ETV Bharat / bharat

পর্রিকরের প্রয়াণের পর গোয়ায় সরকার গড়তে রাজ্যপালকে চিঠি কংগ্রেসের - মনোহর পর্রিকর

মনোহর পর্রিকরের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই গোয়ায় ফের সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস। আজ মধ্যরাতে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে যৌথভাবে চিঠি পাঠিয়েছেন গোয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি গিরিশ চন্দাকার এবং গোয়া বিধানসভায় বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকার।

রাজ্যপাল মৃদুলা সিনহা
author img

By

Published : Mar 18, 2019, 6:29 AM IST

পানাজি, ১৮ মার্চ : মনোহর পর্রিকরের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই গোয়ায় ফের সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস। আজ মধ্যরাতে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে যৌথভাবে চিঠি পাঠিয়েছেন গোয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি গিরিশ চন্দাকার এবং গোয়া বিধানসভায় বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকার। একক বৃহত্তম দল হিসেবে রাজ্যে সরকার গঠনের সুযোগ পাওয়া উচিত বলে রাজ্যপালকে জানিয়েছেন তাঁরা।

চিঠিতে তাঁরা জানিয়েছেন, ২০১৭ সালে BJP-র জোট সঙ্গীরা একটি শর্তে জোটে গেছিল। সেটা ছিল জোটের নেতৃত্ব দেবেন মনোহর পর্রিকর। তাই তাঁর মৃত্যুর পর BJP-র আর কোনও জোট সঙ্গী নেই। ক্ষমতার হস্তান্তর করতে রাজ্যপাল সদর্থক ভূমিকা নেবেন বলেও চিঠিতে তাঁরা জানিয়েছেন। এর আগে শনিবারও রাজ্যপালকে চিঠি দিয়েছিল কংগ্রেস। সেইসময় তারা জানিয়েছিল, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রাজ্যের BJP সরকার। তাই কংগ্রেসকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হোক।

এদিকে মনোহর পর্রিকরের প্রয়াণের ফলে গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর খোঁজ শুরু করে দিয়েছে BJP নেতৃত্বাধীন জোটও। ইতিমধ্যেই গোয়া পৌঁছেছেন নীতিন গড়করি। জোটের দলগুলির নেতাদের সঙ্গে তিনি দেখাও করেছেন। BJP বিধায়ক মাইকেল লোবো বলেন, "আজ (সোমবার) সকাল সাড়ে ৯টার মধ্যে নতুন সরকারের গঠন চূড়ান্ত হয়ে যাবে। নতুন মুখ্যমন্ত্রী বেছে নেবেন নীতিন গড়করি ও অমিত শাহ। বর্তমানে ৪০ জনের বদলে গোয়া বিধানসভায় ৩৬ জন বিধায়ক রয়েছেন। কংগ্রেস এখন একক বৃহত্তম দল। তাদের বিধায়ক সংখ্যা ১৪। অপরদিকে BJP-র হাতে ১২ জন বিধায়ক। গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমানতাক পার্টি (MGP)-র রয়েছে ৩ জন করে বিধায়ক। রয়েছেন ৩ জন নির্দল ও একজন NCP বিধায়কও। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে জয়ী হলেও নির্বাচনের পর তিন কংগ্রেস বিধায়ক BJP-তে যোগ দেয়। তাদের যোগদানে এবং অন্য দলগুলির সমর্থনে সরকার গঠন করে BJP।

পানাজি, ১৮ মার্চ : মনোহর পর্রিকরের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই গোয়ায় ফের সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস। আজ মধ্যরাতে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে যৌথভাবে চিঠি পাঠিয়েছেন গোয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি গিরিশ চন্দাকার এবং গোয়া বিধানসভায় বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকার। একক বৃহত্তম দল হিসেবে রাজ্যে সরকার গঠনের সুযোগ পাওয়া উচিত বলে রাজ্যপালকে জানিয়েছেন তাঁরা।

চিঠিতে তাঁরা জানিয়েছেন, ২০১৭ সালে BJP-র জোট সঙ্গীরা একটি শর্তে জোটে গেছিল। সেটা ছিল জোটের নেতৃত্ব দেবেন মনোহর পর্রিকর। তাই তাঁর মৃত্যুর পর BJP-র আর কোনও জোট সঙ্গী নেই। ক্ষমতার হস্তান্তর করতে রাজ্যপাল সদর্থক ভূমিকা নেবেন বলেও চিঠিতে তাঁরা জানিয়েছেন। এর আগে শনিবারও রাজ্যপালকে চিঠি দিয়েছিল কংগ্রেস। সেইসময় তারা জানিয়েছিল, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রাজ্যের BJP সরকার। তাই কংগ্রেসকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হোক।

এদিকে মনোহর পর্রিকরের প্রয়াণের ফলে গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর খোঁজ শুরু করে দিয়েছে BJP নেতৃত্বাধীন জোটও। ইতিমধ্যেই গোয়া পৌঁছেছেন নীতিন গড়করি। জোটের দলগুলির নেতাদের সঙ্গে তিনি দেখাও করেছেন। BJP বিধায়ক মাইকেল লোবো বলেন, "আজ (সোমবার) সকাল সাড়ে ৯টার মধ্যে নতুন সরকারের গঠন চূড়ান্ত হয়ে যাবে। নতুন মুখ্যমন্ত্রী বেছে নেবেন নীতিন গড়করি ও অমিত শাহ। বর্তমানে ৪০ জনের বদলে গোয়া বিধানসভায় ৩৬ জন বিধায়ক রয়েছেন। কংগ্রেস এখন একক বৃহত্তম দল। তাদের বিধায়ক সংখ্যা ১৪। অপরদিকে BJP-র হাতে ১২ জন বিধায়ক। গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমানতাক পার্টি (MGP)-র রয়েছে ৩ জন করে বিধায়ক। রয়েছেন ৩ জন নির্দল ও একজন NCP বিধায়কও। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে জয়ী হলেও নির্বাচনের পর তিন কংগ্রেস বিধায়ক BJP-তে যোগ দেয়। তাদের যোগদানে এবং অন্য দলগুলির সমর্থনে সরকার গঠন করে BJP।


New Delhi, Mar 18 (ANI): Women who find their jobs mentally tiring are at increased risk of developing Type 2 diabetes, a new study has found. The results of the study were published in 'European Journal of Endocrinology.' The study suggests that mentally draining work such as teaching may increase the risk of diabetes in women. The study suggests that employers and women should be more aware of the potential health risks associated with mentally tiring work.Type 2 diabetes is an increasingly prevalent disease that places a huge burden on patients and society and can lead to significant health problems including heart attacks, strokes, blindness and kidney failure. Numerous factors can increase the risk of developing Type 2 diabetes including obesity, diet, exercise, smoking or a family history of the disease.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.