ETV Bharat / bharat

লোকসভার মাঝে ধাক্কা, কংগ্রেস ছেড়ে শিবসেনায় প্রিয়াঙ্কা - delhi

কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।

প্রিয়াঙ্কা চতুর্বেদী
author img

By

Published : Apr 19, 2019, 12:49 PM IST

Updated : Apr 19, 2019, 2:45 PM IST

দিল্লি, 19 এপ্রিল : লোকসভা ভোটের মাঝেই দল ছাড়লেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী । টুইটে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রিয়াঙ্কা । লেখেন, "যারা ঘাম-রক্ত এক করে কংগ্রেসের হয়ে খাটছেন তাঁদের গুরুত্ব না দিয়ে দল লুম্ফেনদের দিকে দেখছে ।"

এদিকে, কংগ্রেস ছাড়ার পরই আজ শিবসেনায় যোগ দেন প্রিয়াঙ্কা। পরে সাংবাদিক বৈঠকে বলেন, "অনেক ভেবেচিন্তেই শিবসেনায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।"

দিল্লি, 19 এপ্রিল : লোকসভা ভোটের মাঝেই দল ছাড়লেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী । টুইটে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রিয়াঙ্কা । লেখেন, "যারা ঘাম-রক্ত এক করে কংগ্রেসের হয়ে খাটছেন তাঁদের গুরুত্ব না দিয়ে দল লুম্ফেনদের দিকে দেখছে ।"

এদিকে, কংগ্রেস ছাড়ার পরই আজ শিবসেনায় যোগ দেন প্রিয়াঙ্কা। পরে সাংবাদিক বৈঠকে বলেন, "অনেক ভেবেচিন্তেই শিবসেনায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।"


Hyderabad (Telangana), Apr 19 (ANI): Directorate of Revenue Intelligence (DRI) on Thursday seized 1121.5 kilograms of cannabis at Panthangi toll plaza in Bhuvanagiri district of Telangana. Three persons have been arrested so far. Based on specific intelligence, DRI officers intercepted a truck at the toll plaza on Vijayawada-Hyderabad National Highway. The officers found the cannabis in 546 HDPE packages wrapped with self-adhesive tape and concealed beneath a load of fly ash bricks. The value of seized cannabis would be around Rs 1.6 crore. Further investigation is underway.
Last Updated : Apr 19, 2019, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.