আমেথি, 10 এপ্রিল : কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধি আজ আমেথি লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন। আজ তিনি রোড শো করে মনোনয়নপত্র জমা করতে যান। আমেথির গৌরীগঞ্জে প্রশাসনিক সদর দপ্তরে মনোনয়ন জমা করে। তাঁর সাথে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা, রবার্ট বঢ়রা, প্রিয়াঙ্কার ছেলে ও মেয়ে। সোনিয়া গান্ধি সরাসরি এসে পৌঁছান প্রশাসনিক সদর দপ্তরে। আগামী বৃহস্পতিবার BJP প্রার্থী স্মৃতি ইরানি এই কেন্দ্রে মনোনয়ন জমা করতে আসবেন। আগামী 6 মে পঞ্চম দফায় নির্বাচন আমেথিতে।
কিছুদিন আগে কংগ্রেস মুখপাত্র অনিল সিং বলেছিলেন, আমেথির গৌরীগঞ্জ শহরে প্রশাসনিক সদর দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার দিন একটি রোড শো হবে।
এই লোকসভা নির্বাচনে আমেথি ছাড়াও কেরালার ওয়ানাড় থেকে লড়বেন তিনি। গত 15 বছর ধরে আমেথি থেকেই তিনি নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন। এবারের লোকসভা ভোটে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী স্মৃতি ইরানি। ২014 সালে রাহুল গান্ধি এক লাখ ভোটে ইরানিকে পরাজিত করেছিলেন।