ETV Bharat / bharat

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন চিন্ময় গুহ, তালিকায় নাম শশী থারুরের - সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন চিন্ময় গুহ

'ঘুমের দরজা ঠেলে' গ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার 2019-র জন্য মনোনীত হলেন চিন্ময় গুহ । শশী থারুর 'অ্যান এরা অফ ডার্কনেস : দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' বইটির জন্য পুরস্কার পাচ্ছেন ।

sahitya
sahitya
author img

By

Published : Dec 18, 2019, 10:38 PM IST

কলকাতা , 18 ডিসেম্বর : এ বছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন চিন্ময় গুহ । 'ঘুমের দরজা ঠেলে' গ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন । 2017 সালে তাঁর এই বইটি প্রকাশিত হয় । ঘুমের দরজা ঠেলে বইটিতে চিন্ময় গুহ রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শেক্সপীয়র সহ অন্যান্য লেখকদের নিয়ে আলোচনা করেছেন । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের PhD-র প্রাক্তন ছাত্র চিন্ময় গুহকে এর আগে 'নাইটহুড অফ আর্টস অ্যান্ড লেটারস'-এ ভূষিত করেছে ফ্রান্স । অনুবাদমূলক সাহিত্যে তাঁর অবদান প্রচুর । কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যাপনাও করেছেন তিনি ।

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার 2019 - এর পুরস্কার প্রাপকদের নাম আজ ঘোষণা করা হয় । বুধবার বিকেলে সাহিত্য অ্যাকাডেমির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে 23 টি ভাষায় সাহিত্যের জন্য় পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয় । এবার যাঁরা পুরস্কার পাচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম তিরুবনন্তপুরমের সাংসদ তথা রাজনীতিবিদ শশী থারুর । তাঁর লেখা 'অ্যান এরা অফ ডার্কনেস : দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' বইটির জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন । এই প্রসঙ্গে তিরুবনন্তপুরমে তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , "আমার প্রথম বই প্রকাশিত হয় 1981 সালে । গত 38 বছরে জাতীয়স্তরের পুরস্কারের ক্ষেত্রে আমার নাম বিবেচিত হয়নি । যদিও আমি কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছিলাম । তাই আমি আজ খুব খুশি । "

shashi
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন শশী থারুরও

শশী থারুর তাঁর 'অ্যান এরা অফ ডার্কনেস : দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' বইতে ব্রিটিশ ঔপনিবেশকিতার বিবরণ দিয়েছেন । ভারতে ব্রিটিশ শাসন ও শোষণ সম্পর্কিত তথ্য তাঁর বইতে উঠে এসেছে । তিনি এই বিষয়ে বলেন , "যখন আমি বইটি লিখি, তখন মনে হয়েছিল অতীতের এক বিবরণ লিখছি । যে সময় 1947 সালেই শেষ হয়েছে । কিন্তু এখন মনে হয় এই সময় আবার ফিরে এসেছে । " 2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে এই পুরস্কার দেওয়া হবে ।

কলকাতা , 18 ডিসেম্বর : এ বছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন চিন্ময় গুহ । 'ঘুমের দরজা ঠেলে' গ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন । 2017 সালে তাঁর এই বইটি প্রকাশিত হয় । ঘুমের দরজা ঠেলে বইটিতে চিন্ময় গুহ রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শেক্সপীয়র সহ অন্যান্য লেখকদের নিয়ে আলোচনা করেছেন । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের PhD-র প্রাক্তন ছাত্র চিন্ময় গুহকে এর আগে 'নাইটহুড অফ আর্টস অ্যান্ড লেটারস'-এ ভূষিত করেছে ফ্রান্স । অনুবাদমূলক সাহিত্যে তাঁর অবদান প্রচুর । কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যাপনাও করেছেন তিনি ।

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার 2019 - এর পুরস্কার প্রাপকদের নাম আজ ঘোষণা করা হয় । বুধবার বিকেলে সাহিত্য অ্যাকাডেমির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে 23 টি ভাষায় সাহিত্যের জন্য় পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয় । এবার যাঁরা পুরস্কার পাচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম তিরুবনন্তপুরমের সাংসদ তথা রাজনীতিবিদ শশী থারুর । তাঁর লেখা 'অ্যান এরা অফ ডার্কনেস : দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' বইটির জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন । এই প্রসঙ্গে তিরুবনন্তপুরমে তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , "আমার প্রথম বই প্রকাশিত হয় 1981 সালে । গত 38 বছরে জাতীয়স্তরের পুরস্কারের ক্ষেত্রে আমার নাম বিবেচিত হয়নি । যদিও আমি কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছিলাম । তাই আমি আজ খুব খুশি । "

shashi
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন শশী থারুরও

শশী থারুর তাঁর 'অ্যান এরা অফ ডার্কনেস : দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' বইতে ব্রিটিশ ঔপনিবেশকিতার বিবরণ দিয়েছেন । ভারতে ব্রিটিশ শাসন ও শোষণ সম্পর্কিত তথ্য তাঁর বইতে উঠে এসেছে । তিনি এই বিষয়ে বলেন , "যখন আমি বইটি লিখি, তখন মনে হয়েছিল অতীতের এক বিবরণ লিখছি । যে সময় 1947 সালেই শেষ হয়েছে । কিন্তু এখন মনে হয় এই সময় আবার ফিরে এসেছে । " 2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে এই পুরস্কার দেওয়া হবে ।

New Delhi, Dec 18 (ANI): While speaking to ANI, on Seelampur incident Delhi Police PRO, MS Randhawa said that no police station was set on fire, only one booth was damaged during protest. "No police station was set on fire today; only one police booth was damaged during protest. CCTV footage is being collected and will be examined.
Investigations are underway," said Delhi PRO.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.