ETV Bharat / bharat

রুটিন টহলে চিনের বাধায় সংঘর্ষের সূত্রপাত : বিদেশ মন্ত্রক - ladakh issue

গতকাল চিনের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয় । আজ তার জবাবে বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, গালওয়ান উপত্যকা অঞ্চলের অবস্থান ঐতিহাসিকভাবে পরিষ্কার । চিনের বাধা দেওয়ার ফলেই সংঘর্ষের সূত্রপাত ।

চিন ভারত সেনা
চিন ভারত সেনা
author img

By

Published : Jun 20, 2020, 9:20 PM IST

দিল্লি, 20 জুন : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে চিনের তরফে যে দাবিগুলি করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় । সেনার রুটিন টহলে বাধা দেওয়ার জেরেই লাদাখ সীমান্তে সংঘর্ষের সূত্রপাত । গতকাল চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বিবৃতির জবাবে আজ একথা জানিয়ে দিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ।

গতকাল লাদাখ ইশুতে সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী জানান, কেউ দেশের মাটিতে প্রবেশ করেনি ৷ কোনও ভারতীয় পোস্ট চিনের দখলে নেই ৷ LAC -তে চিন যা করেছে তাতে গোটা ভারত মনে আঘাত পেয়েছে ও চিনের উপর রেগে আছে ৷ লাদাখে আমাদের 20 জন জওয়ান শহিদ হয়েছেন ৷ কিন্তু ভারত মাতার দিকে যারা তাকিয়ে ছিল তাদের শিক্ষা দিয়েছেন ৷ তার ঠিক কয়েক ঘণ্টা পরই চিনের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয় । বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান চিনের দাবিকে পুনর্ব্যক্ত করেন । বলেন, "পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকাটি চিন-ভারত সীমান্তের পশ্চিম অংশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের পাশে অবস্থিত । বহু বছর ধরে চিনের সেনারা এই এলাকায় টহল দিচ্ছে । এমনকী এবছর এপ্রিলে যখন ভারতীয় সেনারা রাস্তা, সেতু তৈরির কাজ করছিল, তখনও ওই এলাকায় চিনের সেনা মোতায়েন ছিল ।"

গতকালের এই বিবৃতির জবাবে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, "গালওয়ান উপত্যকা অঞ্চলের অবস্থান ঐতিহাসিকভাবে পরিষ্কার । প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে চিনের তরফে যে পদক্ষপে করা হচ্ছে, তা রীতিমতো বাড়াবাড়ি । যে দাবিগুলি করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় । অতীতে চিনের যে অবস্থান ছিল, তার সঙ্গে তাদের বর্তমান অবস্থানের কোনও মিল নেই ।"

বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, গালওয়ান উপত্যকাসহ ভারত-চিন সীমান্ত অঞ্চলের সমস্ত সেক্টরের সঙ্গে ভালোভাবে পরিচিত । অন্যত্র তারা যেভাবে সমস্ত নিয়ম মেনে চলে, এখানেও নিরবিচ্ছিন্নভাবে সমস্ত নিয়ম ও চুক্তি মেনে চলে । প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত কোনওদিন কোনও পদক্ষপ করেনি । দীর্ঘদিন ধরেই কোনও উত্তেজনা ছাড়া এই অঞ্চলে টহল দিচ্ছে তারা । এবছর মে মাসের শুরুর দিকেও ভারতীয় সেনা রুটিন টহল দিচ্ছিল । আর তাতে বাধা দেয় চিন । সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ।

দিল্লি, 20 জুন : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে চিনের তরফে যে দাবিগুলি করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় । সেনার রুটিন টহলে বাধা দেওয়ার জেরেই লাদাখ সীমান্তে সংঘর্ষের সূত্রপাত । গতকাল চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বিবৃতির জবাবে আজ একথা জানিয়ে দিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ।

গতকাল লাদাখ ইশুতে সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী জানান, কেউ দেশের মাটিতে প্রবেশ করেনি ৷ কোনও ভারতীয় পোস্ট চিনের দখলে নেই ৷ LAC -তে চিন যা করেছে তাতে গোটা ভারত মনে আঘাত পেয়েছে ও চিনের উপর রেগে আছে ৷ লাদাখে আমাদের 20 জন জওয়ান শহিদ হয়েছেন ৷ কিন্তু ভারত মাতার দিকে যারা তাকিয়ে ছিল তাদের শিক্ষা দিয়েছেন ৷ তার ঠিক কয়েক ঘণ্টা পরই চিনের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয় । বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান চিনের দাবিকে পুনর্ব্যক্ত করেন । বলেন, "পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকাটি চিন-ভারত সীমান্তের পশ্চিম অংশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের পাশে অবস্থিত । বহু বছর ধরে চিনের সেনারা এই এলাকায় টহল দিচ্ছে । এমনকী এবছর এপ্রিলে যখন ভারতীয় সেনারা রাস্তা, সেতু তৈরির কাজ করছিল, তখনও ওই এলাকায় চিনের সেনা মোতায়েন ছিল ।"

গতকালের এই বিবৃতির জবাবে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, "গালওয়ান উপত্যকা অঞ্চলের অবস্থান ঐতিহাসিকভাবে পরিষ্কার । প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে চিনের তরফে যে পদক্ষপে করা হচ্ছে, তা রীতিমতো বাড়াবাড়ি । যে দাবিগুলি করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় । অতীতে চিনের যে অবস্থান ছিল, তার সঙ্গে তাদের বর্তমান অবস্থানের কোনও মিল নেই ।"

বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, গালওয়ান উপত্যকাসহ ভারত-চিন সীমান্ত অঞ্চলের সমস্ত সেক্টরের সঙ্গে ভালোভাবে পরিচিত । অন্যত্র তারা যেভাবে সমস্ত নিয়ম মেনে চলে, এখানেও নিরবিচ্ছিন্নভাবে সমস্ত নিয়ম ও চুক্তি মেনে চলে । প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত কোনওদিন কোনও পদক্ষপ করেনি । দীর্ঘদিন ধরেই কোনও উত্তেজনা ছাড়া এই অঞ্চলে টহল দিচ্ছে তারা । এবছর মে মাসের শুরুর দিকেও ভারতীয় সেনা রুটিন টহল দিচ্ছিল । আর তাতে বাধা দেয় চিন । সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.