও সমস্যা থাকবে না । "

উহানের একটি বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে চিন দাবি করলেও অ্যামেরিকা এর জন্য চিনকেই দোষারোপ করেছে । ল্যাব থেকেই ভাইরাসটি ছড়িয়েছে বলে অনেকে অভিযোগও করেছেন । এবার এই একই সুর শোনা গেল নীতিন গড়করির গলায় ।

দিল্লি, 14মে : কোরোনা কোনও প্রাকৃতিক ভাইরাস নয় ৷ এটি কৃত্রিম এবং ল্যাবে তৈরি করা হয়েছে ৷ মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ।

তিনি বলেন, কী করে কোরোনাকে সঙ্গে করে বেঁচে থাকতে হবে তা বোঝা দরকার । কারণ এটি কৃত্রিম ভাইরাস । পৃথিবীর বহু দেশে এর ভ্যাকসিন তৈরির জন্যে গবেষণা চলছে ৷

তিনি আরও বলেন, "এই ভাইরাসকে চিহ্নিত করাটা একটা সমস্যার বিষয় । এমন একটা পদ্ধতি দরকার যাতে আমরা সহজেই এই ভাইরাসকে শনাক্ত করতে পারি । এখন বিজ্ঞানীরা প্রস্তুত । ভারত প্রস্তুত । একবার ভ্যাকসিন তৈরি হয়ে গেলে আর কোনও সমস্যা থাকবে না । "

উহানের একটি বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে চিন দাবি করলেও অ্যামেরিকা এর জন্য চিনকেই দোষারোপ করেছে । ল্যাব থেকেই ভাইরাসটি ছড়িয়েছে বলে অনেকে অভিযোগও করেছেন । এবার এই একই সুর শোনা গেল নীতিন গড়করির গলায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.