ETV Bharat / bharat

চিড়ে খেতে দেখে সন্দেহ হয় শ্রমিকরা বাংলাদেশের, কৈলাসের মন্তব্যে জোর বিতর্ক - কৈলাস

চিড়ে খেতে বুঝেছিলাম ভারতের নয়, কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক । কংগ্রেসের দাবি, এটাই তো সরকারের আসল রূপ । মানুষের খাদ্যাভ্যাসের উপরও এরা নজর রাখে ।

কৈলাস
কৈলাস
author img

By

Published : Jan 24, 2020, 10:53 PM IST

Updated : Jan 24, 2020, 11:56 PM IST

ভোপাল, 24 জানুয়ারি : খাদ্যাভ্যাস দেখেই বুঝেছিলেন বাড়িতে কাজ করা শ্রমিকরা বাংলাদেশি । BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র এমন মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক । তাঁর মন্তব্যকে কটাক্ষ করে কংগ্রেসের দাবি, সরকারের এটাই আসল রূপ । ওরা মানুষের খাদ্যাভ্যাসেও নজর রাখে ।

গতকাল ইন্দোর প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে গিয়ে কৈলাস দাবি করেছিলেন তিনি বাংলাদেশি জঙ্গিদের নজরে আছেন । তাই সবসময় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরছেন । ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন যে, তাঁর বাড়িতে কিছুদিন আগে যে শ্রমিকরা কাজে লেগেছিল তারাও না কি বাংলাদেশি অনুপ্রবেশকারী । তিনি নিয়োগের সময় জানতেন না । পরে জানতে পেরে তাদের সরান ।

প্রেস ক্লাবের অনুষ্ঠানটি শেষে CAA-র সমর্থনে একটি অনুষ্ঠানে গিয়ে একই দাবি করেন কৈলাস বিজয়বর্গীয় । সঙ্গে জানান, যারা তাঁর বাড়িতে কাজ করছিল তাদের একদিন চিঁড়ে খেতে দেখেন তিনি । তারপরই বুঝতে পারেন, ওরা এদেশের নয় । ওদের খাবারকে অদ্ভুত বলেও দাবি করেন তিনি । বলেন, "আমার বাড়িতে কাজ করতে আসা শ্রমিকরা চিড়ে খাচ্ছিল, যা পোহা তৈরি হয় । আমার খুব সন্দেহ হয়, তারপর আমি কাজই বন্ধ করে দিই ।"

কৈলাসের এই মন্তব্যের সমালোচনায় নেটিজ়েনরা । কোথাও ট্রোলিং তো কোথাও মিম । অনেকের কথায় গরিব মানুষের খাদ্যাভাস দেখে এভাবে মন্তব্য করা উচিত নয় । অনেকেরই আবার প্রশ্ন ভারতে কী চিঁড়ে খাওয়া হয় না ? বা পোহা ?

এই সংক্রান্ত আরও খবর : আমি বাংলাদেশি জঙ্গিদের নজরে আছি : কৈলাস

এ নিয়ে কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব বলেন, আমরা কৈলাসজির মন্তব্যের নিন্দা করছি । কীভাবে একজন শ্রমিকের খাবার দেখে কেউ তার জাতীয়তা যাচাই করতে পারেন ? আমরা বার বার বলছি ভারতে জনগণনা কোনও নতুন ঘটনা নয় । কিন্তু যে NPR -এর কথা বলা হয়েছে, তাতে যা যা প্রেক্ষাপট আছে তা যথেষ্ট সন্দেহজনক ।

পোহা বা চিড়ে নিয়ে মন্তব্যের পর কৈলাস অবশ্য CAA নিয়ে অভয় দেন । এবং জানান, কারও ভয়ের কোনও কারণ নেই ।

ভোপাল, 24 জানুয়ারি : খাদ্যাভ্যাস দেখেই বুঝেছিলেন বাড়িতে কাজ করা শ্রমিকরা বাংলাদেশি । BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র এমন মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক । তাঁর মন্তব্যকে কটাক্ষ করে কংগ্রেসের দাবি, সরকারের এটাই আসল রূপ । ওরা মানুষের খাদ্যাভ্যাসেও নজর রাখে ।

গতকাল ইন্দোর প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে গিয়ে কৈলাস দাবি করেছিলেন তিনি বাংলাদেশি জঙ্গিদের নজরে আছেন । তাই সবসময় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরছেন । ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন যে, তাঁর বাড়িতে কিছুদিন আগে যে শ্রমিকরা কাজে লেগেছিল তারাও না কি বাংলাদেশি অনুপ্রবেশকারী । তিনি নিয়োগের সময় জানতেন না । পরে জানতে পেরে তাদের সরান ।

প্রেস ক্লাবের অনুষ্ঠানটি শেষে CAA-র সমর্থনে একটি অনুষ্ঠানে গিয়ে একই দাবি করেন কৈলাস বিজয়বর্গীয় । সঙ্গে জানান, যারা তাঁর বাড়িতে কাজ করছিল তাদের একদিন চিঁড়ে খেতে দেখেন তিনি । তারপরই বুঝতে পারেন, ওরা এদেশের নয় । ওদের খাবারকে অদ্ভুত বলেও দাবি করেন তিনি । বলেন, "আমার বাড়িতে কাজ করতে আসা শ্রমিকরা চিড়ে খাচ্ছিল, যা পোহা তৈরি হয় । আমার খুব সন্দেহ হয়, তারপর আমি কাজই বন্ধ করে দিই ।"

কৈলাসের এই মন্তব্যের সমালোচনায় নেটিজ়েনরা । কোথাও ট্রোলিং তো কোথাও মিম । অনেকের কথায় গরিব মানুষের খাদ্যাভাস দেখে এভাবে মন্তব্য করা উচিত নয় । অনেকেরই আবার প্রশ্ন ভারতে কী চিঁড়ে খাওয়া হয় না ? বা পোহা ?

এই সংক্রান্ত আরও খবর : আমি বাংলাদেশি জঙ্গিদের নজরে আছি : কৈলাস

এ নিয়ে কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব বলেন, আমরা কৈলাসজির মন্তব্যের নিন্দা করছি । কীভাবে একজন শ্রমিকের খাবার দেখে কেউ তার জাতীয়তা যাচাই করতে পারেন ? আমরা বার বার বলছি ভারতে জনগণনা কোনও নতুন ঘটনা নয় । কিন্তু যে NPR -এর কথা বলা হয়েছে, তাতে যা যা প্রেক্ষাপট আছে তা যথেষ্ট সন্দেহজনক ।

পোহা বা চিড়ে নিয়ে মন্তব্যের পর কৈলাস অবশ্য CAA নিয়ে অভয় দেন । এবং জানান, কারও ভয়ের কোনও কারণ নেই ।

New Delhi, Jan 24 (ANI): Brazilian President Jair Bolsonaro arrived in India for a 4-day visit. He was accompanied by his family. A traditional dance performance by artists welcomed him at the airport. Bolsonaro is the Chief Guest of Republic Day 2020.

Last Updated : Jan 24, 2020, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.