ETV Bharat / bharat

দলমত-নির্বিশেষে সকলের শ্রদ্ধার মানুষ ছিলেন প্রণবদা - Pranab Mukherjee passes away

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ ।

প্রণব মুখোপাধ্যায়
প্রণব মুখোপাধ্যায়
author img

By

Published : Aug 31, 2020, 9:44 PM IST

দিল্লি, 31 অগাস্ট : প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বয়স হয়েছিল 84 বছর । মাথায় রক্তক্ষরণ নিয়ে বিগত কিছুদিন ধরে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি । আজ বিকেলে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ । তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন রাহুল গান্ধি । টুইটারে তিনি লিখেছেন, "অত্যন্ত দুঃখের মুহূর্ত । গোটা দেশ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুর সংবাদ পেয়েছে । তাঁর মৃত্যুতে গোটা দেশের সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি । তাঁর শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা ।"

  • With great sadness, the nation receives the news of the unfortunate demise of our former President Shri Pranab Mukherjee.

    I join the country in paying homage to him.

    My deepest condolences to the bereaved family and friends. pic.twitter.com/zyouvsmb3V

    — Rahul Gandhi (@RahulGandhi) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি হওয়ার আগে কয়েক দশক ধরে তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক ছিলেন । তাঁর প্রয়াণে টুইট করেছে জাতীয় কংগ্রেসও । কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখা হয়েছে, "শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং কংগ্রেস পার্টির অন্যতম শীর্ষ নেতা প্রণব মুখোপাধ্যায় তাঁর আন্তরিকতা ও মমত্ববোধের জন্য সর্বদা স্মরণীয় থাকবেন । আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও পরিজনের সঙ্গে রয়েছে ।"

  • We are deeply pained by the passing of Shri Pranab Mukherjee.

    Former President of India & one of the tallest leaders of the Congress Party, Shri Pranab Mukherjee will always be remembered for his integrity & compassion.

    Our prayers are with his family, followers & the nation. pic.twitter.com/E7xsnb7xqM

    — Congress (@INCIndia) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় কয়েক দশক ধরে কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি । যখনই দল কোনও বিপদে পড়েছে, ত্রাতার ভূমিকায় সামনে এসেছেন প্রণব মুখোপাধ্যায় । তাঁর প্রয়াণে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে চিঠি লিখেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ।

  • Congress President Smt. Sonia Gandhi expresses her condolences to Ms Sharmistha Mukherjee on the passing away of her father, Former President of India, Shri Pranab Mukherjee. pic.twitter.com/qE4pXnzTxE

    — Congress (@INCIndia) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । লিখেছেন, "ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত । তিনি ছিলেন এক অভিজ্ঞ নেতা, যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করেছিলেন । প্রণব দা-র রাজনৈতিক জীবন গোটা দেশের জন্য গর্বের ।"

  • Deeply anguished on the passing away of former President of India, Bharat Ratna Shri Pranab Mukherjee ji. He was a vastly experienced leader who served the nation with utmost devotion. Pranab da’s distinguished career is a matter of great pride for the entire country.

    — Amit Shah (@AmitShah) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও । টুইটারে তিনি লিখেছেন, "প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখিত । তিনি বহু পরিশ্রম ও দৃঢ় সংকল্পতার সঙ্গে দেশকে সেবা করেছেন । তিনি তাঁর বুদ্ধি এবং অধ্যাবসায়ের জন্য রাজনৈতিক দল নির্বিশেষে সকলের মধ্যে প্রশংসিত । তাঁর পরিবার ও পরিজনদের প্রতি আমার সমবেদনা ।"

  • Saddened by the demise of former President and statesman Shri Pranab Mukherjee. He has served the Country in many roles with diligence and determination. He is widely admired across the parties for his intellect and perseverance . My condolences to his family and followers.

