ETV Bharat / bharat

প্যাংগং লেক এলাকায় উত্তেজনা, স্থিতাবস্থা লঙ্ঘন চিনের - ভারত-চিন সীমান্ত

পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন চিনের ৷

প্যাংগং লেক এলাকায় ফের উত্তেজনা, স্থিতাবস্থা লঙ্ঘন চিনের
প্যাংগং লেক এলাকায় ফের উত্তেজনা, স্থিতাবস্থা লঙ্ঘন চিনের
author img

By

Published : Aug 31, 2020, 11:29 AM IST

Updated : Aug 31, 2020, 12:42 PM IST

লাদাখ, 31 অগাস্ট : পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন PLA-র । বিবৃতি দিয়ে জানাল ভারতীয় সেনা ।

লাদাখে ফের অনুপ্রবেশের চেষ্টা করল PLA ৷ লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি । ঘটনাটি ঘটে 29-30 অগাস্ট রাতে ৷

এই বিষয়ে ভারতীয় সেনার PRO কর্নেল আমান আনন্দ বলেন, "প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিন সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা ৷"

  • Indian troops pre-empted this PLA activity on the Southern Bank of Pangong Tso Lake, undertook measures to strengthen our positions and thwart Chinese intentions to unilaterally change facts on ground: Col Aman Anand, PRO, Army https://t.co/oTQNAw5ebr

    — ANI (@ANI) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "ভারতীয় সেনা আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর ৷ একইসঙ্গে দেশের অখণ্ডতা রক্ষার জন্যও সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ ।" শান্তি ফেরাতে বর্তমানে চুশুলে কমান্ডার স্তরে ফ্ল্যাগ বৈঠক চলছে ৷

লাদাখ, 31 অগাস্ট : পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন PLA-র । বিবৃতি দিয়ে জানাল ভারতীয় সেনা ।

লাদাখে ফের অনুপ্রবেশের চেষ্টা করল PLA ৷ লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি । ঘটনাটি ঘটে 29-30 অগাস্ট রাতে ৷

এই বিষয়ে ভারতীয় সেনার PRO কর্নেল আমান আনন্দ বলেন, "প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিন সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা ৷"

  • Indian troops pre-empted this PLA activity on the Southern Bank of Pangong Tso Lake, undertook measures to strengthen our positions and thwart Chinese intentions to unilaterally change facts on ground: Col Aman Anand, PRO, Army https://t.co/oTQNAw5ebr

    — ANI (@ANI) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "ভারতীয় সেনা আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর ৷ একইসঙ্গে দেশের অখণ্ডতা রক্ষার জন্যও সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ ।" শান্তি ফেরাতে বর্তমানে চুশুলে কমান্ডার স্তরে ফ্ল্যাগ বৈঠক চলছে ৷

Last Updated : Aug 31, 2020, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.