ETV Bharat / bharat

27 ফুট পর্যন্ত গতিবিধি,বাতাসে স্থির থাকতে পারে কোরোনা, দাবি MIT গবেষকের

কোরোনা ভাইরাস 27 ফুট অবধি যেতে পারে ৷ তাই 6 ফুট দুরত্ব বজায় রাখলেও কাজ নাও হতে পারে এমনই জানালেন MIT র গবেষক লিডিয়া বাউরউইবার ৷ যিনি বহু বছর ধরে কাশি এবং হাঁচির গতিবিধি নিয়ে গবেষণা করেছেন ৷

Coronavirus can travel 27 feet, stay in air for hours, says MIT researcher
কোরোনা ভাইরাস 27 ফুট পর্যন্ত যেতে পারে,বাতাসে স্থির থাকতে পারে বললেন MIT র গবেষক
author img

By

Published : Apr 3, 2020, 2:28 PM IST

নয়াদিল্লি, 3 এপ্রিল : MIT- এর এক গবেষক সতর্ক করে বলেন, একে অন্যের থেকে 6 ফুট দূরে থাকলেও কাজ নাও হতে পারে৷ কোরোনা ভাইরাস 27 ফুট অবধি যেতে পারে ৷ কয়েক ঘণ্টা অবধি স্থির থাকতে পারে।

MIT-এর সহযোগী অধ্যাপক লিডিয়া বাউরউইবার তত্ত্বাবধানে এই গবেষণা করা হয় যিনি বহু বছর ধরে কাশি এবং হাঁচির গতিবিধি নিয়ে গবেষণা করেছেন ৷ অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে এটি প্রকাশিত হয়েছিল ৷

ওই অধ্যাপক বলেন "সমস্ত আকারের প্যাথোজেন বহনকারী ড্রপলেট বা ফোঁটা 23 থেকে 27 ফুট পর্যন্ত ভ্রমণ করতে পারে। সদ্য প্রকাশিত গবেষণায়, বাউরউইবা সতর্ক করেছিলেন , ট্র্যাজেক্টরির পাশ দিয়ে স্থির হওয়া ফোঁটাগুলি পৃষ্ঠতল দূষিত করতে পারে এবং অবশিষ্ট ফোঁটাগুলি কয়েক ঘণ্টা বাতাসে স্থির থাকতে পারে।"

তিনি বলেন, যে চিন থেকে পাওয়া নিউইয়র্ক পোস্টের 2020 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে COVID-19 রোগীদের হাসপাতালের ঘরগুলিতে বায়ুচলাচল সিস্টেমে ভাইরাসের কণা পাওয়া যেতে পারে।"

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কোভিড -19(Covid-19) বিশ্বব্যাপী 7 লক্ষ লোককে প্রভাবিত করেছে ৷ মারণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় দেশ-বিদেশের বিজ্ঞানীরা ৷

নয়াদিল্লি, 3 এপ্রিল : MIT- এর এক গবেষক সতর্ক করে বলেন, একে অন্যের থেকে 6 ফুট দূরে থাকলেও কাজ নাও হতে পারে৷ কোরোনা ভাইরাস 27 ফুট অবধি যেতে পারে ৷ কয়েক ঘণ্টা অবধি স্থির থাকতে পারে।

MIT-এর সহযোগী অধ্যাপক লিডিয়া বাউরউইবার তত্ত্বাবধানে এই গবেষণা করা হয় যিনি বহু বছর ধরে কাশি এবং হাঁচির গতিবিধি নিয়ে গবেষণা করেছেন ৷ অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে এটি প্রকাশিত হয়েছিল ৷

ওই অধ্যাপক বলেন "সমস্ত আকারের প্যাথোজেন বহনকারী ড্রপলেট বা ফোঁটা 23 থেকে 27 ফুট পর্যন্ত ভ্রমণ করতে পারে। সদ্য প্রকাশিত গবেষণায়, বাউরউইবা সতর্ক করেছিলেন , ট্র্যাজেক্টরির পাশ দিয়ে স্থির হওয়া ফোঁটাগুলি পৃষ্ঠতল দূষিত করতে পারে এবং অবশিষ্ট ফোঁটাগুলি কয়েক ঘণ্টা বাতাসে স্থির থাকতে পারে।"

তিনি বলেন, যে চিন থেকে পাওয়া নিউইয়র্ক পোস্টের 2020 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে COVID-19 রোগীদের হাসপাতালের ঘরগুলিতে বায়ুচলাচল সিস্টেমে ভাইরাসের কণা পাওয়া যেতে পারে।"

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কোভিড -19(Covid-19) বিশ্বব্যাপী 7 লক্ষ লোককে প্রভাবিত করেছে ৷ মারণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় দেশ-বিদেশের বিজ্ঞানীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.