    — Jagat Prakash Nadda (@JPNadda) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকজ্ঞাপন করেছেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আডবানি । শোকবার্তায় তিনি লিখেছেন, "আমরা অনেকেই তাঁকে স্নেহের সঙ্গে প্রণবদা বলে সম্বোধন করেছিলাম । তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক । আমারও বয়স হয়েছে, তবে প্রণবদা সাংসদ হিসাবে আমার থেকে এক বছরের বড় ছিলেন । আমি 1970 সালে সাংসদ হয়েছিলাম এবং প্রণবদা 1969 সালে সাংসদ হয়েছিলেন । আমরা ভিন্ন মতাদর্শের ছিলাম, কিন্তু ওঁর সঙ্গে আমার দেখা হওয়ার পর থেকেই আমাদের মধ্যে পারস্পরিক সম্মানের বন্ধন তৈরি হয়েছিল ।"

শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও । লিখেছেন, "প্রাক্তন কংগ্রেস নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত । এই দেশে এমন কেউ নেই, যিনি প্রণব মুখোপাধ্যায়ের জীবন ও অবদান জানেন ন। আমি তাঁর সঙ্গে বহু বছর কাজ করেছি । বিশেষত, 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত আমি খুব কাছ থেকে তাঁর সঙ্গে কাজ করেছি । রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে একটি তীব্র অন্তর্দৃষ্টি ছিল তাঁর । অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে একটি সম্পূর্ণ উপলব্ধি ছিল তাঁর । তাঁর প্রয়াণে, কেবল কংগ্রেসই নয়, গোটা দেশের রাজনৈতিক পরিসর এক বীর সেনাকে হারিয়েছে । কংগ্রেসের জন্য এটি আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি । রাজনীতির আঙিনায় এমন মানুষ বিরল ।"

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে শোকজ্ঞাপন করে লিখেছেন, "ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত । তিনি সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে শ্রদ্ধার । তাঁর মৃত্যু ব্যক্তিগত ক্ষতি । ভারতের ইতিহাস, কূটনীতি, জননীতি এবং প্রতিরক্ষা সম্পর্কে তাঁর অসীম জ্ঞান ছিল ।"

  • Pranabda epitomised simplicity, honesty and strength of character. He served our country with diligence and dedication.

    His contribution to public life was invaluable. My deepest condolences to his bereaved family. Om Shanti!

    — Rajnath Singh (@rajnathsingh) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ ।

  • Passing away of former President Sh Pranab Mukherjee is a great loss to the Nation as well as a personal loss to me. Pranab Da was truly a friend, philosopher & guide for me. His contributions to Congress & to this nation are unparalleled. Heartfelt condolences to his family.

    — Ghulam Nabi Azad (@ghulamnazad) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করে টুইট করেছেন শিবরাজ সিং চৌহান । লিখেছেন, "ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত । আজ ভারত এক পুণ্যবান সন্তানকে হারিয়েছে । আমি ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি ও পরিবারের এই দুঃখ সহ্য করার জন্য শক্তি কামনা করি । ওম শান্তি!"

  • भारत के पूर्व राष्ट्रपति मा. श्री प्रणब मुखर्जी के निधन के समाचार को सुनकर अत्यंत दु:ख हुआ।

    आज मां भारती ने अपने एक गुणी और राष्ट्र के लिए समर्पित पुत्र को खो दिया।

    ईश्वर से दिवंगत आत्मा की शांति और परिजनों को यह गहन दु:ख सहन करने की शक्ति देने की प्रार्थना करता हूं।
    ॐ शांति!

