ETV Bharat / bharat

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাইনি, জানাল নির্ভয়াকাণ্ডের দোষী

author img

By

Published : Dec 8, 2019, 12:00 AM IST

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায়নি নির্ভয়াকাণ্ডে অভিযুক্ত বিনয় শর্মা । জানালেন তার আইনজীবী ৷

Nirbhaya case
আইনজীবী এ পি সিং

দিল্লি, 7 ডিসেম্বর : দেশজুড়ে নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দাবি উঠছে । ঠিক এইসময় নিজের আইনজীবীর মাধ্যমে নির্ভয়া কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় শর্মা জানাল, সে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায়নি । তার অভিযোগ, দিল্লি সরকার ও তিহার প্রশাসন তার নাম ব্যবহার করে ষড়যন্ত্র করছে ।

নির্ভয়া কাণ্ডের অন্যতম দোষী বিনয় শর্মা । এই মুহূর্তে সে তিহার জেলে বন্দী । সম্প্রতি সে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় বলে সংবাদমাধ্যমের একাংশে খবর প্রকাশিত হয় । কিন্তু আজ তার আইনজীবী এ পি সিং সেই আর্জি সংক্রান্ত কিছু তথ্য সামনে আনেন । আর তারপরই শুরু হয়েছে বিতর্ক । আইনজীবী জানান, বিনয় কোনওরকম প্রাণভিক্ষার আর্জি জানায়নি । বরং, তার নামে ভুয়ো আর্জি পত্র পাঠানো হয়েছে, যেখানে বিনয় বা তার আইনজীবীর কারও সই নেই । বিনয়ের দাবি, সামনেই নির্বাচন । তাই বিনয়কে নির্বাচনে বলির পাঁঠা করা হচ্ছে । যদিও তিহার প্রশাসনের বক্তব্য, বিনয়ই প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে ।

গতকাল নিজের আইনজীবীকে দেওয়া একটি চিঠিতে বিনয় লেখে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা দিল্লি সরকার কারও কাছেই প্রাণভিক্ষার আর্জি সে জানায়নি । সংবাদমাধ্যমের প্রতিবেদন মারফত সে জানতে পারে, তার নামে প্রাণভিক্ষার আর্জি জানানো হয়েছে । বিনয় নিজের এই চিঠি আইনজীবী মারফত রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, মুখ্যমন্ত্রী এবং উপরাজ্যপালের কাছেও পাঠিয়েছে বলে খবর । শুধু তাই নয়, কেজরিওয়াল ও সত্যেন্দ্র জৈন দুবার তিহার জেলে এসে তার সঙ্গে দেখা করে গেছেন বলেও চিঠিতে লিখেছে ।

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরে তিহার প্রশাসন নির্ভয়াকাণ্ডের সকল দোষীদের নোটিশ দেয় । তাতে জানানো হয়, তাদের ফাঁসির সাজা হয়েছে । তারা যদি চায় তাহলে প্রাণভিক্ষার আর্জি করতে পারে । আর যদি প্রাণভিক্ষার আর্জি না জানায় তাহলে তাদের ফাঁসি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে । এরপরই তিহার প্রশাসনের তরফে জানানো হয়, দোষীদের মধ্যে কেবল বিনয় প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে । সম্প্রতি দিল্লি সরকার সেই আর্জি খারিজ করে । বর্তমানে সেই আর্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে । যেখান থেকে আর্জি রাষ্ট্রপতিকে পাঠানোর কথা । কিন্তু তার মাঝে প্রাণভিক্ষার আর্জি সংক্রান্ত তথ্য সামনে আসাতে রীতিমতো আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

দিল্লি, 7 ডিসেম্বর : দেশজুড়ে নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দাবি উঠছে । ঠিক এইসময় নিজের আইনজীবীর মাধ্যমে নির্ভয়া কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় শর্মা জানাল, সে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায়নি । তার অভিযোগ, দিল্লি সরকার ও তিহার প্রশাসন তার নাম ব্যবহার করে ষড়যন্ত্র করছে ।

নির্ভয়া কাণ্ডের অন্যতম দোষী বিনয় শর্মা । এই মুহূর্তে সে তিহার জেলে বন্দী । সম্প্রতি সে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় বলে সংবাদমাধ্যমের একাংশে খবর প্রকাশিত হয় । কিন্তু আজ তার আইনজীবী এ পি সিং সেই আর্জি সংক্রান্ত কিছু তথ্য সামনে আনেন । আর তারপরই শুরু হয়েছে বিতর্ক । আইনজীবী জানান, বিনয় কোনওরকম প্রাণভিক্ষার আর্জি জানায়নি । বরং, তার নামে ভুয়ো আর্জি পত্র পাঠানো হয়েছে, যেখানে বিনয় বা তার আইনজীবীর কারও সই নেই । বিনয়ের দাবি, সামনেই নির্বাচন । তাই বিনয়কে নির্বাচনে বলির পাঁঠা করা হচ্ছে । যদিও তিহার প্রশাসনের বক্তব্য, বিনয়ই প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে ।

গতকাল নিজের আইনজীবীকে দেওয়া একটি চিঠিতে বিনয় লেখে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা দিল্লি সরকার কারও কাছেই প্রাণভিক্ষার আর্জি সে জানায়নি । সংবাদমাধ্যমের প্রতিবেদন মারফত সে জানতে পারে, তার নামে প্রাণভিক্ষার আর্জি জানানো হয়েছে । বিনয় নিজের এই চিঠি আইনজীবী মারফত রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, মুখ্যমন্ত্রী এবং উপরাজ্যপালের কাছেও পাঠিয়েছে বলে খবর । শুধু তাই নয়, কেজরিওয়াল ও সত্যেন্দ্র জৈন দুবার তিহার জেলে এসে তার সঙ্গে দেখা করে গেছেন বলেও চিঠিতে লিখেছে ।

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরে তিহার প্রশাসন নির্ভয়াকাণ্ডের সকল দোষীদের নোটিশ দেয় । তাতে জানানো হয়, তাদের ফাঁসির সাজা হয়েছে । তারা যদি চায় তাহলে প্রাণভিক্ষার আর্জি করতে পারে । আর যদি প্রাণভিক্ষার আর্জি না জানায় তাহলে তাদের ফাঁসি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে । এরপরই তিহার প্রশাসনের তরফে জানানো হয়, দোষীদের মধ্যে কেবল বিনয় প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে । সম্প্রতি দিল্লি সরকার সেই আর্জি খারিজ করে । বর্তমানে সেই আর্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে । যেখান থেকে আর্জি রাষ্ট্রপতিকে পাঠানোর কথা । কিন্তু তার মাঝে প্রাণভিক্ষার আর্জি সংক্রান্ত তথ্য সামনে আসাতে রীতিমতো আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

Bhubaneswar (Odisha), Dec 07 (ANI): President Ram Nath Kovind along with the first lady arrived in Bhubaneswar on Dec 07. President Kovind was received by Odisha Chief Minister Naveen Patnaik. He will lay foundation stone for Paika memorial at Barunei Hill and will visit to Utkal University in Bhubaneswar.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.