ETV Bharat / bharat

কোরোনা ভাইরাস : মৃত্যু ছাড়িয়েছে সাড়ে 5 হাজার, বিশ্বজুড়ে আতঙ্ক - corona virus panic

দ্রুত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু।

corona virus
কোরোনা ভাইরাস
author img

By

Published : Mar 15, 2020, 2:26 PM IST

Updated : Mar 15, 2020, 4:10 PM IST

দিল্লি, 15 মার্চ : নিয়ন্ত্রণে আনা তো দূরের কথা, বিশ্বের প্রায় অধিকাংশ দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস। বিশ্বে 137টির বেশি দেশে এই ভাইরাসের প্রকোপ দেখা গেছে । মৃতের সংখ্যা 5,764। আক্রান্ত 1,51,797 জন।

চিন : ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশে প্রথম কোরোনা ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে। এপর্যন্ত সেদেশে মৃতের সংখ্যা 3,199। 80 হাজারের বেশি মানুষ আক্রান্ত।

ইট্যালি : ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস। তারমধ্যে ইট্যালিতে সংক্রামিতর সংখ্যা বেশি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 1,441 জনের। আক্রান্ত 21,157। এই পরিস্থিতিতে সেদেশ থেকে 211 জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে।

ইরান : ইরানে এখনও পর্যন্ত 12,729 জন কোরোনায় আক্রান্ত এবং 611 জনের মৃত্যু হয়েছে ৷

স্পেন : ইট্যালির পরেই ইউরোপ মহাদেশে আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। এখানে মৃতের সংখ্যা 136, আক্রান্ত 5,753।

ফ্রান্স : অন্যদিকে ফ্রান্সে COVID-19 এ আক্রান্ত হয়ে ইতিমধ্যেই 91 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত সাড়ে 4 হাজার। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব রেস্তরাঁ, সিনেমা, ডিস্কো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

ভারত : কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে৷ এখনও পর্যন্ত মৃত 2। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সর্বশেষ যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে হয়েছে, তাতে গোটা দেশে এখনও পর্যন্ত 107 জনের শরীরে সংক্রমণ ঘটেছে বলে জানানো হয়েছে ৷ তবে রাজ্যগুলি থেকে আসা রিপোর্টগুলি মিলিয়ে দেখলে আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও অনুমান করা হচ্ছে৷ সংক্রমিতদের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রায় 4000 জনকে আইসোলেশনে রাখা হয়েছে ।

দিল্লি, 15 মার্চ : নিয়ন্ত্রণে আনা তো দূরের কথা, বিশ্বের প্রায় অধিকাংশ দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস। বিশ্বে 137টির বেশি দেশে এই ভাইরাসের প্রকোপ দেখা গেছে । মৃতের সংখ্যা 5,764। আক্রান্ত 1,51,797 জন।

চিন : ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশে প্রথম কোরোনা ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে। এপর্যন্ত সেদেশে মৃতের সংখ্যা 3,199। 80 হাজারের বেশি মানুষ আক্রান্ত।

ইট্যালি : ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস। তারমধ্যে ইট্যালিতে সংক্রামিতর সংখ্যা বেশি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 1,441 জনের। আক্রান্ত 21,157। এই পরিস্থিতিতে সেদেশ থেকে 211 জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে।

ইরান : ইরানে এখনও পর্যন্ত 12,729 জন কোরোনায় আক্রান্ত এবং 611 জনের মৃত্যু হয়েছে ৷

স্পেন : ইট্যালির পরেই ইউরোপ মহাদেশে আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। এখানে মৃতের সংখ্যা 136, আক্রান্ত 5,753।

ফ্রান্স : অন্যদিকে ফ্রান্সে COVID-19 এ আক্রান্ত হয়ে ইতিমধ্যেই 91 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত সাড়ে 4 হাজার। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব রেস্তরাঁ, সিনেমা, ডিস্কো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

ভারত : কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে৷ এখনও পর্যন্ত মৃত 2। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সর্বশেষ যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে হয়েছে, তাতে গোটা দেশে এখনও পর্যন্ত 107 জনের শরীরে সংক্রমণ ঘটেছে বলে জানানো হয়েছে ৷ তবে রাজ্যগুলি থেকে আসা রিপোর্টগুলি মিলিয়ে দেখলে আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও অনুমান করা হচ্ছে৷ সংক্রমিতদের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রায় 4000 জনকে আইসোলেশনে রাখা হয়েছে ।

Last Updated : Mar 15, 2020, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.