ETV Bharat / bharat

কোরোনা সংক্রমণ রুখতে PPE কিটই ভরসা কর্নাটকের বাস কন্ডাক্টরদের - PPE কিট

কোরোনা সংক্রমণ রুখতে কর্নাটকের বেসরকারি বাসের কন্ডাক্টরদের PPE কিট দিলেন বাস মালিকেরা।

PPE kit
PPE kit
author img

By

Published : Jun 6, 2020, 8:14 PM IST

মেঙ্গালুরু, 6 জুন : কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে PPE কিটই ভরসা বাস কন্ডাক্টরদের। 1 জুন থেকে লকডাউনে ছাড় ঘোষণার পরই বেসরকারি বাস চলাচল শুরু হয়েছে কর্নাটকে। তবে সংক্রমণ রুখতে বাস মালিকদের তরফ থেকে কন্ডাক্টরদের দেওয়া হয়েছে PPE কিট।

দক্ষিণ কন্নড়ের স্টেট ব্যাঙ্ক- শক্তিনগর রুটের বাস কন্ডাক্টরদের PPE কিট পরে ডিউটি করতে দেখা গেল। সইশা নামে এক বাস কন্ডাক্টর জানান, " যেহেতু প্রতিটি যাত্রীর সংস্পর্শেই আমাদের আসতে হয়, তাই ডিউটি করা নিয়ে মনে ভয় ছিল। তবে মালিকরা PPE কিট দেওয়ায় অনেকটাই আশ্বস্ত বোধ করছি। "

সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় রাখতে না পারলেও সংক্রমণ রুখতে PPE কিটকেই বেছে নিয়েছেন বাস মালিক ও কন্ডাক্টররা। মেঙ্গালুরুর বহু বাসেও কন্ডাক্টরদের PPE কিট পরেই ডিউটি করতে দেখা গেল।

মেঙ্গালুরু, 6 জুন : কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে PPE কিটই ভরসা বাস কন্ডাক্টরদের। 1 জুন থেকে লকডাউনে ছাড় ঘোষণার পরই বেসরকারি বাস চলাচল শুরু হয়েছে কর্নাটকে। তবে সংক্রমণ রুখতে বাস মালিকদের তরফ থেকে কন্ডাক্টরদের দেওয়া হয়েছে PPE কিট।

দক্ষিণ কন্নড়ের স্টেট ব্যাঙ্ক- শক্তিনগর রুটের বাস কন্ডাক্টরদের PPE কিট পরে ডিউটি করতে দেখা গেল। সইশা নামে এক বাস কন্ডাক্টর জানান, " যেহেতু প্রতিটি যাত্রীর সংস্পর্শেই আমাদের আসতে হয়, তাই ডিউটি করা নিয়ে মনে ভয় ছিল। তবে মালিকরা PPE কিট দেওয়ায় অনেকটাই আশ্বস্ত বোধ করছি। "

সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় রাখতে না পারলেও সংক্রমণ রুখতে PPE কিটকেই বেছে নিয়েছেন বাস মালিক ও কন্ডাক্টররা। মেঙ্গালুরুর বহু বাসেও কন্ডাক্টরদের PPE কিট পরেই ডিউটি করতে দেখা গেল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.