ETV Bharat / bharat

এই প্রথম ! বিচারপতির দুর্নীতির তদন্ত করবে CBI, অনুমতি সুপ্রিম কোর্টের

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এস এন শুক্লার বিরুদ্ধে CBI-কে দুর্নীতির মামলা রুজু করার অনুমতি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে CBI তদন্তের অনুমতি প্রধান বিচারপতির
author img

By

Published : Jul 31, 2019, 12:03 PM IST

Updated : Jul 31, 2019, 12:27 PM IST

দিল্লি, 31 জুলাই : প্রথমবার ভারতের কোনও হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্ত করার অনুমতি পেল CBI । এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এস এন শুক্লার বিরুদ্ধে CBI-কে দুর্নীতির মামলা রুজু করার অনুমতি দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । প্রসঙ্গত প্রধান বিচারপতির অনুমতি ছাড়া কর্মরত বিচারপতির বিরুদ্ধে কোনও তদন্তকারী সংস্থা পদক্ষেপ নিতে পারে না ।

গত মাসেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অভিযুক্ত বিচারপতি শুক্লকে অপসারণ করতে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে । 2017 সালে বিচারপতি শুক্লার বিরুদ্ধে একটি প্রাইভেট মেডিকেল কলেজকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে । এই অভিযোগ সামনে আসতেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র তাঁকে পদত্যাগ করতে অথবা স্বেচ্ছাবসর নিতে বলেন । তবে সেই পথে না হেঁটে স্বপদে থেকে যান বিচারপতি শুক্লা ।

এরপর বিচারপতি শুক্লার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের এক কমিঠি গঠন করা হয় । তাতে ছিলেন মাদ্রাজ় হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, সিকিম উচ্চ আদালতের প্রধান বিচারপতি এসকে অগ্নিহোত্রী ও মধ্যপ্রদেশ উচ্চ আদালতের বিচারপতি পিকে জয়সওয়াল । কমিটির রিপোর্টে বিচারপতি শুক্লাকে দোষী সাব্যস্ত করা হয় ।

দিল্লি, 31 জুলাই : প্রথমবার ভারতের কোনও হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্ত করার অনুমতি পেল CBI । এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এস এন শুক্লার বিরুদ্ধে CBI-কে দুর্নীতির মামলা রুজু করার অনুমতি দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । প্রসঙ্গত প্রধান বিচারপতির অনুমতি ছাড়া কর্মরত বিচারপতির বিরুদ্ধে কোনও তদন্তকারী সংস্থা পদক্ষেপ নিতে পারে না ।

গত মাসেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অভিযুক্ত বিচারপতি শুক্লকে অপসারণ করতে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে । 2017 সালে বিচারপতি শুক্লার বিরুদ্ধে একটি প্রাইভেট মেডিকেল কলেজকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে । এই অভিযোগ সামনে আসতেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র তাঁকে পদত্যাগ করতে অথবা স্বেচ্ছাবসর নিতে বলেন । তবে সেই পথে না হেঁটে স্বপদে থেকে যান বিচারপতি শুক্লা ।

এরপর বিচারপতি শুক্লার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের এক কমিঠি গঠন করা হয় । তাতে ছিলেন মাদ্রাজ় হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, সিকিম উচ্চ আদালতের প্রধান বিচারপতি এসকে অগ্নিহোত্রী ও মধ্যপ্রদেশ উচ্চ আদালতের বিচারপতি পিকে জয়সওয়াল । কমিটির রিপোর্টে বিচারপতি শুক্লাকে দোষী সাব্যস্ত করা হয় ।


Mangaluru (Karnataka), July 31 (ANI): Following a massive search operation involving multiple agencies, the body of Cafe Coffee Day founder-owner VG Siddhartha has been found on the banks of Netravati River near Hoige Bazaar in Mangaluru. The 58-year-old businessman is the son-in-law of former chief minister of state SM Krishna and has been missing since Monday evening. A massive search operation involving multiple teams of police forces along with the Coast Guard and NDRF was being carried out since Tuesday to locate Siddhartha. A letter written by Siddhartha was also surfaced on Tuesday where he apologised to people who 'put their trust' in him. While speaking on the incident, Mangaluru Police Commissioner Sandeep Patil said, "We have found the body early morning today. It needs to be identified, we have already informed the family members. We are shifting the body to Wenlock Hospital. We will continue further investigation."
Last Updated : Jul 31, 2019, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.