ETV Bharat / bharat

INX মিডিয়া মামলায় তিহারেই যেতে হল চিদম্বরমকে - CBI special court

19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে তিহার সংশোধনাগারে বিচারবিভাগীয় হেপাজতে রাখা হবে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ।

INX মিডিয়া মামলায় তিহারেই জেতে হল চিদম্বরমকে
author img

By

Published : Sep 5, 2019, 6:03 PM IST

দিল্লি, 5 সেপ্টেম্বর : INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠাল CBI-র বিশেষ আদালত । 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে তিহার সংশোধনাগারে বিচারবিভাগীয় হেপাজতে রাখা হবে ।

উল্লেখ্য 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চিদম্বরমের তরফে তাঁর আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনুসিংভি আবেদন করেন, চিদম্বরমকে যেন তিহার জেলে পাঠানো না হয়, কারণ তাঁর বয়স 74 । তাঁকে নিরাপত্তা দেওয়া উচিত, তাই তাঁকে গৃহবন্দী রাখা হোক । কপিল সিব্বলের এই আবেদনের বিরোধিতা করে CBI-র তরফের আইনজীবী কে এম নটরাজ বলেন, "একজন অভিযুক্ত কখনওই স্থির করতে পারেন না যে, তাঁর পুলিশ হেপাজত হবে না বিচারবিভাগীয় হেপাজত ।"

চিদম্বরমের তরফের আইনজীবীর সওয়াল শুনে 2 সেপ্টেম্বর প্রাক্তন অর্থমন্ত্রীকে CBI হেপাজতেই পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত । আজ শেষ হয় সেই হেপাজতের মেয়াদ । এরপর আজ আজ পি চিদম্বরমকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত ।

উল্লেখ্য INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হলেও এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আজ অগ্রিম জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত । 21 আগস্টে গ্রেপ্তার হওয়া চিদাম্বরম 15 দিন ধরে CBI হেপাজতে ছিলেন চিদম্বরম ।

দিল্লি, 5 সেপ্টেম্বর : INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠাল CBI-র বিশেষ আদালত । 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে তিহার সংশোধনাগারে বিচারবিভাগীয় হেপাজতে রাখা হবে ।

উল্লেখ্য 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চিদম্বরমের তরফে তাঁর আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনুসিংভি আবেদন করেন, চিদম্বরমকে যেন তিহার জেলে পাঠানো না হয়, কারণ তাঁর বয়স 74 । তাঁকে নিরাপত্তা দেওয়া উচিত, তাই তাঁকে গৃহবন্দী রাখা হোক । কপিল সিব্বলের এই আবেদনের বিরোধিতা করে CBI-র তরফের আইনজীবী কে এম নটরাজ বলেন, "একজন অভিযুক্ত কখনওই স্থির করতে পারেন না যে, তাঁর পুলিশ হেপাজত হবে না বিচারবিভাগীয় হেপাজত ।"

চিদম্বরমের তরফের আইনজীবীর সওয়াল শুনে 2 সেপ্টেম্বর প্রাক্তন অর্থমন্ত্রীকে CBI হেপাজতেই পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত । আজ শেষ হয় সেই হেপাজতের মেয়াদ । এরপর আজ আজ পি চিদম্বরমকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত ।

উল্লেখ্য INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হলেও এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আজ অগ্রিম জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত । 21 আগস্টে গ্রেপ্তার হওয়া চিদাম্বরম 15 দিন ধরে CBI হেপাজতে ছিলেন চিদম্বরম ।

Mumbai, Sep 05 (ANI): Union Minister and Republican Party of India (RPI) leader Ramdas Athawale on Thursday said that party will contest Maharashtra Assembly elections on our own party symbol. While speaking to ANI, he said, "BJP and Shiva Sena have decided to give 18 seats to allies, RPI has demanded 10 out of those 18 seats. We'll contest on our own symbol in the Maharashtra Assembly elections. We don't want to fight on BJP's symbol." Maharashtra Assembly elections will be held later this year.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.