ETV Bharat / bharat

স্থিতাবস্থা চাইলে ভারতকে সেনা সরাতে হবে, দাবি চিনের - avoid escalation of tension

আজ পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্তা লঙ্ঘন করে PLA ৷ এমনই বিবৃতি দেয় ভারতীয় সেনা ৷ প্যাংগং লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷

Chinese military says it strongly demands India withdraw its troops from China-India border
স্থিতাবস্থা চাইলে ভারতীয় সেনা সরাতে হবে, দাবি চিনা সেনার
author img

By

Published : Aug 31, 2020, 10:01 PM IST

লাদাখ , 31 অগাস্ট : ভারত-চিন সীমান্ত থেকে ভারতীয় সেনা সরানোর দাবি জানাল চিন ৷ চিনা সেনাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টারর্সের খবর, সীমান্তে উত্তেজনা এড়াতে ভারতীয় সেনাকে পিছোনোর দাবি জানাল চিনা সেনা ৷ স্থিতাবস্থা চাইলে ভারতীয় সেনা সরানোর দাবি করে তারা ৷

আজ পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্তা লঙ্ঘন করে PLA ৷ এমনই বিবৃতি দেয় ভারতীয় সেনা ৷ প্যাংগং লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ এবিষয়ে বিবৃতি জারি করে ভারতীয় সেনার PRO কর্নেল আমান আনন্দ বলেন, "প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিন সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা ৷" তিনি আরও বলেন, "ভারতীয় সেনা আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর ৷ একইসঙ্গে দেশের অখণ্ডতা রক্ষার জন্যও সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ ।"

এরপর শান্তি ফেরাতে চুশুলে কমান্ডার স্তরে ফ্ল্যাগ বৈঠক হয় ভারত ও চিন সেনার ৷ তারই মধ্যে চিনের সেনার তরফে এই বিবৃতি সামনে এসেছে ৷

লাদাখ , 31 অগাস্ট : ভারত-চিন সীমান্ত থেকে ভারতীয় সেনা সরানোর দাবি জানাল চিন ৷ চিনা সেনাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টারর্সের খবর, সীমান্তে উত্তেজনা এড়াতে ভারতীয় সেনাকে পিছোনোর দাবি জানাল চিনা সেনা ৷ স্থিতাবস্থা চাইলে ভারতীয় সেনা সরানোর দাবি করে তারা ৷

আজ পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্তা লঙ্ঘন করে PLA ৷ এমনই বিবৃতি দেয় ভারতীয় সেনা ৷ প্যাংগং লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ এবিষয়ে বিবৃতি জারি করে ভারতীয় সেনার PRO কর্নেল আমান আনন্দ বলেন, "প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিন সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা ৷" তিনি আরও বলেন, "ভারতীয় সেনা আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর ৷ একইসঙ্গে দেশের অখণ্ডতা রক্ষার জন্যও সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ ।"

এরপর শান্তি ফেরাতে চুশুলে কমান্ডার স্তরে ফ্ল্যাগ বৈঠক হয় ভারত ও চিন সেনার ৷ তারই মধ্যে চিনের সেনার তরফে এই বিবৃতি সামনে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.