দিল্লি, 12 মে : আজ জাতির উদ্দেশ্যে কোরোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে পঞ্চমবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর কথায় উঠে এল ভারতের স্বনির্ভরতার প্রসঙ্গ । ভাষণে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজেরও ঘোষণা করেন প্রধানমন্ত্রী । তবে, তাঁর ভাষণে কিছুটা হলেও দেশবাসী হতাশ হয়েছে বলে দুঃখপ্রকাশ করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা ।
-
1/2
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dear PM,
What you said today gives the country and the media a HEADLINE.
When the “blank page” is filled with “Heartfelt Help of People”, the Nation & Congress Party will respond.
">1/2
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020
Dear PM,
What you said today gives the country and the media a HEADLINE.
When the “blank page” is filled with “Heartfelt Help of People”, the Nation & Congress Party will respond.1/2
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020
Dear PM,
What you said today gives the country and the media a HEADLINE.
When the “blank page” is filled with “Heartfelt Help of People”, the Nation & Congress Party will respond.
মোদির ভাষণ শেষ হওয়ার পর হিন্দি ও ইংরেজি দুই ভাষাতে দু'টি টুইট করেন রণদীপ । প্রথম টুইটে তিনি লেখেন, "মোদিজি, আপনি আজ যা বললেন তা দিয়ে দেশের সংবাদমাধ্যমগুলি শিরোনাম বানাতে পারবে, কিন্তু দেশ এখনও সাহায্যের জন্য অপেক্ষা করে রয়েছে । কথা দেওয়া থেকে তা বাস্তবে পূর্ণ করার অপেক্ষায় আমরাও থাকব । যখন সাদা পাতাগুলি জনগণের আন্তরিক সহায়তা দিয়ে পূর্ণ হবে, তখন জাতি ও কংগ্রেস দল সাড়া দেবে ।"
-
2/2
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dear PM,
The mammoth heart breaking human tragedy of migrant workers walking back home needed compassion, care & safe return.
India is deeply disappointed by your utter lack of empathy, sensitivity & failure to address the woes of millions of #MigrantWorkers !
">2/2
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020
Dear PM,
The mammoth heart breaking human tragedy of migrant workers walking back home needed compassion, care & safe return.
India is deeply disappointed by your utter lack of empathy, sensitivity & failure to address the woes of millions of #MigrantWorkers !2/2
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020
Dear PM,
The mammoth heart breaking human tragedy of migrant workers walking back home needed compassion, care & safe return.
India is deeply disappointed by your utter lack of empathy, sensitivity & failure to address the woes of millions of #MigrantWorkers !
রণদীপ সূরজেওয়ালা মোদির উদ্দেশে দ্বিতীয় টুইট করেন । সেখানে তিনি লেখেন, "বাড়ি ফিরতে চাওয়া প্রবাসী শ্রমিকদের যত্ন, আর্থিক সাহায্য ও সুরক্ষিত ঘরে ফেরার জন্য সাহায্যের সবার আগে প্রয়োজন । ভেবেছিলাম আপনি আজ সেই বিষয়েই ঘোষণা করবেন । আপনার সহানুভূতির অভাব, অসংবেদনশীলতা ও লাখ লাখ ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের দুর্ভোগ মোকাবিলায় আপনার ব্যর্থতায় ভারত গভীরভাবে হতাশ ।"
-
When PM announced 1st lockdown, India had 525 #COVID cases.
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
49 days later,cases are over 71,000.
Migrant workers are forced to walk back, people are facing hunger & starvation, crores of jobs have been lost with no end in sight.
Who is responsible for this mess Prime Minister?
">When PM announced 1st lockdown, India had 525 #COVID cases.
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020
49 days later,cases are over 71,000.
Migrant workers are forced to walk back, people are facing hunger & starvation, crores of jobs have been lost with no end in sight.
Who is responsible for this mess Prime Minister?When PM announced 1st lockdown, India had 525 #COVID cases.
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020
49 days later,cases are over 71,000.
Migrant workers are forced to walk back, people are facing hunger & starvation, crores of jobs have been lost with no end in sight.
Who is responsible for this mess Prime Minister?
আজ প্রধানমন্ত্রীর ভাষণে শ্রমিকদের এই কঠিন পরিস্থিতির বিষয়ে কোনওরকম সমবেদনা বা সহানুভূতির বার্তা ছিল না । মোদি তাঁর এই ভাষণে লকডাউনকে আরও বাড়ানোর ও আর্থিক প্যাকেজের ঘোষণা করেন । আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা । তবে, মোদির উদ্দেশে রণদীপের টুইট এই প্রথম নয় । এর আগেও ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের কষ্টগুলিকে টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি ।
-
मोदी जी,
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
इन्हीं को जहाज़ में बिठाने का सपना बेचा था ना! pic.twitter.com/QpABJiLh4Q
">मोदी जी,
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020
इन्हीं को जहाज़ में बिठाने का सपना बेचा था ना! pic.twitter.com/QpABJiLh4Qमोदी जी,
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020
इन्हीं को जहाज़ में बिठाने का सपना बेचा था ना! pic.twitter.com/QpABJiLh4Q
তিনি আজ মোদির ভাষণ শুরুর কিছু আগে টুইট করেন । সেখানে নরেন্দ্র মোদির উদ্দেশ্যে প্রশ্ন করেন তিনি । লেখেন, "যখন প্রধানমন্ত্রী প্রথম দফার লকডাউন ঘোষণা করেছিলেন, তখন ভারতে 525টি কোরোনা আক্রান্তের কেস ছিল । আজ 49দিন পর সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 71 হাজার । ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে । মানুষ খিদেই রয়েছে । কোটি কোটি মানুষের চাকরি চলে গিয়েছে । এই বাজে পরিস্থিতির জন্য কে দায়ি প্রধানমন্ত্রী ?"
আজ মোদিকে উদ্দেশ্য করে আরও বেশ কয়েকটি টুইট করেন রণদীপ । সবগুলি টুইটের মাধ্যমেই দেশজুড়ে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকের দুর্দশার চিত্র তুলে ধরেছেন তিনি । প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অন্য একটি টুইটে লেখেন, "মোদিজি, এদেরই জাহাজে বসানোর স্বপ্ন বিক্রি করেছিলেন না !"