ETV Bharat / bharat

গরিব পরিবারকে বছরে 72 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাহুলের

কংগ্রেসের ইস্তাহার প্রকাশ
author img

By

Published : Apr 2, 2019, 12:41 PM IST

Updated : Apr 2, 2019, 1:45 PM IST

2019-04-02 12:16:08

কংগ্রেসের ইস্তাহার প্রকাশ

দিল্লি, 2 এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ইস্তাহার প্রকাশ করলেন। রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, চিদাম্বরম প্রমুখ কংগ্রেস নেতা।

দেখে নিন কী বললেন রাহুল গান্ধি-

  • পঞ্চায়েতে 10 লাখ কর্মসংস্থান
  • সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে পয়সা
  • টাকা দেশের গরিবদের খাতে যাবে
  • দরিদ্র পরিবারে মাসে 6 হাজার টাকা আয়
  • কৃষকরা ঋণ মেটালে না পারলে ফৌজদারি মামলা নয়
  • নতুন ব্যবসায় নিতে হবে না অনুমতি
  • শিক্ষা ও স্বাস্থ্যে জোর
  •  GDP-র 6 শতাংশ টাকা শিক্ষাক্ষেত্রে দেওয়া হবে
  • রেল বাজেটের মতো কৃষকদের জন্য আলাদা বাজেট করা হবে
  • 100 দিনের কাজ বাড়িয়ে 150 দিন করা হবে
  • 22 লাখ সরকারি পদ খালি আছে, ক্ষমতায় এলে তা পূরণ করা হবে
  • ইস্তাহারের দ্বিতীয় থিম বেকারত্ব
  • অ্যাকাউন্টে 15 লাখ, মোদির প্রতিশ্রুতি ছিল মিথ্যা
  • ইস্তাহারের প্রথম থিম ন্যায়
  • দরিদ্র দূর করতে নতুন প্রকল্প
  • গরিবি প্যার বার 72 হাজার
  • ইস্তাহারের প্রতিশ্রুতি পালন করব
  • বন্ধ ঘরে ইস্তাহার তৈরি করা হয়নি
  • এই ইস্তাহারে মানুষের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়েছে

2019-04-02 12:16:08

কংগ্রেসের ইস্তাহার প্রকাশ

দিল্লি, 2 এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ইস্তাহার প্রকাশ করলেন। রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, চিদাম্বরম প্রমুখ কংগ্রেস নেতা।

দেখে নিন কী বললেন রাহুল গান্ধি-

  • পঞ্চায়েতে 10 লাখ কর্মসংস্থান
  • সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে পয়সা
  • টাকা দেশের গরিবদের খাতে যাবে
  • দরিদ্র পরিবারে মাসে 6 হাজার টাকা আয়
  • কৃষকরা ঋণ মেটালে না পারলে ফৌজদারি মামলা নয়
  • নতুন ব্যবসায় নিতে হবে না অনুমতি
  • শিক্ষা ও স্বাস্থ্যে জোর
  •  GDP-র 6 শতাংশ টাকা শিক্ষাক্ষেত্রে দেওয়া হবে
  • রেল বাজেটের মতো কৃষকদের জন্য আলাদা বাজেট করা হবে
  • 100 দিনের কাজ বাড়িয়ে 150 দিন করা হবে
  • 22 লাখ সরকারি পদ খালি আছে, ক্ষমতায় এলে তা পূরণ করা হবে
  • ইস্তাহারের দ্বিতীয় থিম বেকারত্ব
  • অ্যাকাউন্টে 15 লাখ, মোদির প্রতিশ্রুতি ছিল মিথ্যা
  • ইস্তাহারের প্রথম থিম ন্যায়
  • দরিদ্র দূর করতে নতুন প্রকল্প
  • গরিবি প্যার বার 72 হাজার
  • ইস্তাহারের প্রতিশ্রুতি পালন করব
  • বন্ধ ঘরে ইস্তাহার তৈরি করা হয়নি
  • এই ইস্তাহারে মানুষের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়েছে
New Delhi, Apr 01 (ANI): Delegation of Bharatiya Janata Party (BJP) reached Election Commission's office in Delhi on Monday. The delegation included ministers like, Union Defence Minister Nirmala Sitharaman, Union Minority Affairs Minister Mukhtar Abbas Naqvi urged Chief Election Commissioner Sunil Arora to hold 'fearless and fair' elections in Odisha and West Bengal. The delegation also discussed important issues related to Lok Sabha polls in Odisha and West Bengal.
Last Updated : Apr 2, 2019, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.