ETV Bharat / bharat

বিতর্কিত মন্তব্যের জের , সংসদীয় কমিটি থেকে সরানো হল প্রজ্ঞা ঠাকুরকে - গডসে দেশভক্ত ! প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য

BJP সাংসদ প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য নিয়ে সংসদে সরব হল বিরোধীরা । গতকাল নাথুরাম গডসেকে দেশভক্ত বলে উল্লেখ করেছিলেন প্রজ্ঞা ঠাকুর ।

pragya
প্রজ্ঞা সিং ঠাকুর
author img

By

Published : Nov 28, 2019, 11:39 AM IST

Updated : Nov 28, 2019, 2:03 PM IST


দিল্লি, 29 নভেম্বর : BJP সাংসদ প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য নিয়ে সংসদে সরব হল বিরোধীরা । ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা । তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল BJP-ও ৷ সরানো হল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি থেকে ৷ গতকাল নাথুরাম গডসেকে দেশভক্ত বলে সংসদে উল্লেখ করেছিলেন প্রজ্ঞা ঠাকুর ।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি বলেন, যে দলের হাজারেরও বেশি নেতা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই কংগ্রেসকে সন্ত্রাসবাদী দল বলা হচ্ছে । এটা কী হচ্ছে ? কক্ষ কি এতে নীরব থাকবে ? মহাত্মা গান্ধির হত্যাকারীকে দেশভক্ত বলা হচ্ছে ।

  • AR Chowdhury, Congress in Lok Sabha: Congress was called a terrorist party(by BJP MP Pragya Thakur), the party from which thousands of leaders made sacrifices for freedom of nation.What's happening? Will the House stay silent on this?Mahatma Gandhi's killer was called 'deshbhakt' pic.twitter.com/VurLKhaot8

    — ANI (@ANI) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর অধ্যক্ষ ওম বিড়লা বলেন, তাঁর মন্তব্য ইতিমধ্যেই রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে । যে বক্তব্য বাদ দেওয়া হয়েছে সেটার উপর কীভাবে বিতর্ক হতে পারে ।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, কেউ যদি নাথুরাম গডসেকে দেশভক্ত হিসেবে উল্লেখ করেন তাহলে আমাদের দল সেই বক্তব্যকে সমর্থন করে না । একই সুর শোনা গেছে BJP-র কার্যকরী সভাপতি জেপি নাড্ডার গলাতেও ।

  • Defence Minister Rajnath Singh in Lok Sabha: If someone considers Nathuram Godse as a 'deshbhakt', then our party condemns it. Mahatma Gandhi is an idol for us, he was our guiding light and will remain so. pic.twitter.com/uDBrY28kRq

    — ANI (@ANI) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে রাহুল গান্ধি লেখেন , "সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে দেশভক্ত বানিয়ে দিয়েছেন ৷ ভারতীয় সংসদের ইতিহাসে দুঃখের দিন ৷" যদিও প্রজ্ঞা সিং ঠাকুর টুইটে লেখেন , "তাঁর বক্তব্যের ভুল অর্থ করা হয়েছে ৷ তিনি স্বাধীনতা সংগ্রামী উধম সিং-র কথা বলতে চেয়েছিলেন ৷"

  • कभी-2 झूठ का बबण्डर इतना गहरा होता है कि दिन मे भी रात लगने लगती है किन्तु सूर्य अपना प्रकाश नहीं खोता पलभर के बबण्डर मे लोग भ्रमित न हों सूर्य का प्रकाश स्थाई है। सत्य यही है कि कल मैने ऊधम सिंह जी का अपमान नहीं सहा बस।

    — Sadhvi Pragya Official (@SadhviPragya_MP) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


দিল্লি, 29 নভেম্বর : BJP সাংসদ প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য নিয়ে সংসদে সরব হল বিরোধীরা । ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা । তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল BJP-ও ৷ সরানো হল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি থেকে ৷ গতকাল নাথুরাম গডসেকে দেশভক্ত বলে সংসদে উল্লেখ করেছিলেন প্রজ্ঞা ঠাকুর ।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি বলেন, যে দলের হাজারেরও বেশি নেতা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই কংগ্রেসকে সন্ত্রাসবাদী দল বলা হচ্ছে । এটা কী হচ্ছে ? কক্ষ কি এতে নীরব থাকবে ? মহাত্মা গান্ধির হত্যাকারীকে দেশভক্ত বলা হচ্ছে ।

  • AR Chowdhury, Congress in Lok Sabha: Congress was called a terrorist party(by BJP MP Pragya Thakur), the party from which thousands of leaders made sacrifices for freedom of nation.What's happening? Will the House stay silent on this?Mahatma Gandhi's killer was called 'deshbhakt' pic.twitter.com/VurLKhaot8

    — ANI (@ANI) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর অধ্যক্ষ ওম বিড়লা বলেন, তাঁর মন্তব্য ইতিমধ্যেই রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে । যে বক্তব্য বাদ দেওয়া হয়েছে সেটার উপর কীভাবে বিতর্ক হতে পারে ।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, কেউ যদি নাথুরাম গডসেকে দেশভক্ত হিসেবে উল্লেখ করেন তাহলে আমাদের দল সেই বক্তব্যকে সমর্থন করে না । একই সুর শোনা গেছে BJP-র কার্যকরী সভাপতি জেপি নাড্ডার গলাতেও ।

  • Defence Minister Rajnath Singh in Lok Sabha: If someone considers Nathuram Godse as a 'deshbhakt', then our party condemns it. Mahatma Gandhi is an idol for us, he was our guiding light and will remain so. pic.twitter.com/uDBrY28kRq

    — ANI (@ANI) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে রাহুল গান্ধি লেখেন , "সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে দেশভক্ত বানিয়ে দিয়েছেন ৷ ভারতীয় সংসদের ইতিহাসে দুঃখের দিন ৷" যদিও প্রজ্ঞা সিং ঠাকুর টুইটে লেখেন , "তাঁর বক্তব্যের ভুল অর্থ করা হয়েছে ৷ তিনি স্বাধীনতা সংগ্রামী উধম সিং-র কথা বলতে চেয়েছিলেন ৷"

  • कभी-2 झूठ का बबण्डर इतना गहरा होता है कि दिन मे भी रात लगने लगती है किन्तु सूर्य अपना प्रकाश नहीं खोता पलभर के बबण्डर मे लोग भ्रमित न हों सूर्य का प्रकाश स्थाई है। सत्य यही है कि कल मैने ऊधम सिंह जी का अपमान नहीं सहा बस।

    — Sadhvi Pragya Official (@SadhviPragya_MP) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Mumbai, Nov 28 (ANI): Dimpled beauty Deepika Padukone was spotted at Mumbai airport. She was seen wearing a pink suit and looked everything but beautiful. Bollywood actor Kangana Ranaut was seen channeling her inner 'boss lady' in a beige pant suit at the airport. She is currently working on Jayalalithaa biopic 'Thalaivi'. Meanwhile, actor-turned-politician Sunny Deol was also clicked at the airport.
Last Updated : Nov 28, 2019, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.