ETV Bharat / bharat

উন্নাও ধর্ষণ: কিশোরীর পরিবারের আশঙ্কা-পত্র জানাতে দেরি কেন? প্রশ্ন ক্ষুব্ধ প্রধান বিচারপতির - unnao rape

নিগৃহীতার পরিবারের তরফে 12 জুলাই চিঠি লিখে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করা হয় । তা সত্ত্বেও কেন দ্রুত কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হল না, আজ এই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷

উন্নাও ধর্ষণ
author img

By

Published : Jul 31, 2019, 12:07 PM IST

দিল্লি, 31 জুলাই: উন্নাও গণধর্ষণের ঘটনায় কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের ৷ নিগৃহীতার পরিবারের তরফে 12 জুলাই চিঠি লিখে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করা হলেও, কেন দ্রুত কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হল না, আজ এই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ একই সঙ্গে, শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে প্রশ্ন, কেন চিঠির বিষয়টি তাঁকে জানাতে এত বিলম্ব করা হয়েছে? এ বিষয়ে দ্রুত জানাতেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷

দিন তিনেক আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয় উন্নাও ধর্ষণের ঘটনার অভিযোগকারিণী ৷ তার পরই গতকাল, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশেও । সঙ্গে ছিল একটি ভিডিয়ো-নথিও । সেই চিঠির প্রসঙ্গেই আজ মুখ খুললেন প্রধান বিচারপতি ৷

রঞ্জন গগৈ বলেন, ''আজ সকালে বিভিন্ন কাগজে প্রকাশিত হয়েছে উন্নাওতে নিগৃহীতা এবং তার পরিবার সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছেন ৷ কিন্তু, গতকাল এ বিষয়ে আমাকে অবগত করা হয়েছে ৷ কেন এর আগে আমাকে চিঠির বিষয়টি জানানো হল না ৷ এ রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের গঠনমূলক এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ৷"

গতকাল কিশোরীর পরিবারের তরফে একটি ভিডিয়ো সংবাদমাধ্যমের সামনে আনা হয়েছিল ৷ সেখানে দেখা যাচ্ছিল, নীল শার্ট পরা একটি লোক ঠায় দাঁড়িয়ে রয়েছে কিশোরীর বাড়ির সামনে । তাকে বারবার চলে যেতে বলা হলেও সে বিন্দুমাত্র নড়ছে না । লোকটি উন্নাও ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত শশী সিংহের স্বামী ৷ শশীই কিশোরীকে কুলদীপের কাছে নিয়ে গেছিল বলে অভিযোগ । শশীর ছেলে এবং গাড়িচালকের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ রয়েছে । বর্তমানে শশী জেলে । মেয়েটির পরিবারের অভিযোগ, শশীর ছেলে-স্বামী, কুলদীপের ভাই মনোজ নিয়মিত শাসাচ্ছিল তাদের ৷ গত 12 তারিখে সুপ্রিম কোর্টে পাঠানো চিঠিতে এই প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছিল ৷ আগামীকাল, বৃহস্পতিবার এ প্রসঙ্গটি সুপ্রিম কোর্টে আলোচনা হওয়ার কথা ৷ চিঠি ও ভিডিয়ো প্রকাশ্যে এলে নিগৃহীতা কী জানাতে চেয়েছিলেন আদালতের কাছে তাও স্পষ্ট হয়ে যাবে ।

দিল্লি, 31 জুলাই: উন্নাও গণধর্ষণের ঘটনায় কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের ৷ নিগৃহীতার পরিবারের তরফে 12 জুলাই চিঠি লিখে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করা হলেও, কেন দ্রুত কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হল না, আজ এই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ একই সঙ্গে, শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে প্রশ্ন, কেন চিঠির বিষয়টি তাঁকে জানাতে এত বিলম্ব করা হয়েছে? এ বিষয়ে দ্রুত জানাতেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷

দিন তিনেক আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয় উন্নাও ধর্ষণের ঘটনার অভিযোগকারিণী ৷ তার পরই গতকাল, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশেও । সঙ্গে ছিল একটি ভিডিয়ো-নথিও । সেই চিঠির প্রসঙ্গেই আজ মুখ খুললেন প্রধান বিচারপতি ৷

রঞ্জন গগৈ বলেন, ''আজ সকালে বিভিন্ন কাগজে প্রকাশিত হয়েছে উন্নাওতে নিগৃহীতা এবং তার পরিবার সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছেন ৷ কিন্তু, গতকাল এ বিষয়ে আমাকে অবগত করা হয়েছে ৷ কেন এর আগে আমাকে চিঠির বিষয়টি জানানো হল না ৷ এ রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের গঠনমূলক এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ৷"

গতকাল কিশোরীর পরিবারের তরফে একটি ভিডিয়ো সংবাদমাধ্যমের সামনে আনা হয়েছিল ৷ সেখানে দেখা যাচ্ছিল, নীল শার্ট পরা একটি লোক ঠায় দাঁড়িয়ে রয়েছে কিশোরীর বাড়ির সামনে । তাকে বারবার চলে যেতে বলা হলেও সে বিন্দুমাত্র নড়ছে না । লোকটি উন্নাও ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত শশী সিংহের স্বামী ৷ শশীই কিশোরীকে কুলদীপের কাছে নিয়ে গেছিল বলে অভিযোগ । শশীর ছেলে এবং গাড়িচালকের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ রয়েছে । বর্তমানে শশী জেলে । মেয়েটির পরিবারের অভিযোগ, শশীর ছেলে-স্বামী, কুলদীপের ভাই মনোজ নিয়মিত শাসাচ্ছিল তাদের ৷ গত 12 তারিখে সুপ্রিম কোর্টে পাঠানো চিঠিতে এই প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছিল ৷ আগামীকাল, বৃহস্পতিবার এ প্রসঙ্গটি সুপ্রিম কোর্টে আলোচনা হওয়ার কথা ৷ চিঠি ও ভিডিয়ো প্রকাশ্যে এলে নিগৃহীতা কী জানাতে চেয়েছিলেন আদালতের কাছে তাও স্পষ্ট হয়ে যাবে ।


Mumbai, Jul 31 (ANI): A portion of a slab fell down at around 10.30 pm yesterday at Mumbai International Airport. Water leakage is suspected to be the reason behind the incident. No injuries have been reported so far.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.