জয়পুর, 19 জুলাই : রাজস্থানে অশোক গেহলত পরিচালিত কংগ্রেস সরকারকে ফেলতে বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে এবার কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়তের ইস্তফা দাবি করল কংগ্রেস ।
রাজস্থানে কংগ্রেস বিধায়ক কেনাবেচা নিয়ে সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসে । এরপরই FIR দায়ের করা হয় কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP নেতা গজেন্দ্র সিং শেখায়তের বিরুদ্ধে । যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ওই কণ্ঠস্বর নাকি তাঁর নয় । এবিষয়ে আজ কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন, "ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিশের দুর্নীতি দমন শাখা । তবে কেন্দ্রীয় মন্ত্রীর দাবিমতো ওই কণ্ঠস্বর যদি তাঁর নাই হয়ে থাকে, তবে তিনি তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য দিতে ভয় পাচ্ছেন কেন ?"
তিনি আরও বলেন, "গজেন্দ্র সিং শেখায়তের কেন্দ্রীয় মন্ত্রী পদে বহাল থাকার কোনও নৈতিক অধিকার নেই । তদন্ত যাতে নিরপেক্ষ হয় তারজন্য তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত । " পাশাপাশি বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের সুরক্ষা দেওয়ার অভিযোগে হরিয়ানা ও দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও সওয়াল করেন ।
ঘটনায় ইতিমধ্যেই BJP-র তরফে CBI তদন্তের দাবি করা হয়েছে । যার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্বের একাংশ । কংগ্রেস নেতা অভিষেক মানু সিঙ্ঘভি টুইটে লিখেছেন, "পিঠ বাঁচাতে, অভিযুক্তদের ক্লিন চিট পাইয়ে দিতেই BJP CBI তদন্তের দাবি করছে । " আজ এবিষয়ে অজয় মাকেন বলেন, "কেন্দ্র CBI-এর নামে হুঁশিয়ারী দিচ্ছে কারণ তদন্ত বন্ধ করতে চাইছে ।"