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাও । লিখেছেন, "পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের সেবা করেছেন । সংসদীয় ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা অতুলনীয়, যা তাঁর কার্যকারিতা থেকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল ।"

  • भारत रत्न पूर्व राष्ट्रपति श्री प्रणब मुखर्जी जी के निधन पर शोक व्यक्त करता हूं।
    पांच दशक से भी अधिक के अपने सार्वजनिक जीवन में उन्होंने देश की अनुकरणीय सेवा की।
    संसदीय व प्रशासनिक क्षेत्र में उनका अनुभव बेजोड़ था जो उनकी कार्यशैली में स्पष्ट: परिलक्षित होता था। pic.twitter.com/GyAMVvETgB

    — Om Birla (@ombirlakota) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ।

দিল্লি, 31 অগাস্ট : প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বয়স হয়েছিল 84 বছর । মাথায় রক্তক্ষরণ নিয়ে বিগত কিছুদিন ধরে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি । আজ বিকেলে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ । তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন রাহুল গান্ধি । টুইটারে তিনি লিখেছেন, "অত্যন্ত দুঃখের মুহূর্ত । গোটা দেশ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুর সংবাদ পেয়েছে । তাঁর মৃত্যুতে গোটা দেশের সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি । তাঁর শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা ।"

  • With great sadness, the nation receives the news of the unfortunate demise of our former President Shri Pranab Mukherjee.

    I join the country in paying homage to him.

    My deepest condolences to the bereaved family and friends. pic.twitter.com/zyouvsmb3V

    — Rahul Gandhi (@RahulGandhi) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি হওয়ার আগে কয়েক দশক ধরে তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক ছিলেন । তাঁর প্রয়াণে টুইট করেছে জাতীয় কংগ্রেসও । কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখা হয়েছে, "শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং কংগ্রেস পার্টির অন্যতম শীর্ষ নেতা প্রণব মুখোপাধ্যায় তাঁর আন্তরিকতা ও মমত্ববোধের জন্য সর্বদা স্মরণীয় থাকবেন । আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও পরিজনের সঙ্গে রয়েছে ।"

  • We are deeply pained by the passing of Shri Pranab Mukherjee.

    Former President of India & one of the tallest leaders of the Congress Party, Shri Pranab Mukherjee will always be remembered for his integrity & compassion.

    Our prayers are with his family, followers & the nation. pic.twitter.com/E7xsnb7xqM

    — Congress (@INCIndia) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় কয়েক দশক ধরে কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি । যখনই দল কোনও বিপদে পড়েছে, ত্রাতার ভূমিকায় সামনে এসেছেন প্রণব মুখোপাধ্যায় । তাঁর প্রয়াণে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে চিঠি লিখেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ।

  • Congress President Smt. Sonia Gandhi expresses her condolences to Ms Sharmistha Mukherjee on the passing away of her father, Former President of India, Shri Pranab Mukherjee. pic.twitter.com/qE4pXnzTxE

    — Congress (@INCIndia) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । লিখেছেন, "ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত । তিনি ছিলেন এক অভিজ্ঞ নেতা, যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করেছিলেন । প্রণব দা-র রাজনৈতিক জীবন গোটা দেশের জন্য গর্বের ।"

  • Deeply anguished on the passing away of former President of India, Bharat Ratna Shri Pranab Mukherjee ji. He was a vastly experienced leader who served the nation with utmost devotion. Pranab da’s distinguished career is a matter of great pride for the entire country.

    — Amit Shah (@AmitShah) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও । টুইটারে তিনি লিখেছেন, "প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখিত । তিনি বহু পরিশ্রম ও দৃঢ় সংকল্পতার সঙ্গে দেশকে সেবা করেছেন । তিনি তাঁর বুদ্ধি এবং অধ্যাবসায়ের জন্য রাজনৈতিক দল নির্বিশেষে সকলের মধ্যে প্রশংসিত । তাঁর পরিবার ও পরিজনদের প্রতি আমার সমবেদনা ।"

  • Saddened by the demise of former President and statesman Shri Pranab Mukherjee. He has served the Country in many roles with diligence and determination. He is widely admired across the parties for his intellect and perseverance . My condolences to his family and followers.

