ETV Bharat / bharat

কৃষকদের সুবিধার্থে কংগ্রেস সরকার APMC আইন তৈরি করেছিল: দিগ্বিজয়

5 জুন কেন্দ্রীয় সরকার প্রণোদিত তিনটি অধ্যাদেশের বিরুদ্ধে লাগাতার আন্দোলের মাঝেই দিগ্বিজয় সিং মন্তব্য করেন ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস সরকার কৃষকদের সুবিধার্থে APMC আইন তৈরি করেছিল ।

author img

By

Published : Sep 18, 2020, 8:59 PM IST

Aa
Aa

ভোপাল, 18 সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকার প্রণোদিত তিনটি নতুন কৃষি বিলের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা । আজ এই বিষয় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং । BJP সরকার প্রণোদিত এই তিনটি বিলকে কৃষক বিরোধী আখ্যা দেন তিনি । বিলগুলিকে সমর্থন না করার জন্য বার্তা দিয়েছেন হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার উদ্দেশে । আর তা না মানলে তাঁর হার যে নিশ্চিত সেই বিষয়ও হুঁশিয়ারিও দিয়েছেন দিগ্বিজয় ।

এই বিলগুলির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল । বিষয়টিতে তাঁকে অভিনন্দন জানান দিগ্বিজয় সিং । বলেন, "কৃষকদের সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে হরসিমরত কউর বাদল পদত্যাগ করাতে আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি । পাশাপাশি চাই হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালাও যেন এই তিনটি বিলকে সমর্থনের মাধ্যমে BJP -কে সমর্থন না করেন । আর নয়তো ভবিষ্যতে বড় পরাজয়ের সম্মুখীন হবেন তিনি । তাঁর এখন কৃষকদের পাশে থাকা উচিত ।"

নিজ দলের প্ৰশংসা করে তাঁর মন্তব্য, আমাদের সরকার সব সময়ই কৃষকদের পাশে ছিল। ক্ষমতায় থাকাকালীন কৃষকদের সুবিধার্থে APMC আইন তৈরি করেছিল কংগ্রেস সরকার । কিন্তু এখন যে কোনও বড় ব্যবসায়ী নতুন কৃষক বিরোধী বিল অনুযায়ী মান্ডি খুলতে পারবেন । কৃষক বিরোধী এই চারটি অধ্যাদেশকে সামগ্রিকভাবে পর্যালোচনা করা উচিত ।"

2004 সালে UPA সরকার সমস্ত রাজ্যগুলিকে APMC 2003 আইন গ্রহণ করাতে তৎপর হয় । 2007 সালে APMC নিয়ম তৈরি করে । 2013 সালে একটি কমিটি গঠন করা হয় । এর উদ্দেশ্য ছিল কৃষিজ ফসল উৎপাদনে ও তা খোলা বাজারে বিক্রির ক্ষেত্রে আন্তঃরাজ্য ব্যবসা ও বাণিজ্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বিলের সুপারিশ করা । এই সম্বন্ধে একটি খসড়া বিলও প্রণয়ন করা হয় । কিন্তু তারপর আর বিষয়টি এগোয়নি ।

৫ জুন কেন্দ্রীর সরকার তিনটি অধ্যাদেশ জারি করে । এই তিনটি অধ্যাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানান পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা । এই সপ্তাহে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পর সরকার এই অধ্যাদেশ প্রতিস্থাপনের জন্য তিনটি বিল উত্থাপন করেছে । লোকসভায় এই বিলগুলি গতকাল পাশ হয়েছে ।

ভোপাল, 18 সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকার প্রণোদিত তিনটি নতুন কৃষি বিলের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা । আজ এই বিষয় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং । BJP সরকার প্রণোদিত এই তিনটি বিলকে কৃষক বিরোধী আখ্যা দেন তিনি । বিলগুলিকে সমর্থন না করার জন্য বার্তা দিয়েছেন হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার উদ্দেশে । আর তা না মানলে তাঁর হার যে নিশ্চিত সেই বিষয়ও হুঁশিয়ারিও দিয়েছেন দিগ্বিজয় ।

এই বিলগুলির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল । বিষয়টিতে তাঁকে অভিনন্দন জানান দিগ্বিজয় সিং । বলেন, "কৃষকদের সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে হরসিমরত কউর বাদল পদত্যাগ করাতে আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি । পাশাপাশি চাই হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালাও যেন এই তিনটি বিলকে সমর্থনের মাধ্যমে BJP -কে সমর্থন না করেন । আর নয়তো ভবিষ্যতে বড় পরাজয়ের সম্মুখীন হবেন তিনি । তাঁর এখন কৃষকদের পাশে থাকা উচিত ।"

নিজ দলের প্ৰশংসা করে তাঁর মন্তব্য, আমাদের সরকার সব সময়ই কৃষকদের পাশে ছিল। ক্ষমতায় থাকাকালীন কৃষকদের সুবিধার্থে APMC আইন তৈরি করেছিল কংগ্রেস সরকার । কিন্তু এখন যে কোনও বড় ব্যবসায়ী নতুন কৃষক বিরোধী বিল অনুযায়ী মান্ডি খুলতে পারবেন । কৃষক বিরোধী এই চারটি অধ্যাদেশকে সামগ্রিকভাবে পর্যালোচনা করা উচিত ।"

2004 সালে UPA সরকার সমস্ত রাজ্যগুলিকে APMC 2003 আইন গ্রহণ করাতে তৎপর হয় । 2007 সালে APMC নিয়ম তৈরি করে । 2013 সালে একটি কমিটি গঠন করা হয় । এর উদ্দেশ্য ছিল কৃষিজ ফসল উৎপাদনে ও তা খোলা বাজারে বিক্রির ক্ষেত্রে আন্তঃরাজ্য ব্যবসা ও বাণিজ্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বিলের সুপারিশ করা । এই সম্বন্ধে একটি খসড়া বিলও প্রণয়ন করা হয় । কিন্তু তারপর আর বিষয়টি এগোয়নি ।

৫ জুন কেন্দ্রীর সরকার তিনটি অধ্যাদেশ জারি করে । এই তিনটি অধ্যাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানান পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা । এই সপ্তাহে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পর সরকার এই অধ্যাদেশ প্রতিস্থাপনের জন্য তিনটি বিল উত্থাপন করেছে । লোকসভায় এই বিলগুলি গতকাল পাশ হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.