ETV Bharat / bharat

আজই ফাঁসি, মধ্যরাতে দোষীদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের - Convicts to hang at 5:30 am as SC rejects last-minute plea after midnight hearing

ভোর সাড়ে পাঁচটায় নির্ধারিত সময়েই ফাঁসি হচ্ছে নির্ভয়া কাণ্ডের চার দোষী মুকেশ সিং, পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মার

convicts-to-hang-at-5-30-am
আজই ফাঁসি
author img

By

Published : Mar 20, 2020, 4:23 AM IST

Updated : Mar 20, 2020, 4:53 AM IST

দিল্লি, 20 মার্চ:নির্ভয়ার দোষীদের শেষমুহূর্তের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ ফাঁসি আটকাতে রাত আড়াইটের সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্ভয়াকাণ্ডের চার সাজাপ্রাপ্ত আসামির আইনজীবী এপি সিং ৷ মধ্যরাতে শুরু হয় শুনানি ৷ ঘটনার সময় পবন গুপ্তার নাবালক থাকার প্রমাণ তুলে ধরেন আইনজীবী ৷ তবে শেষ পর্যন্ত কোনও কিছুই ধোপে টেকেনি ৷ সব শোনার পর আদালত পবন গুপ্তার আবেদন খারিজ করে দেয় ৷ অর্থাৎ, ভোর সাড়ে পাঁচটায় নির্ধারিত সময়েই ফাঁসি হচ্ছে নির্ভয়া কাণ্ডের চার দোষী মুকেশ সিং, পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মার ৷

রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে মাঝরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পবন গুপ্তার আইনজীবী এপি সিং ৷ ঘটনার সময় পবনের নাবালক থাকার প্রমাণ ছাড়াও একাধিক যুক্তি সামনে আনেন তিনি ৷ গতবছর জেলের মধ্যে পবনকে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন ৷ যদিও এসব যুক্তি কাজে আসেনি ৷ নির্ভয়ার দোষীর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷

ফাঁসির আগে পাঁচ থেকে দশ মিনিটের জন্য দণ্ডিতদের সঙ্গে যাতে বাড়ির পরিজনরা দেখা করতে পারে কোর্টের কাছে তার আর্জি জানান দোষীদের আইনজীবী ৷ যদিও সেই আর্জিও নাকচ হয়ে যায় ৷ কোর্টে উপস্থিত তিহার জেলের আধিকারিকরা জানিয়ে দেন এটা নিয়মের মধ্যে পড়ে না ৷

দিল্লি, 20 মার্চ:নির্ভয়ার দোষীদের শেষমুহূর্তের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ ফাঁসি আটকাতে রাত আড়াইটের সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্ভয়াকাণ্ডের চার সাজাপ্রাপ্ত আসামির আইনজীবী এপি সিং ৷ মধ্যরাতে শুরু হয় শুনানি ৷ ঘটনার সময় পবন গুপ্তার নাবালক থাকার প্রমাণ তুলে ধরেন আইনজীবী ৷ তবে শেষ পর্যন্ত কোনও কিছুই ধোপে টেকেনি ৷ সব শোনার পর আদালত পবন গুপ্তার আবেদন খারিজ করে দেয় ৷ অর্থাৎ, ভোর সাড়ে পাঁচটায় নির্ধারিত সময়েই ফাঁসি হচ্ছে নির্ভয়া কাণ্ডের চার দোষী মুকেশ সিং, পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মার ৷

রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে মাঝরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পবন গুপ্তার আইনজীবী এপি সিং ৷ ঘটনার সময় পবনের নাবালক থাকার প্রমাণ ছাড়াও একাধিক যুক্তি সামনে আনেন তিনি ৷ গতবছর জেলের মধ্যে পবনকে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন ৷ যদিও এসব যুক্তি কাজে আসেনি ৷ নির্ভয়ার দোষীর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷

ফাঁসির আগে পাঁচ থেকে দশ মিনিটের জন্য দণ্ডিতদের সঙ্গে যাতে বাড়ির পরিজনরা দেখা করতে পারে কোর্টের কাছে তার আর্জি জানান দোষীদের আইনজীবী ৷ যদিও সেই আর্জিও নাকচ হয়ে যায় ৷ কোর্টে উপস্থিত তিহার জেলের আধিকারিকরা জানিয়ে দেন এটা নিয়মের মধ্যে পড়ে না ৷

Last Updated : Mar 20, 2020, 4:53 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.