    — Jagat Prakash Nadda (@JPNadda) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকজ্ঞাপন করেছেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আডবানি । শোকবার্তায় তিনি লিখেছেন, "আমরা অনেকেই তাঁকে স্নেহের সঙ্গে প্রণবদা বলে সম্বোধন করেছিলাম । তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক । আমারও বয়স হয়েছে, তবে প্রণবদা সাংসদ হিসাবে আমার থেকে এক বছরের বড় ছিলেন । আমি 1970 সালে সাংসদ হয়েছিলাম এবং প্রণবদা 1969 সালে সাংসদ হয়েছিলেন । আমরা ভিন্ন মতাদর্শের ছিলাম, কিন্তু ওঁর সঙ্গে আমার দেখা হওয়ার পর থেকেই আমাদের মধ্যে পারস্পরিক সম্মানের বন্ধন তৈরি হয়েছিল ।"

শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও । লিখেছেন, "প্রাক্তন কংগ্রেস নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত । এই দেশে এমন কেউ নেই, যিনি প্রণব মুখোপাধ্যায়ের জীবন ও অবদান জানেন ন। আমি তাঁর সঙ্গে বহু বছর কাজ করেছি । বিশেষত, 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত আমি খুব কাছ থেকে তাঁর সঙ্গে কাজ করেছি । রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে একটি তীব্র অন্তর্দৃষ্টি ছিল তাঁর । অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে একটি সম্পূর্ণ উপলব্ধি ছিল তাঁর । তাঁর প্রয়াণে, কেবল কংগ্রেসই নয়, গোটা দেশের রাজনৈতিক পরিসর এক বীর সেনাকে হারিয়েছে । কংগ্রেসের জন্য এটি আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি । রাজনীতির আঙিনায় এমন মানুষ বিরল ।"

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে শোকজ্ঞাপন করে লিখেছেন, "ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত । তিনি সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে শ্রদ্ধার । তাঁর মৃত্যু ব্যক্তিগত ক্ষতি । ভারতের ইতিহাস, কূটনীতি, জননীতি এবং প্রতিরক্ষা সম্পর্কে তাঁর অসীম জ্ঞান ছিল ।"

  • Pranabda epitomised simplicity, honesty and strength of character. He served our country with diligence and dedication.

    His contribution to public life was invaluable. My deepest condolences to his bereaved family. Om Shanti!

    — Rajnath Singh (@rajnathsingh) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ ।

  • Passing away of former President Sh Pranab Mukherjee is a great loss to the Nation as well as a personal loss to me. Pranab Da was truly a friend, philosopher & guide for me. His contributions to Congress & to this nation are unparalleled. Heartfelt condolences to his family.

    — Ghulam Nabi Azad (@ghulamnazad) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করে টুইট করেছেন শিবরাজ সিং চৌহান । লিখেছেন, "ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত । আজ ভারত এক পুণ্যবান সন্তানকে হারিয়েছে । আমি ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি ও পরিবারের এই দুঃখ সহ্য করার জন্য শক্তি কামনা করি । ওম শান্তি!"

  • भारत के पूर्व राष्ट्रपति मा. श्री प्रणब मुखर्जी के निधन के समाचार को सुनकर अत्यंत दु:ख हुआ।

    आज मां भारती ने अपने एक गुणी और राष्ट्र के लिए समर्पित पुत्र को खो दिया।

    ईश्वर से दिवंगत आत्मा की शांति और परिजनों को यह गहन दु:ख सहन करने की शक्ति देने की प्रार्थना करता हूं।
    ॐ शांति!

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাও । লিখেছেন, "পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের সেবা করেছেন । সংসদীয় ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা অতুলনীয়, যা তাঁর কার্যকারিতা থেকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল ।"

  • भारत रत्न पूर्व राष्ट्रपति श्री प्रणब मुखर्जी जी के निधन पर शोक व्यक्त करता हूं।
    पांच दशक से भी अधिक के अपने सार्वजनिक जीवन में उन्होंने देश की अनुकरणीय सेवा की।
    संसदीय व प्रशासनिक क्षेत्र में उनका अनुभव बेजोड़ था जो उनकी कार्यशैली में स्पष्ट: परिलक्षित होता था। pic.twitter.com/GyAMVvETgB

    — Om Birla (@ombirlakota) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.