ETV Bharat / bharat

"ক্ষমা চাইলে তবেই সাংসদদের সাসপেনশন তোলার কথা ভাবা হবে" - সংসদের বাদল অধিবেশন

আমরা কোনওদিন কোনও কংগ্রেস সাংসদকে এভাবে রাজ্যসভায় "নৃত্য" করতে দেখিনি । কাগজ ছিঁড়ে ফেলতেও দেখিনি । বললেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ ।

রবিশংকর প্রসাদ
রবিশংকর প্রসাদ
author img

By

Published : Sep 22, 2020, 5:07 PM IST

দিল্লি, 22 সেপ্টেম্বর : নিজেদের আচরণের জন্য সাংসদরা ক্ষমা চাইলে তবেই একমাত্র সাসপেনশনের সিদ্ধান্ত বদলের কথা ভাববে কেন্দ্র । আট সাংসদকে সাতদিনের জন্য অধিবেশন কক্ষ থেকে সাসপেন্ড করা প্রসঙ্গে আজ এই কথা জানালেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ ।

রাজ্যসভায় অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে প্রতিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গতকালই ডেরেক ও'ব্রায়েনসহ আট সাংসদকে সাতদিনের জন্য অধিবেশনকক্ষ থেকে সাসপেন্ড করা হয় । ডেরেকের বিরুদ্ধে রুলবুক ছিঁড়ে ফেলার চেষ্টারও অভিযোগ ওঠে । এদিকে আট সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে আজ আবারও উত্তাল হয় রাজ্যসভা । সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করার দাবিতে কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী দলের সাংসদরা অধিবেশনকক্ষ থেকে ওয়াক-আউট করেন ।

প্রথমে কংগ্রেস সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াক-আউট করেন । পরে সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে তৃণমূল, আম আদমি পার্টি ও বামপন্থী দলগুলিও ওয়াক-আউট করে ।

আরও পড়ুন : রাজ্যসভার অধিবেশন বয়কট বিরোধীদের, ধরনা তুললেন 8 সাংসদ

এই প্রসঙ্গে আজ সংসদের বাইরে কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, "সাসপেন্ড হওয়া সাংসদরা যদি নিজেদের আচারণের জন্য ক্ষমা চান, একমাত্র তবেই সিদ্ধান্ত বদলের কথা ভাবা হবে । আমরা আশা করি, কংগ্রেসও বিরোধী সাংসদদের রাজ্যসভায় এই ধরনের আচরণকে সমর্থন করবে না ।"

এবারের অধিবেশেনে উপস্থিত নেই কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । চিকিৎসাজনিত কারণে তিনি বিদেশে রয়েছেন । রাহুল গান্ধিও মায়ের সঙ্গেই রয়েছেন । সেখান থেকেই কৃষি বিল ইশুতে টুইট করেছেন রাহুল । রবিশংকর প্রসাদ আজ সেই টুইট নিয়ে রাহুলকে খোঁচা দিয়ে বলেন, "এটা কোন ধরনের রাজনীতি ! বাইরে থেকে একটা টুইট এল আর সাংসদরা এভাবে আচরণ করতে শুরু করে দিলেন ।" বলেন, "আমরা কোনওদিন কোনও কংগ্রেস সাংসদকে এভাবে রাজ্যসভায় "নৃত্য" করতে দেখিনি । কাগজ ছিঁড়ে ফেলতেও দেখিনি ।"

এদিকে রবিবার রাজ্যসভায় কৃষি সংক্রান্ত বিল দু'টি সরকার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতাতেই পাশ করিয়েছে বলে দাবি করেন তিনি ।

দিল্লি, 22 সেপ্টেম্বর : নিজেদের আচরণের জন্য সাংসদরা ক্ষমা চাইলে তবেই একমাত্র সাসপেনশনের সিদ্ধান্ত বদলের কথা ভাববে কেন্দ্র । আট সাংসদকে সাতদিনের জন্য অধিবেশন কক্ষ থেকে সাসপেন্ড করা প্রসঙ্গে আজ এই কথা জানালেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ ।

রাজ্যসভায় অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে প্রতিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গতকালই ডেরেক ও'ব্রায়েনসহ আট সাংসদকে সাতদিনের জন্য অধিবেশনকক্ষ থেকে সাসপেন্ড করা হয় । ডেরেকের বিরুদ্ধে রুলবুক ছিঁড়ে ফেলার চেষ্টারও অভিযোগ ওঠে । এদিকে আট সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে আজ আবারও উত্তাল হয় রাজ্যসভা । সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করার দাবিতে কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী দলের সাংসদরা অধিবেশনকক্ষ থেকে ওয়াক-আউট করেন ।

প্রথমে কংগ্রেস সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াক-আউট করেন । পরে সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে তৃণমূল, আম আদমি পার্টি ও বামপন্থী দলগুলিও ওয়াক-আউট করে ।

আরও পড়ুন : রাজ্যসভার অধিবেশন বয়কট বিরোধীদের, ধরনা তুললেন 8 সাংসদ

এই প্রসঙ্গে আজ সংসদের বাইরে কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, "সাসপেন্ড হওয়া সাংসদরা যদি নিজেদের আচারণের জন্য ক্ষমা চান, একমাত্র তবেই সিদ্ধান্ত বদলের কথা ভাবা হবে । আমরা আশা করি, কংগ্রেসও বিরোধী সাংসদদের রাজ্যসভায় এই ধরনের আচরণকে সমর্থন করবে না ।"

এবারের অধিবেশেনে উপস্থিত নেই কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । চিকিৎসাজনিত কারণে তিনি বিদেশে রয়েছেন । রাহুল গান্ধিও মায়ের সঙ্গেই রয়েছেন । সেখান থেকেই কৃষি বিল ইশুতে টুইট করেছেন রাহুল । রবিশংকর প্রসাদ আজ সেই টুইট নিয়ে রাহুলকে খোঁচা দিয়ে বলেন, "এটা কোন ধরনের রাজনীতি ! বাইরে থেকে একটা টুইট এল আর সাংসদরা এভাবে আচরণ করতে শুরু করে দিলেন ।" বলেন, "আমরা কোনওদিন কোনও কংগ্রেস সাংসদকে এভাবে রাজ্যসভায় "নৃত্য" করতে দেখিনি । কাগজ ছিঁড়ে ফেলতেও দেখিনি ।"

এদিকে রবিবার রাজ্যসভায় কৃষি সংক্রান্ত বিল দু'টি সরকার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতাতেই পাশ করিয়েছে বলে দাবি করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.