ETV Bharat / bharat

কর্নেল সন্তোষ বাবুর স্ত্রীকে ডেপুটি কালেক্টর নিযুক্ত করল তেলাঙ্গানা সরকার - হায়দরাবাদ

"সরকার সবসময় কর্নেল সন্তোষ বাবুর পরিবারের পাশে আছে ৷" কর্নেলের স্ত্রী সন্তোষীর হাতে ডেপুটি কালেক্টর পদের নিয়োগপত্র তুলে দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷

telangana
telangana
author img

By

Published : Jul 23, 2020, 3:07 AM IST

হায়দরাবাদ, 23 জুলাই : লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সীমান্তে সংঘর্ষে শহিদহয়েছিলেন 20 জন জওয়ান ৷ তাঁদের মধ্যে একজন ছিলেন কর্নেল সন্তোষ বাবু ৷ তেলাঙ্গানারবাসিন্দা ৷ সেই কর্নেল সন্তোষ বাবুর স্ত্রীকে সরকারি চাকরি দিল করল তেলাঙ্গানাসরকার ৷ গতকাল প্রগতি ভবনে কর্নেলের স্ত্রী সন্তোষীর হাতে তেলাঙ্গানা সরকারেরগ্রুপ-এ পদের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷

সন্তোষীকে যাতে হায়দরাবাদ বা তার সংলগ্ন অঞ্চলে নিয়োগ করা হয় তারজন্য নির্দিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ সেইসঙ্গে যতদিন না পর্যন্ত সন্তোষী প্রশিক্ষণ পাচ্ছেন এবং চাকরিতে যোগদান করছেন ততদিনসন্তোষীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য নিজের সেক্রেটারি স্মিতা সবরওয়ালকে নির্দেশদিয়েছেন ৷

এদিন সন্তোষী ও তার সঙ্গে যাওয়া পরিবারের 20 জন সদস্যের সঙ্গে প্রগতি ভবনে মধ্যাহ্ন ভোজন করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখররাও ৷ পাশাপাশি তাঁদের বর্তমান পরিস্থিতিরও খোঁজ নেন তিনি ৷ সেই সঙ্গে তিনিকর্নেলের পরিবারকে আশ্বস্ত করেন ৷ বলেন, "সরকার সব সময়তাঁর পরিবারের পাশে আছে ৷"

হায়দরাবাদ, 23 জুলাই : লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সীমান্তে সংঘর্ষে শহিদহয়েছিলেন 20 জন জওয়ান ৷ তাঁদের মধ্যে একজন ছিলেন কর্নেল সন্তোষ বাবু ৷ তেলাঙ্গানারবাসিন্দা ৷ সেই কর্নেল সন্তোষ বাবুর স্ত্রীকে সরকারি চাকরি দিল করল তেলাঙ্গানাসরকার ৷ গতকাল প্রগতি ভবনে কর্নেলের স্ত্রী সন্তোষীর হাতে তেলাঙ্গানা সরকারেরগ্রুপ-এ পদের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷

সন্তোষীকে যাতে হায়দরাবাদ বা তার সংলগ্ন অঞ্চলে নিয়োগ করা হয় তারজন্য নির্দিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ সেইসঙ্গে যতদিন না পর্যন্ত সন্তোষী প্রশিক্ষণ পাচ্ছেন এবং চাকরিতে যোগদান করছেন ততদিনসন্তোষীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য নিজের সেক্রেটারি স্মিতা সবরওয়ালকে নির্দেশদিয়েছেন ৷

এদিন সন্তোষী ও তার সঙ্গে যাওয়া পরিবারের 20 জন সদস্যের সঙ্গে প্রগতি ভবনে মধ্যাহ্ন ভোজন করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখররাও ৷ পাশাপাশি তাঁদের বর্তমান পরিস্থিতিরও খোঁজ নেন তিনি ৷ সেই সঙ্গে তিনিকর্নেলের পরিবারকে আশ্বস্ত করেন ৷ বলেন, "সরকার সব সময়তাঁর পরিবারের পাশে আছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.