লখনউ, 22 জুলাই : উত্তপ্রদেশের আলিগড়ে কোরোনা রোগীকে হাসপাতালেই ধর্ষণ করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে ৷ নির্যাতিতার অভিযোগ, গতরাতে অভিযুক্ত চিকিৎসক রুটিন চেক আপের নাম করে মহিলা ওয়ার্ডে ঢোকে ৷ তারপর তাঁকে ধর্ষণ করে ৷ ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
যুবতি গাজিয়াবাদের একটি ব্যাঙ্কে কাজ করেন৷ দিন কয়েক আগে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ গত 19 জুলাই আলিগড়ের দিনদয়াল উপাধ্যায় জেলা হাসপাতালে ভরতি হন তিনি ৷ তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন তিনি ৷ যুবতি ও তাঁর পরিবারের অভিযোগ, গতরাতে রুটিন চেক আপের নাম করে মহিলা ওয়ার্ডে ঢোকে চিকিৎসক ৷ তারপর ধর্ষণ করে ৷ ঘটনায় পরিবারের তরফে ওই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ তড়িঘড়ি ঘটনাস্থানে আসে আলিগড় থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চিকিৎসককে ৷
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ SP (ক্রাইম) অরবিন্দ কুমার জানিয়েছেন, চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