ETV Bharat / bharat

গুজরাতে সংক্রমিত এলাকা সিল করতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত পুলিশ - Coronavirus

পুলিশকর্মী এম পি পাণ্ডার মাথায় আঘাত লেগেছে । তিনি গুজরাতের গোধরার একটি কোরোনা সংক্রমিত এলাকা সিল করতে গিয়েছিলেন । তখন তাঁর উপর হামলা হয় ।

police
পুলিশ কর্মীদের উপর হামলা
author img

By

Published : May 1, 2020, 9:40 AM IST

গোধরা, 1 মে: কোরোনা সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন অনেক পুলিশ কর্মী । সাধারণ মানুষের হাতে আক্রান্ত হতে হচ্ছে তাঁদের । কখনও তাঁদের দিকে ইট-পাটকেল ছোড়া হচ্ছে, কখনও বা কোনও পুলিশ কর্মীর হাত কেটে নেওয়ার খবর সামনে আসছে । আবারও গুজরাতে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী । তাঁর নাম এম পি পাণ্ডা ।

অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে বিকেলের দিকে জহুর মার্কেটের কাছে গুহয়া মহল্লার একটি কোরোনা সংক্রমিত এলাকা সিল করতে গিয়েছিলেন পুলিশ ইনস্পেক্টর এম পি পাণ্ডা । তখনই পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন বাসিন্দারা । মাথায় আঘাত লাগে পাণ্ডার । এরপরে জনতাকে ছত্রভঙ্গ করতে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । পাণ্ডা জানিয়েছেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।"

এখনও পর্যন্ত গোধরায় 22 জন কোরোনা আক্রান্ত হয়েছেন । গোধরায় পুলিশ কর্মীর আক্রান্ত হওয়ার বিষয়টি সোশাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে । বেশ কয়েকটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তার মধ্যে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে কয়েকজন । আবার একটি ভিডিয়োতে দেখা গেছে জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ ।

গোধরা, 1 মে: কোরোনা সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন অনেক পুলিশ কর্মী । সাধারণ মানুষের হাতে আক্রান্ত হতে হচ্ছে তাঁদের । কখনও তাঁদের দিকে ইট-পাটকেল ছোড়া হচ্ছে, কখনও বা কোনও পুলিশ কর্মীর হাত কেটে নেওয়ার খবর সামনে আসছে । আবারও গুজরাতে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী । তাঁর নাম এম পি পাণ্ডা ।

অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে বিকেলের দিকে জহুর মার্কেটের কাছে গুহয়া মহল্লার একটি কোরোনা সংক্রমিত এলাকা সিল করতে গিয়েছিলেন পুলিশ ইনস্পেক্টর এম পি পাণ্ডা । তখনই পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন বাসিন্দারা । মাথায় আঘাত লাগে পাণ্ডার । এরপরে জনতাকে ছত্রভঙ্গ করতে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । পাণ্ডা জানিয়েছেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।"

এখনও পর্যন্ত গোধরায় 22 জন কোরোনা আক্রান্ত হয়েছেন । গোধরায় পুলিশ কর্মীর আক্রান্ত হওয়ার বিষয়টি সোশাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে । বেশ কয়েকটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তার মধ্যে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে কয়েকজন । আবার একটি ভিডিয়োতে দেখা গেছে জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.