দিল্লি, 10 মার্চ : মোদি ও শাহর সঙ্গে ঘণ্টাখানেকের মিটিং । প্রধানমন্ত্রীর বাসভবন থেকে একই গাড়িতেই বেরোতে দেখা যায় অমিত শাহ ও সিন্ধিয়াকে । তারপরই মধ্যপ্রদেশ নাটকে নয়া মোড় । ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ।
দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । গতকাল 20 জন মন্ত্রীর পদত্যাগ ও 17 জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার কথা প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন জ্যোতিরাদিত্য । এরপর থেকে তাঁকেও ফোনে পাওয়া যাচ্ছিল না ।
আজ সকালে খবর পাওয়া যায়, নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি পৌঁছেছেন সিন্ধিয়া ৷ শুধু সময়ের অপেক্ষা ছিল । বেলা বাড়তেই তা স্পষ্ট হয়ে গেল । ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য । রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে । একাংশের কথায়, কমলকে হারিয়ে মধ্যপ্রদেশে "কমল" ফোটা এবার শুধু সময়ের অপেক্ষা ।
যদিও পুরো বিষয়টিকে BJP-র ষড়যন্ত্র বলে দাবি করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং । তিনি বলেন, " কংগ্রেস বিধায়কদের বেঙ্গালুরু নিয়ে যাওয়ার জন্য তিনটি বিমানের ব্যবস্থা করেছিল BJP । আমাদের কাছে তার যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে । মধ্যপ্রদেশের জনাদেশকে সম্পূর্ণভাবে পালটে দিতে পুরোপুরি ষড়যন্ত্র করেছে BJP । কারণ এখানকার মাফিয়ারাজের বিরুদ্ধে লড়ছেন আমাদের মুখ্যমন্ত্রী কমলনাথ ।