কলকাতা , 18 ডিসেম্বর : এ বছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন চিন্ময় গুহ । 'ঘুমের দরজা ঠেলে' গ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন । 2017 সালে তাঁর এই বইটি প্রকাশিত হয় । ঘুমের দরজা ঠেলে বইটিতে চিন্ময় গুহ রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শেক্সপীয়র সহ অন্যান্য লেখকদের নিয়ে আলোচনা করেছেন । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের PhD-র প্রাক্তন ছাত্র চিন্ময় গুহকে এর আগে 'নাইটহুড অফ আর্টস অ্যান্ড লেটারস'-এ ভূষিত করেছে ফ্রান্স । অনুবাদমূলক সাহিত্যে তাঁর অবদান প্রচুর । কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যাপনাও করেছেন তিনি ।
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার 2019 - এর পুরস্কার প্রাপকদের নাম আজ ঘোষণা করা হয় । বুধবার বিকেলে সাহিত্য অ্যাকাডেমির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে 23 টি ভাষায় সাহিত্যের জন্য় পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয় । এবার যাঁরা পুরস্কার পাচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম তিরুবনন্তপুরমের সাংসদ তথা রাজনীতিবিদ শশী থারুর । তাঁর লেখা 'অ্যান এরা অফ ডার্কনেস : দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' বইটির জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন । এই প্রসঙ্গে তিরুবনন্তপুরমে তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , "আমার প্রথম বই প্রকাশিত হয় 1981 সালে । গত 38 বছরে জাতীয়স্তরের পুরস্কারের ক্ষেত্রে আমার নাম বিবেচিত হয়নি । যদিও আমি কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছিলাম । তাই আমি আজ খুব খুশি । "
শশী থারুর তাঁর 'অ্যান এরা অফ ডার্কনেস : দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' বইতে ব্রিটিশ ঔপনিবেশকিতার বিবরণ দিয়েছেন । ভারতে ব্রিটিশ শাসন ও শোষণ সম্পর্কিত তথ্য তাঁর বইতে উঠে এসেছে । তিনি এই বিষয়ে বলেন , "যখন আমি বইটি লিখি, তখন মনে হয়েছিল অতীতের এক বিবরণ লিখছি । যে সময় 1947 সালেই শেষ হয়েছে । কিন্তু এখন মনে হয় এই সময় আবার ফিরে এসেছে । " 2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে এই পুরস্কার দেওয়া হবে ।