ETV Bharat / bharat

কোরোনা সতর্কতায় 400 শতাংশ প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াল রেল - Railway platform ticket price hiked

রেলওয়ে সূত্রে জানানো হয়েছে মোট 250 টি স্টেশনে টিকিটের দাম বাড়ানো হয়েছে । কোরোনা ভাইরাসের সংক্রমন এড়াতে ভিড় নিয়ন্ত্রনের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম রেলের এক আধিকারিক ।

রেলওয়ে
RAIL WAY
author img

By

Published : Mar 17, 2020, 5:39 PM IST

মুম্বই, 17 মার্চ : কোরোনা সতর্কতায় ভিড় কমাতে এবার প্ল্যাটফর্ম টিকিটের দাম 400 শতাংশ বৃদ্ধি করল পশ্চিম ও কেন্দ্রীয় রেলওয়ে । 10 টাকা থেকে বাড়িয়ে টিকিটের দাম ধার্য করা হয়েছে 50 টাকা । পশ্চিম রেলওয়ের 6 টি বিভাগের 50 টি বড় স্টেশনে ইতিমধ্যেই টিকিটের দাম বাড়ানো হয়েছে ।

রেলের তরফে জানানো হয়েছে, মোট 250 টি স্টেশনে টিকিটের দাম বাড়ানো হয়েছে । কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভিড় নিয়ন্ত্রনের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম রেলের এক আধিকারিক ।

মঙ্গলবার থেকে থানে , দাদর, কল্যাণ, ও CSMT স্টেশনে ইনফ্রারেড থার্মোমিটারের ব্যবস্থা রাখা হয়েছে । যেখানে যাত্রীরা স্বেচ্ছায় তাপমাত্রা পরীক্ষা করাতে পারবেন । রেলের তরফে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে কোরোনা মোকোবিলায় সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে ।

সম্প্রতি রেলের তরফে জেনেরাল ও জ়োনাল ম্যানেজারদের AC কোচের পর্দা , কম্বল সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । বলা হয় পরবর্তী নির্দেশ পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে । AC কোচের তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয় , এবং তাৎক্ষণিক প্রয়োজনের জন্য অতিরিক্ত পরিষ্কার বেড শিট রাখতে বলা হয় ।

নির্দেশিকায় বলা হয় প্রথম শ্রেণির AC কোচের যাত্রীরা চাইলে তাঁদের পরিষ্কার চাদর দিতে হবে । AC কোচের সমস্ত ব্যবহৃত কম্বল , বালিশের কভার , চাদর ধুয়ে জীবাণুমুক্ত করে পরিষ্কার ও শুষ্ক জায়গায় মজুত করতে হবে ।

100 শতাংশ পরিষ্কার লিনেন বন্ধ প্যাকেটে যাত্রীদের দিতে হবে সেই সঙ্গে তাদের সমস্ত নির্দেশিকাও জানিয়ে দিতে হবে । এছাড়াও AC কোচের যাত্রীদের IVRS ও SMS এর মাধ্যমে সমস্ত নির্দেশিকা জানিয়ে দেবে রেল ।

মুম্বই, 17 মার্চ : কোরোনা সতর্কতায় ভিড় কমাতে এবার প্ল্যাটফর্ম টিকিটের দাম 400 শতাংশ বৃদ্ধি করল পশ্চিম ও কেন্দ্রীয় রেলওয়ে । 10 টাকা থেকে বাড়িয়ে টিকিটের দাম ধার্য করা হয়েছে 50 টাকা । পশ্চিম রেলওয়ের 6 টি বিভাগের 50 টি বড় স্টেশনে ইতিমধ্যেই টিকিটের দাম বাড়ানো হয়েছে ।

রেলের তরফে জানানো হয়েছে, মোট 250 টি স্টেশনে টিকিটের দাম বাড়ানো হয়েছে । কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভিড় নিয়ন্ত্রনের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম রেলের এক আধিকারিক ।

মঙ্গলবার থেকে থানে , দাদর, কল্যাণ, ও CSMT স্টেশনে ইনফ্রারেড থার্মোমিটারের ব্যবস্থা রাখা হয়েছে । যেখানে যাত্রীরা স্বেচ্ছায় তাপমাত্রা পরীক্ষা করাতে পারবেন । রেলের তরফে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে কোরোনা মোকোবিলায় সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে ।

সম্প্রতি রেলের তরফে জেনেরাল ও জ়োনাল ম্যানেজারদের AC কোচের পর্দা , কম্বল সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । বলা হয় পরবর্তী নির্দেশ পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে । AC কোচের তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয় , এবং তাৎক্ষণিক প্রয়োজনের জন্য অতিরিক্ত পরিষ্কার বেড শিট রাখতে বলা হয় ।

নির্দেশিকায় বলা হয় প্রথম শ্রেণির AC কোচের যাত্রীরা চাইলে তাঁদের পরিষ্কার চাদর দিতে হবে । AC কোচের সমস্ত ব্যবহৃত কম্বল , বালিশের কভার , চাদর ধুয়ে জীবাণুমুক্ত করে পরিষ্কার ও শুষ্ক জায়গায় মজুত করতে হবে ।

100 শতাংশ পরিষ্কার লিনেন বন্ধ প্যাকেটে যাত্রীদের দিতে হবে সেই সঙ্গে তাদের সমস্ত নির্দেশিকাও জানিয়ে দিতে হবে । এছাড়াও AC কোচের যাত্রীদের IVRS ও SMS এর মাধ্যমে সমস্ত নির্দেশিকা জানিয়ে দেবে রেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.