ETV Bharat / bharat

আনলক আপডেট : দেশে মৃতের সংখ্যা ছাড়াল 50 হাজার

corona live update in india
দেশে কোরোনা পরিস্থিতি
author img

By

Published : Aug 18, 2020, 7:27 AM IST

Updated : Aug 18, 2020, 1:09 PM IST

12:58 August 18

দেশে কোরোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ প্রতিদিন রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে ৷ এর সঙ্গে সুস্থতার হারও বেড়েছে ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম তা দেখে নেওয়া যাক ৷

  • গত 24 ঘণ্টায় মহারাষ্ট্র পুলিশের 112 জন পুলিশকর্মী নতুন করে আক্রান্ত হয়েছে ৷ মৃত্যু হয়েছে 2 জনের ৷ এ পর্যন্ত মহারাষ্ট্রের 12 হাজার 495 জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছে ৷ 2 হাজার 256 জন সক্রিয় আক্রান্ত ৷ সুস্থ হয়ে উঠেছে 10 হাজার 111 জন ৷ মৃত্যু হয়েছে 128 জন পুলিশকর্মীর ৷

10:43 August 18

  • AIIMS-এ ভরতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

09:47 August 18

  • মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে 55 হাজার 79 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ এদের মধ্যে 3 হাজার 734 জন সক্রিয় আক্রান্ত ৷ সুস্থ হয়ে উঠেছে 57 হাজার 937 জন ৷ মৃত্যু হয়েছে 876 জনের ৷
  • সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা 27 লাখ 2 হাজার 742 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 77 হাজার 779 জন ৷ মৃত্যু হয়েছে 876 জনের ৷
  • মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, মহারাষ্ট্রে এক দিনে আক্রান্ত হয়েছে 8 হাজার 493 জন ৷ এদের মধ্যে সক্রিয় 3 হাজার 126 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 হাজার 391 জন ৷ মৃত্যু হয়েছে 228 জনের ৷
  • একদিনে তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছে 5 হাজার 890 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 5 হাজার 667 জন ৷ মৃত্যু হয়েছে 120 জনের ৷
  • 24 ঘণ্টায় কর্ণাটকে 6 হাজার 317 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে সক্রিয় 869 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 7 হাজার 71 জন ৷ কোরোনায় মৃতের সংখ্যা 115 জন ৷

06:03 August 18

  • সোমবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, 57 হাজার 981 জনের শরীরে নতুন করে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ সক্রিয় আক্রান্ত 544 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 57 হাজার 584 জন ৷ মৃত্যু হয়েছে 941 জনের  ৷
  • প্রাক্তন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার এল সরিতা দেবী ও তাঁর স্বামী কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ সোমবার তাদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷
  • কোরোনা পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে না সর্বত্র ৷ তাই অবশেষে রাচাকোন্ডা পুলিশ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার আয়োজন করেছে ৷ সোমবার থেকে কোরোনা ও অন্যান্য রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে ৷
  • মহারাষ্ট্রের রাজ্য কারাগার বিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মহারাষ্ট্রে 1 হাজার 43 জন কয়েদি ও 302 জন জেলকর্মী কোরোনা আক্রান্ত ৷ ইতিমধ্যে 6 জন কয়েদির কোরোনায় মৃত্যু হয়েছে ৷

12:58 August 18

দেশে কোরোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ প্রতিদিন রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে ৷ এর সঙ্গে সুস্থতার হারও বেড়েছে ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম তা দেখে নেওয়া যাক ৷

  • গত 24 ঘণ্টায় মহারাষ্ট্র পুলিশের 112 জন পুলিশকর্মী নতুন করে আক্রান্ত হয়েছে ৷ মৃত্যু হয়েছে 2 জনের ৷ এ পর্যন্ত মহারাষ্ট্রের 12 হাজার 495 জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছে ৷ 2 হাজার 256 জন সক্রিয় আক্রান্ত ৷ সুস্থ হয়ে উঠেছে 10 হাজার 111 জন ৷ মৃত্যু হয়েছে 128 জন পুলিশকর্মীর ৷

10:43 August 18

  • AIIMS-এ ভরতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

09:47 August 18

  • মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে 55 হাজার 79 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ এদের মধ্যে 3 হাজার 734 জন সক্রিয় আক্রান্ত ৷ সুস্থ হয়ে উঠেছে 57 হাজার 937 জন ৷ মৃত্যু হয়েছে 876 জনের ৷
  • সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা 27 লাখ 2 হাজার 742 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 77 হাজার 779 জন ৷ মৃত্যু হয়েছে 876 জনের ৷
  • মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, মহারাষ্ট্রে এক দিনে আক্রান্ত হয়েছে 8 হাজার 493 জন ৷ এদের মধ্যে সক্রিয় 3 হাজার 126 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 হাজার 391 জন ৷ মৃত্যু হয়েছে 228 জনের ৷
  • একদিনে তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছে 5 হাজার 890 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 5 হাজার 667 জন ৷ মৃত্যু হয়েছে 120 জনের ৷
  • 24 ঘণ্টায় কর্ণাটকে 6 হাজার 317 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে সক্রিয় 869 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 7 হাজার 71 জন ৷ কোরোনায় মৃতের সংখ্যা 115 জন ৷

06:03 August 18

  • সোমবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, 57 হাজার 981 জনের শরীরে নতুন করে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ সক্রিয় আক্রান্ত 544 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 57 হাজার 584 জন ৷ মৃত্যু হয়েছে 941 জনের  ৷
  • প্রাক্তন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার এল সরিতা দেবী ও তাঁর স্বামী কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ সোমবার তাদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷
  • কোরোনা পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে না সর্বত্র ৷ তাই অবশেষে রাচাকোন্ডা পুলিশ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার আয়োজন করেছে ৷ সোমবার থেকে কোরোনা ও অন্যান্য রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে ৷
  • মহারাষ্ট্রের রাজ্য কারাগার বিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মহারাষ্ট্রে 1 হাজার 43 জন কয়েদি ও 302 জন জেলকর্মী কোরোনা আক্রান্ত ৷ ইতিমধ্যে 6 জন কয়েদির কোরোনায় মৃত্যু হয়েছে ৷
Last Updated : Aug 18, 2020, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.