দিল্লি , 17 ডিসেম্বর : পিছু হটছে না কেন্দ্র ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ হলেও কেন্দ্রের সিদ্ধান্তে কোনও বদল আসবে না ৷ আজ সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আজও দিল্লির সীলামপুর এলাকায় ব্যাপক বিক্ষোভ হয় ৷ এরপর অমিত শাহ দিল্লির দ্বারকায় এক জনসভায় বলেন, "যাই হোক না কেন, সিদ্ধান্ত থেকে পিছু হটবে না কেন্দ্র ৷ বিরোধীরা এই আইনের প্রতিবাদ করছেন ৷ কিন্তু ওই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য যতদূর পর্যন্ত যাওয়ার কেন্দ্র যাবে ৷ মোদি সরকার তাঁদের প্রত্যেককে ভারতের নাগরিকত্ব দেবে ৷ "
নাগরিকত্ব (সংশোধনী) আইন পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে ৷ প্রথমে অসম ও তারপর দেশের অন্যান্য রাজ্যগুলিতেও বিক্ষোভ শুরু হয় ৷ জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই আইনের তীব্র বিরোধিতা করেন ৷ রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ এর প্রতিবাদে সে রাতেই দেশজুড়ে বিক্ষোভ শুরু করে ছাত্র-ছাত্রীরা ৷ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হায়দরাবাদের মৌলনা আজ়াদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল করেন ৷ গতকালও পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় বিক্ষোভ চলে ৷ প্রতিবাদ হয় আজও ৷ এদিকে এখনও উত্তপ্ত দিল্লি ৷ আজও দিল্লির সীলামপুরে ভাঙচুর করা হয় একটি স্কুলবাস । আগুন লাগানো হয় পুলিশ ফাঁড়িতে । পুলিশের অভিযোগ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে । বাস লক্ষ্য করেও পাথর ছোড়া হয় । জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ । পরিস্থিতি সামলাতে ফাটানো হয় কাঁদানো গ্যাসের শেল ।
দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলনের জেরে কেন্দ্রের সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এতদিন বিভিন্ন মহলে জল্পনা চললেও এদিন স্বরাষ্ট্র মন্ত্রী বুঝিয়ে দিলেন এই ইশুতে কেন্দ্র পিছু হটবে না ৷