ETV Bharat / bharat

আমেথিতে রোড শো করে মনোনয়ন জমা রাহুলের, পাশে প্রিয়াঙ্কা

কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধি আজ আমেথি লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন।

রাহুল গান্ধি
author img

By

Published : Apr 10, 2019, 1:55 PM IST

আমেথি, 10 এপ্রিল : কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধি আজ আমেথি লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন। আজ তিনি রোড শো করে মনোনয়নপত্র জমা করতে যান। আমেথির গৌরীগঞ্জে প্রশাসনিক সদর দপ্তরে মনোনয়ন জমা করে। তাঁর সাথে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা, রবার্ট বঢ়রা, প্রিয়াঙ্কার ছেলে ও মেয়ে। সোনিয়া গান্ধি সরাসরি এসে পৌঁছান প্রশাসনিক সদর দপ্তরে। আগামী বৃহস্পতিবার BJP প্রার্থী স্মৃতি ইরানি এই কেন্দ্রে মনোনয়ন জমা করতে আসবেন। আগামী 6 মে পঞ্চম দফায় নির্বাচন আমেথিতে।

Rahul gandhi
রাহুল গান্ধি

কিছুদিন আগে কংগ্রেস মুখপাত্র অনিল সিং বলেছিলেন, আমেথির গৌরীগঞ্জ শহরে প্রশাসনিক সদর দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার দিন একটি রোড শো হবে।

এই লোকসভা নির্বাচনে আমেথি ছাড়াও কেরালার ওয়ানাড় থেকে লড়বেন তিনি। গত 15 বছর ধরে আমেথি থেকেই তিনি নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন। এবারের লোকসভা ভোটে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী স্মৃতি ইরানি। ২014 সালে রাহুল গান্ধি এক লাখ ভোটে ইরানিকে পরাজিত করেছিলেন।

আমেথি, 10 এপ্রিল : কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধি আজ আমেথি লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন। আজ তিনি রোড শো করে মনোনয়নপত্র জমা করতে যান। আমেথির গৌরীগঞ্জে প্রশাসনিক সদর দপ্তরে মনোনয়ন জমা করে। তাঁর সাথে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা, রবার্ট বঢ়রা, প্রিয়াঙ্কার ছেলে ও মেয়ে। সোনিয়া গান্ধি সরাসরি এসে পৌঁছান প্রশাসনিক সদর দপ্তরে। আগামী বৃহস্পতিবার BJP প্রার্থী স্মৃতি ইরানি এই কেন্দ্রে মনোনয়ন জমা করতে আসবেন। আগামী 6 মে পঞ্চম দফায় নির্বাচন আমেথিতে।

Rahul gandhi
রাহুল গান্ধি

কিছুদিন আগে কংগ্রেস মুখপাত্র অনিল সিং বলেছিলেন, আমেথির গৌরীগঞ্জ শহরে প্রশাসনিক সদর দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার দিন একটি রোড শো হবে।

এই লোকসভা নির্বাচনে আমেথি ছাড়াও কেরালার ওয়ানাড় থেকে লড়বেন তিনি। গত 15 বছর ধরে আমেথি থেকেই তিনি নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন। এবারের লোকসভা ভোটে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী স্মৃতি ইরানি। ২014 সালে রাহুল গান্ধি এক লাখ ভোটে ইরানিকে পরাজিত করেছিলেন।

Baghpat (Uttar Pradesh), Apr 10 (ANI): The supporters of Rashtriya Lok Dal (RLD) allegedly threaten the Bharatiya Janata Party (BJP) voters in Uttar Pradesh's Baghpat on Tuesday. Baghpat police assured that smooth operation of election process will take place in the area. Police investigation is underway in this case.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.