দিল্লি, 5 অক্টোবর : পূর্ব লাদাখে চিন সীমান্তে বায়ু সেনার অবস্থান নিয়ে মুখ খুললেন এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়া ৷ তিনি এক সাংবাদিক বৈঠকে বলেন, ভারতীয় বিমানবাহিনী সম্পূর্ণ সুরক্ষিত ৷ লাদাখ সীমান্তে পরিস্থিতি বিচার করে বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে ৷
8 অক্টোবর এয়ার ফোর্স দিবস ৷ সেদিনের জন্য আজই সাংবাদিক বৈঠক করে ভারতীয় বায়ুশক্তির উল্লেখ করেন এয়ার চিফ মার্শাল ৷ তিনি বলেন, " চিনা বায়ুসেনা ভারতের থেকে বেশি দক্ষ হতে পারে না ৷ তাই বলে প্রতিপক্ষকে কখনও দুর্বল ভাবা উচিত না ৷ তিনি আরও বলেন, যদি প্রয়োজন পরে ভারতীয় বায়ুসেনা উত্তর ও পশ্চিম সীমান্তে দ্বিমুখী যুদ্ধের জন্যও প্রস্তুত ৷ আমরা যে কোনও সম্ভাব্য হুমকির জন্য তৈরি ৷ চিনের তরফে কোনওরকম হামলার পরিস্থিতি মোকাবিলার জন্য সমগ্র সীমান্তে বায়ুসেনার বিমান মোতায়েন করা হয়েছে ৷ লাদাখ তারই মধ্যে একটি ছোটো অংশ ৷ উত্তরের সীমান্তের কোনওরকম পরিস্থিতি মোকাবিলার জন্য IAF তৈরি ও খুবই ভালো পরিস্থিতে রয়েছে ৷ বিমানবাহিনীতে রাফালের সংযোগ আমাদের আরও শক্তি বাড়িয়েছে ৷ "
ইতিমধ্যেই সীমান্তে প্রায় হাজারেরও বেশি সেনা জওয়ান ও অস্ত্র মোতায়েন করেছে ভারত ৷ পাহাড়ের উচ্চতায় মোতায়েন করা হয়েছে সুখোই 30 , MKI , জাগুয়ার , মাইরেজ 2000 ৷ পূর্ব লাদাখের এয়ার বেসে ও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা হয়েছে সেনা ৷ সঙ্গে নতুন সংযুক্ত হওয়া 5 টি রাফালও পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে ৷ সেনা সূত্রে খবর, রাতের সীমান্তে চলছে কমব্যাট এয়ার পেট্রোলিং ৷
12 অক্টোবর ভারত ও চিনের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক আছে ৷ এর আগে ছ'বার সীমান্তে কর্পস কমান্ডার তরফে বৈঠক হয়েছে ৷