ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে মায়াবতী, মুলায়মদের আসনগুলিতে প্রার্থী দেবে না কংগ্রেস - sp

উত্তরপ্রদেশে ৭টি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। আজ এনিয়ে বিবৃতি দেন কংগ্রেস নেতা রাজ বব্বর। তিনি জানান, আসনগুলি অখিলেশ-মায়াবতী জোটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, মুলায়াম সিং যাদব ও তাঁর পুত্রবধূ ডিম্পল যে আসনগুলি থেকে লড়বেন সেখানে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস। তা ছাড়া রাষ্ট্রীয় লোক দলের অজিত সিং এবং জয়ন্ত চৌধুরির আসনেও প্রার্থী দেবে না কংগ্রেস। তবে সব থেকে উল্লেখযোগ্য হল মায়াবতীর আসনটিতেও কংগ্রেস প্রার্থী দিচ্ছে না।

author img

By

Published : Mar 17, 2019, 7:15 PM IST

দিল্লি, ১৭ মার্চ : উত্তরপ্রদেশে ৭টি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। আজ এনিয়ে বিবৃতি দেন কংগ্রেস নেতা রাজ বব্বর। তিনি জানান, আসনগুলি অখিলেশ-মায়াবতী জোটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, মুলায়াম সিং যাদব ও তাঁর পুত্রবধূ ডিম্পল যে আসনগুলি থেকে লড়বেন সেখানে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস। তা ছাড়া রাষ্ট্রীয় লোক দলের অজিত সিং এবং জয়ন্ত চৌধুরির আসনেও প্রার্থী দেবে না কংগ্রেস। তবে সব থেকে উল্লেখযোগ্য হল মায়াবতীর আসনটিতেও কংগ্রেস প্রার্থী দিচ্ছে না।

কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যেই জোট করবে না বলে জানিয়েছিলেন বহুজন সমাজ পার্টির (BSP) সুপ্রিমো মায়াবতী। এক বিবৃতিতে BSP-র তরফে বলা হয়, "কোনও অবস্থাতেই কোনও রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না বহুজন সমাজ পার্টি।" বিবৃতিতে আরও জানানো হয়েছিল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে পারস্পরিক বিশ্বাস ও সদি চ্ছার উপর নির্ভর করেই গড়ে উঠেছে SP-BSP জোট।

লোকসভা নির্বাচনে BJP-কে হারাতে দীর্ঘদিনের শত্রুতা ভুলে জোট গড়েছে বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি। দুটি দল লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৩৮টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে রায়বরেলি ও আমেথিতে কোনও প্রার্থী দেবে না বলে জানিয়েছিল দুই দলই। কংগ্রেসের জন্য সেই দুটি আসন ছেড়েছে তারা। অখিলেশ আগে একবার বলেছিল, "কংগ্রেস আমাদের মহাজোটের সঙ্গে আছে।" তবে মায়াবতীর বিবৃতির পর অখিলেশ কংগ্রেস নিয়ে মুখ খোলেননি।

এর আগে জানুয়ারিতে অখিলেশ যাদবের সঙ্গে জোট করার পর মায়াবতী বলেছিলেন, "এর আগে কংগ্রেসের সঙ্গে জোট করেছি। কিন্তু তাতে বহুজন সমাজ পার্টির কোনও লাভ হয়নি।" তবে আজ কংগ্রেস এই সিদ্ধান্তের মাধ্যমে উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতীর দলের প্রতি সৌজন্য দেখাল।

দিল্লি, ১৭ মার্চ : উত্তরপ্রদেশে ৭টি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। আজ এনিয়ে বিবৃতি দেন কংগ্রেস নেতা রাজ বব্বর। তিনি জানান, আসনগুলি অখিলেশ-মায়াবতী জোটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, মুলায়াম সিং যাদব ও তাঁর পুত্রবধূ ডিম্পল যে আসনগুলি থেকে লড়বেন সেখানে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস। তা ছাড়া রাষ্ট্রীয় লোক দলের অজিত সিং এবং জয়ন্ত চৌধুরির আসনেও প্রার্থী দেবে না কংগ্রেস। তবে সব থেকে উল্লেখযোগ্য হল মায়াবতীর আসনটিতেও কংগ্রেস প্রার্থী দিচ্ছে না।

কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যেই জোট করবে না বলে জানিয়েছিলেন বহুজন সমাজ পার্টির (BSP) সুপ্রিমো মায়াবতী। এক বিবৃতিতে BSP-র তরফে বলা হয়, "কোনও অবস্থাতেই কোনও রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না বহুজন সমাজ পার্টি।" বিবৃতিতে আরও জানানো হয়েছিল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে পারস্পরিক বিশ্বাস ও সদি চ্ছার উপর নির্ভর করেই গড়ে উঠেছে SP-BSP জোট।

লোকসভা নির্বাচনে BJP-কে হারাতে দীর্ঘদিনের শত্রুতা ভুলে জোট গড়েছে বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি। দুটি দল লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৩৮টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে রায়বরেলি ও আমেথিতে কোনও প্রার্থী দেবে না বলে জানিয়েছিল দুই দলই। কংগ্রেসের জন্য সেই দুটি আসন ছেড়েছে তারা। অখিলেশ আগে একবার বলেছিল, "কংগ্রেস আমাদের মহাজোটের সঙ্গে আছে।" তবে মায়াবতীর বিবৃতির পর অখিলেশ কংগ্রেস নিয়ে মুখ খোলেননি।

এর আগে জানুয়ারিতে অখিলেশ যাদবের সঙ্গে জোট করার পর মায়াবতী বলেছিলেন, "এর আগে কংগ্রেসের সঙ্গে জোট করেছি। কিন্তু তাতে বহুজন সমাজ পার্টির কোনও লাভ হয়নি।" তবে আজ কংগ্রেস এই সিদ্ধান্তের মাধ্যমে উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতীর দলের প্রতি সৌজন্য দেখাল।

Chennai (Tamil Nadu), Mar 17 (ANI): Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami and Tamil Nadu Deputy Chief Minister and All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) leader O Panneerselvam declared AIADMK constituency list in Chennai today. Tamil Nadu BJP president Tamilisai Soundararajan was also present, while the list of different constituencies was announced. They later announced that AIADMK will contest on 20 Lok Sabha seats, which includes South Chennai, Theni, Pollachi, Karur and Erode. Bharatiya Janata Party (BJP) will contest on Lok Sabha constituencies of Kanyakumari, Sivagangai, Coimbatore, Thoothukudi and Ramanathapuram. While, Pattali Makkal Katchi (PMK) will contest on Lok Sabha seats of Dharmapuri, Viluppuram, Arakkonam, Chennai Central, Dindigul, Sriperumbudur and Cuddalore. Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) will contest from Kallakurichi, Tiruchirappalli, Chennai North and Virudhunagar constituency and All India NR Congress will contest from Puducherry.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.