দিল্লি, 2 ডিসেম্বর : হায়দরাবাদে যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদ সরব দেশ ৷ এবার ধর্ষকদের ফাঁসির দাবিতে অনশনে বসছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ কাল সকাল 10টা থেকে তিনি যন্তর-মন্তরে অনশনে বসবেন ৷
দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন আজ বলেন, বিচার শেষ করে ধর্ষকদের 6 মাসের মধ্যে ফাঁসি দিতে হবে ৷ কেন্দ্র যতক্ষণ না এই প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ অনশন চালিয়ে যাবেন তিনি ৷ পুলিশের দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে ৷
বুধবার(27 নভেম্বর) নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক পশু চিকিৎসক ৷ পরের দিন শামশাবাদ টোলপ্লাজ়ার কাছে যুবতির দগ্ধ দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধর্ষণের পর খুন করে পেট্রল ঢেলে যুবতির গায়ে আগুন দেয় ধৃতরা । CCTV ফুটেজ পরীক্ষা করার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷ শেষমেশ মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ইশুকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে । দোষীদের ফাঁসির দাবিতে সুর চড়াচ্ছেন সকলেই । উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ ।