ETV Bharat / bharat

GST কমপেনসেশন তহবিলের টাকা অন্য খাতে রেখেছিল কেন্দ্র : CAG - Centre violated GST law

রিপোর্টে উঠে এসেছে, GST কমপেনসেশন তহবিলে টাকা না রেখে কেন্দ্র কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে (CFI) টাকা জমা করেছে । ফলে সেই টাকা আরও অন্যান্য খাতে ব্যবহার হয়েছে বলেও মনে করছে CAG ।

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল
author img

By

Published : Sep 25, 2020, 8:06 PM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : GST বাস্তবায়ন হওয়ার প্রথম দু'বছরে 47 হাজার 272 কোটি টাকার GST কমপেনসেশন সেস অন্য খাতে জমা করা হয়েছে । এই টাকা প্রয়োজনে রাজ্যগুলির GST ক্ষতিপূরণের কাজে ব্যবহার করার কথা । তহবিলে এই আর্থিক ঘাটতি GST কমপেনসেশন সেস আইনের পরিপন্থী । এমনই জানাল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG)।

সরকারি অ্যাকাউন্টগুলির অডিট রিপোর্টে CAG বলেছে, 2017-18 আর্থিক বছরে GST কমপেনসেশন সেস সংগ্রহ করা হয়েছিল মোট 62 হাজার 612 কোটি টাকা । এর মধ্যে 56 হাজার 146 কোটি টাকা জমা করা হয়েছিল GST কমপেনসেশন তহবিলে । বাকি 6 হাজার 466 কোটি টাকা রাখা হয় অন্য তহবিলে ।

2018-19 আর্থিক বছরেও একই ছবি । GST কমপেনসেশন সেস সংগ্রহ করা হয়েছিল মোট 95 হাজার 81 কোটি টাকা । এর মধ্যে কেবল 54 হাজার 275 কোটি টাকা জমা পড়েছিল GST কমপেনসেশন তহবিলে । বাকি 40 হাজার 806 কোটি টাকা জমা করা হয় অন্য খাতে ।

দু'বছর মিলিয়ে মোট 47 হাজার 272 কোটি টাকা জমা পড়েনি GST কমপেনসেশন খাতে ।

2017 সালে GST বাস্তবায়নের পর রাজ্যগুলির যে রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে, তা পূরণের জন্য GST কমপেনসেশন তহবিল গঠন হয়েছিল । সংগ্রহ করা GST কমপেনসেশন সেসের টাকা এই তহবিলে রাখার কথা । কিন্তু CAG রিপোর্ট বলছে, তা পুরোপুরি মানা হয়নি, যার থেকে প্রমাণ হয় কেন্দ্র GST সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে ।

GST কমপেনসেশন সেস আইন অনুযায়ী, গোটা বছরে যে পরিমাণ GST কমপেনসেশন সেস সংগ্রহ হবে তা রাখা হবে GST কমপেনসেশন তহবিলে । এই অ্যাকাউন্টটি একটি পাবলিক অ্যাকাউন্ট । আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, যদি কোনও রাজ্যের রাজস্বে ঘাটতি হয়, তবে এই তহবিল থেকে রাজ্যগুলিকে টাকা দেওয়া হবে ।

আরও পড়ুন : GST এর ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অচলাবস্থা

CAG-র রিপোর্ট বলছে, স্টেটমেন্ট 8,9 ও 13-তে যে পরিমাণ GST কমপেনসেশন সেস সংগ্রহ করা হয়েছে বলে বলা হচ্ছে, তার সঙ্গে যে পরিমাণ টাকা GST কমপেনসেশন তহবিলে গেছে তাতে বড়সড় ফারাক রয়েছে । এরফলে তহবিলে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে । রিপোর্টে আরও উঠে এসেছে, যে GST কমপেনসেশন তহবিলে টাকা না রেখে কেন্দ্র কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে (CFI) জমা করেছে । ফলে সেই টাকা আরও অন্যান্য খাতে ব্যবহার হয়েছে বলেও মনে করছে CAG ।

সূত্রের খবর, CAG-এর রিপোর্ট সামনে আসার পরই বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অর্থমন্ত্রক । সঠিক তহবিলে ওই টাকা দ্রুত ট্রান্সফার করা হবে বলেও জানানো হয়েছে ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : GST বাস্তবায়ন হওয়ার প্রথম দু'বছরে 47 হাজার 272 কোটি টাকার GST কমপেনসেশন সেস অন্য খাতে জমা করা হয়েছে । এই টাকা প্রয়োজনে রাজ্যগুলির GST ক্ষতিপূরণের কাজে ব্যবহার করার কথা । তহবিলে এই আর্থিক ঘাটতি GST কমপেনসেশন সেস আইনের পরিপন্থী । এমনই জানাল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG)।

সরকারি অ্যাকাউন্টগুলির অডিট রিপোর্টে CAG বলেছে, 2017-18 আর্থিক বছরে GST কমপেনসেশন সেস সংগ্রহ করা হয়েছিল মোট 62 হাজার 612 কোটি টাকা । এর মধ্যে 56 হাজার 146 কোটি টাকা জমা করা হয়েছিল GST কমপেনসেশন তহবিলে । বাকি 6 হাজার 466 কোটি টাকা রাখা হয় অন্য তহবিলে ।

2018-19 আর্থিক বছরেও একই ছবি । GST কমপেনসেশন সেস সংগ্রহ করা হয়েছিল মোট 95 হাজার 81 কোটি টাকা । এর মধ্যে কেবল 54 হাজার 275 কোটি টাকা জমা পড়েছিল GST কমপেনসেশন তহবিলে । বাকি 40 হাজার 806 কোটি টাকা জমা করা হয় অন্য খাতে ।

দু'বছর মিলিয়ে মোট 47 হাজার 272 কোটি টাকা জমা পড়েনি GST কমপেনসেশন খাতে ।

2017 সালে GST বাস্তবায়নের পর রাজ্যগুলির যে রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে, তা পূরণের জন্য GST কমপেনসেশন তহবিল গঠন হয়েছিল । সংগ্রহ করা GST কমপেনসেশন সেসের টাকা এই তহবিলে রাখার কথা । কিন্তু CAG রিপোর্ট বলছে, তা পুরোপুরি মানা হয়নি, যার থেকে প্রমাণ হয় কেন্দ্র GST সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে ।

GST কমপেনসেশন সেস আইন অনুযায়ী, গোটা বছরে যে পরিমাণ GST কমপেনসেশন সেস সংগ্রহ হবে তা রাখা হবে GST কমপেনসেশন তহবিলে । এই অ্যাকাউন্টটি একটি পাবলিক অ্যাকাউন্ট । আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, যদি কোনও রাজ্যের রাজস্বে ঘাটতি হয়, তবে এই তহবিল থেকে রাজ্যগুলিকে টাকা দেওয়া হবে ।

আরও পড়ুন : GST এর ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অচলাবস্থা

CAG-র রিপোর্ট বলছে, স্টেটমেন্ট 8,9 ও 13-তে যে পরিমাণ GST কমপেনসেশন সেস সংগ্রহ করা হয়েছে বলে বলা হচ্ছে, তার সঙ্গে যে পরিমাণ টাকা GST কমপেনসেশন তহবিলে গেছে তাতে বড়সড় ফারাক রয়েছে । এরফলে তহবিলে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে । রিপোর্টে আরও উঠে এসেছে, যে GST কমপেনসেশন তহবিলে টাকা না রেখে কেন্দ্র কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে (CFI) জমা করেছে । ফলে সেই টাকা আরও অন্যান্য খাতে ব্যবহার হয়েছে বলেও মনে করছে CAG ।

সূত্রের খবর, CAG-এর রিপোর্ট সামনে আসার পরই বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অর্থমন্ত্রক । সঠিক তহবিলে ওই টাকা দ্রুত ট্রান্সফার করা হবে বলেও জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.