ETV Bharat / bharat

1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হলে, তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন, মন্তব্য বোবদের - সুপ্রিম কোর্ট

রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ সেই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷

Supreme Court
ফাইল ছবি
author img

By

Published : Jan 27, 2020, 1:33 PM IST

দিল্লি, 27 জানুয়ারি : নির্ভয়া অপরাধীদের ফাঁসির দিন আগেই ধার্য হয়েছে 1 ফেব্রুয়ারি ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও খারিজ করেছেন অন্যতম দোষী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন ৷ প্রাণভিক্ষা খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে 25 জানুয়ারি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুকেশ ৷ সেই প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি এস এ বোবদে বললেন, "যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷"

1 ফেব্রুয়ারি ভোর 6টায় নির্ভয়ার চার দোষী মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় সিং ও পবন গুপ্তার ফাঁসির দিন ধার্য করা হয়েছে ৷ 25 জানুয়ারির ওই আবেদনে ফাঁসির দিন স্থগিত রাখার জন্যও আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন : নির্ভয়া: রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মুকেশ

এর আগে দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করা হয়েছিল ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশর প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ বারবার করে এভাবে আবেদন আর চ্যালেঞ্জকে আসলে মৃত্যুদণ্ডের দিন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল ৷

দিল্লি, 27 জানুয়ারি : নির্ভয়া অপরাধীদের ফাঁসির দিন আগেই ধার্য হয়েছে 1 ফেব্রুয়ারি ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও খারিজ করেছেন অন্যতম দোষী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন ৷ প্রাণভিক্ষা খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে 25 জানুয়ারি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুকেশ ৷ সেই প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি এস এ বোবদে বললেন, "যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷"

1 ফেব্রুয়ারি ভোর 6টায় নির্ভয়ার চার দোষী মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় সিং ও পবন গুপ্তার ফাঁসির দিন ধার্য করা হয়েছে ৷ 25 জানুয়ারির ওই আবেদনে ফাঁসির দিন স্থগিত রাখার জন্যও আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন : নির্ভয়া: রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মুকেশ

এর আগে দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করা হয়েছিল ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশর প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ বারবার করে এভাবে আবেদন আর চ্যালেঞ্জকে আসলে মৃত্যুদণ্ডের দিন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল ৷

Vijayawada (Andhra Pradesh), Jan 27 (ANI): Telugu Desam Party (TDP) leader Kanakamedala Ravindra Kumar spoke to ANI on Andhra Pradesh assembly to pass resolution on state legislative council. He said, "The hidden agenda of Andhra Pradesh government might be to take a decision whether to pass resolution in order to dissolve Andhra Pradesh legislative council as it did not accept passage of bills relating to CRDA and de-centralisation of state's capital. Andhra Pradesh government is expected to follow values of Constitution, unfortunately it has taken an abnormal decision. Legislative Council may be dissolved on other reasons but not on the reason that it sent the bills to a select committee."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.