ETV Bharat / bharat

অনুপম খেরের পরিবারেও কোরোনার হানা - Anupam Kher'

Anupam Kher
Anupam Kher
author img

By

Published : Jul 12, 2020, 11:25 AM IST

Updated : Jul 12, 2020, 12:03 PM IST

11:19 July 12

কোরোনায় আক্রান্ত অনুপম খেরের মা, ভাইঝি, দাদা ও বউদি ৷ পরিবারে একাধিক সদস্যের কোরোনা সংক্রমণের কথা একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন অভিনেতা নিজেই ৷

  • This is to inform all that my mother Dulari is found Covid + (Mildly). We have admitted her into Kokilaben Hospital. My brother, bhabhi & niece inspite of being careful have also tested mildly positive.I got myself tested as well & I have tested negative. @mybmc is informed.!🙏 pic.twitter.com/EpjDIALft2

    — Anupam Kher (@AnupamPKher) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই, 12 জুলাই : এবার অনুপম খেরের পরিবারেও কোরোনার হানা ৷ আক্রান্ত আক্রান্ত অনুপম খেরের মা, দাদা, বউদি ও ভাইঝি ৷ সংক্রমণের কথা টুইট করে জানিয়েছেন অভিনেতা নিজেই ৷

টুইটে ভিডিয়ো বার্তায় তিনি জানান, "কয়েক দিন থেকেই আমার মায়ের খিদে পাচ্ছিল না ৷ কিছুই খাচ্ছিল না ৷ শুধু ঘুমিয়ে থাকত ৷ তখন আমি চিকিৎসকের পরামর্শ নিই ৷ মায়ের রক্ত পরীক্ষা করাই  ৷ রিপোর্টে সব কিছু স্বাভাবিক ছিল ৷ তখন চিকিৎসক সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন ৷ সিটি স্ক্যানে Covid 19-এর মৃদু উপসর্গ সামনে আসে ৷  তখন আমি ও আমার ভাই আমাদেরও কোরোনা পরীক্ষা করাই ৷ তারপর রিপোর্ট এলে জানতে পারি রাজুর (ভাই) শরীরেও কোরোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ তবে আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷"

তিনি সেই ভিডিয়ো বার্তায় আরও জানান, "তারপরই পরিবারের সকলের কোরোনা পরীক্ষা করাই ৷ সেখানে বউদি ও ভাইঝির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরই মাকে কোকিলা বেন হাসপাতালে ভরতি করাই ৷ ভাই ও তাঁর পরিবার হোম কোয়ারানটিনে রয়েছেন ৷ BMC-কে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছি ৷"  

এদিকে গতকালই বচ্চন পরিবারে কোরোনা সংক্রমণের কথা জানা যায় ৷ কোরোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন ৷ এই খবর প্রকাশ্যে আসার পর 24 ঘণ্টা কাটতে না কাটতেই অনুপম খেরের পরিবারে সংক্রমণ ধরা পড়ল ৷ 

11:19 July 12

কোরোনায় আক্রান্ত অনুপম খেরের মা, ভাইঝি, দাদা ও বউদি ৷ পরিবারে একাধিক সদস্যের কোরোনা সংক্রমণের কথা একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন অভিনেতা নিজেই ৷

  • This is to inform all that my mother Dulari is found Covid + (Mildly). We have admitted her into Kokilaben Hospital. My brother, bhabhi & niece inspite of being careful have also tested mildly positive.I got myself tested as well & I have tested negative. @mybmc is informed.!🙏 pic.twitter.com/EpjDIALft2

    — Anupam Kher (@AnupamPKher) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই, 12 জুলাই : এবার অনুপম খেরের পরিবারেও কোরোনার হানা ৷ আক্রান্ত আক্রান্ত অনুপম খেরের মা, দাদা, বউদি ও ভাইঝি ৷ সংক্রমণের কথা টুইট করে জানিয়েছেন অভিনেতা নিজেই ৷

টুইটে ভিডিয়ো বার্তায় তিনি জানান, "কয়েক দিন থেকেই আমার মায়ের খিদে পাচ্ছিল না ৷ কিছুই খাচ্ছিল না ৷ শুধু ঘুমিয়ে থাকত ৷ তখন আমি চিকিৎসকের পরামর্শ নিই ৷ মায়ের রক্ত পরীক্ষা করাই  ৷ রিপোর্টে সব কিছু স্বাভাবিক ছিল ৷ তখন চিকিৎসক সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন ৷ সিটি স্ক্যানে Covid 19-এর মৃদু উপসর্গ সামনে আসে ৷  তখন আমি ও আমার ভাই আমাদেরও কোরোনা পরীক্ষা করাই ৷ তারপর রিপোর্ট এলে জানতে পারি রাজুর (ভাই) শরীরেও কোরোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ তবে আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷"

তিনি সেই ভিডিয়ো বার্তায় আরও জানান, "তারপরই পরিবারের সকলের কোরোনা পরীক্ষা করাই ৷ সেখানে বউদি ও ভাইঝির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরই মাকে কোকিলা বেন হাসপাতালে ভরতি করাই ৷ ভাই ও তাঁর পরিবার হোম কোয়ারানটিনে রয়েছেন ৷ BMC-কে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছি ৷"  

এদিকে গতকালই বচ্চন পরিবারে কোরোনা সংক্রমণের কথা জানা যায় ৷ কোরোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন ৷ এই খবর প্রকাশ্যে আসার পর 24 ঘণ্টা কাটতে না কাটতেই অনুপম খেরের পরিবারে সংক্রমণ ধরা পড়ল ৷ 

Last Updated : Jul 12, 2020, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.