ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত 3, নিঁখোজ 11 - Pithoragarh disaster

উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হল 3 জনের ৷ 11 জন নিখোঁজ ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 20, 2020, 11:54 AM IST

Updated : Jul 20, 2020, 2:27 PM IST

পিথোরাগড় (উত্তরাখণ্ড), 20 জুলাই :উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হল তিনজনের ৷ আহত হয়েছে অনেকে ৷

মেঘভাঙা বৃষ্টির ঘটনায় জেলার মুন্সিয়েরির টাগা গ্রাম এবং বঙ্গপানির গেলা গ্রামের কমপক্ষে 11 জন নিখোঁজ রয়েছে । ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়ি ৷ এর আগে জেলা ম্যাজিস্ট্রেট VK জগদান্ডে জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টিতে মদকোট গ্রামের তিনজনের মৃত্যু হয়েছে ৷ আটজন নিখোঁজ ৷ ভেঙে পড়েছে একটি বাড়িও ৷ ঘটনাস্থানে রয়েছে উদ্ধারকারী একটি দল ৷

এদিকে তনাকপুর-তওয়াঘাট সড়কে ধস নেমেছে ৷ মোবাইল নেটওয়ার্ক এবং টেলিকম পরিষেবাও ব্যাহত হয়েছে ৷

গত সপ্তাহে কেদারনাথ উপত্যকার কানসারি গ্রামে একইরকম ভাবে ভারী বৃষ্টি হয় । এর আগে 2013 সালে উত্তরাখণ্ডে বন্যা এবং ভূমিকম্পের জেরে হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল । ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রচুর বাড়ি ।

পিথোরাগড় (উত্তরাখণ্ড), 20 জুলাই :উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হল তিনজনের ৷ আহত হয়েছে অনেকে ৷

মেঘভাঙা বৃষ্টির ঘটনায় জেলার মুন্সিয়েরির টাগা গ্রাম এবং বঙ্গপানির গেলা গ্রামের কমপক্ষে 11 জন নিখোঁজ রয়েছে । ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়ি ৷ এর আগে জেলা ম্যাজিস্ট্রেট VK জগদান্ডে জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টিতে মদকোট গ্রামের তিনজনের মৃত্যু হয়েছে ৷ আটজন নিখোঁজ ৷ ভেঙে পড়েছে একটি বাড়িও ৷ ঘটনাস্থানে রয়েছে উদ্ধারকারী একটি দল ৷

এদিকে তনাকপুর-তওয়াঘাট সড়কে ধস নেমেছে ৷ মোবাইল নেটওয়ার্ক এবং টেলিকম পরিষেবাও ব্যাহত হয়েছে ৷

গত সপ্তাহে কেদারনাথ উপত্যকার কানসারি গ্রামে একইরকম ভাবে ভারী বৃষ্টি হয় । এর আগে 2013 সালে উত্তরাখণ্ডে বন্যা এবং ভূমিকম্পের জেরে হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল । ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রচুর বাড়ি ।

Last Updated : Jul 20, 2020, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.