ETV Bharat / bharat

‘স্বদেশীয়ানা’ বন্ধ পুলিশ ক্যান্টিনে, বাতিল হচ্ছে না কোনও পণ্যের বিক্রি - Lockdown

29 মে কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছিল । তালিকায় প্রায় এক হাজারেরও বেশি পণ্যের নাম ছিল । বলা হয়েছিল, ওইসব পণ্য পুলিশ ক্যান্টিন থেকে আর বিক্রি হবে না । কিন্তু ওই তালিকাটি আধিকারিক স্তরে ভুল করে প্রকাশিত হয়েছিল । জানালেন, CRPF -এর ডিরেক্টর জেনারেল ।

CAPF
ফাইল ছবি
author img

By

Published : Jun 1, 2020, 9:50 PM IST

দিল্লি, 1 জুন : স্বদেশি পণ্য নয় ! আর তাই পুলিশ ক্যান্টিন, সশস্ত্র পুলিশ ক্যান্টিন ও CRPF ক্যান্টিনে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় এক হাজারেরও বেশি পণ্য । ডাবর, VIP ইন্ডাস্ট্রিজ়, ইউরেকা ফোর্বস, জাকুয়ার, HUL (ফুডস), নেসলে ইন্ডিয়া-সহ একাধিক বাণিজ্যিক সংস্থার প্রায় এক হাজারেরও বেশি পণ্য আর মিলবে না CAPF ক্যান্টিনে । কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারের তরফে এমনই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গতমাসে । কারণ হিসেবে দেখানো হয়েছিল, ওই সমস্ত পণ্য দেশীয় পণ্য নয় বা যে সমস্ত উপকরণ দিয়ে ওই পণ্যগুলি প্রস্তুত করা হয়েছে, তা বিদেশ থেকে আমদানি করা । আজ থেকেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল পুলিশ ক্যান্টিনগুলিতে । কিন্তু CRPF এর তরফে আজ টুইটে জানানো হয় সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে ।

  • This is clarified that the list issued by Kendriya Police Kalyan Bhandar on 29th May 2020 regarding delisting of certain products has been erroneously issued at the level of CEO. The list has been withdrawn and action is being initiated for the lapse.@HMOIndia @PIBHomeAffairs

    — 🇮🇳CRPF🇮🇳 (@crpfindia) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

CRPF -এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, "29 মে কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারের তরফে কিছু কিছু পণ্য বিক্রি হবে না বলে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে । ওই তালিকাটি আধিকারিক স্তরে ভুল করে প্রকাশিত হয়েছিল । এই ভুলের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।"

  • It is clarified that the list issued by Kendriya Police Kalyan Bhandar on 29th May 2020 regarding de-listing of certain products has been erroneously issued at the level of CEO. The list has been withdrawn and action is being initiated for the lapse: Chairman, WARB-cum-DG CRPF

    — ANI (@ANI) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 1 জুন থেকে দেশের প্রায় 1700 পুলিশ ক্যান্টিন ও সশস্ত্র পুলিশ ক্যান্টিনে শুধুমাত্র দেশীয় পণ্য বা দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য বিক্রি করা হবে । দেশীয় বাণিজ্যতে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল ।

নির্দেশিকা অনুযায়ী, আজ থেকেই কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারে বৈদেশিক পণ্য বা বিদেশ থেকে আমদানি করা উপকরণ দিয়ে তৈরি সমস্ত পণ্য বন্ধ হওয়ার কথা ছিল । ব্লু স্টার লিমিটেড, বোরোসিল গ্লাস ওয়ার্কস লিমিটেড, কোলগেট পামঅলিভ ইন্ডিয়া লিমিটেড, ডাবর ইন্ডিয়া লিমিটেড, VIP ইন্ডাস্ট্রিজ়, ইউরেকা ফোর্বস, জাকুয়ার, HUL (ফুডস), নেসলে ইন্ডিয়ার মতো একগুচ্ছ নামিদামি সংস্থার পণ্য পুলিশ ক্যান্টিন থেকে বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে ।

প্রসঙ্গত, ফি বছর CAPF ক্যান্টিনগুলিতে সবমিলিয়ে আড়াই হাজার কোটি টাকারও বেশি অর্থের ব্যবসা হয় । এই পরিস্থিতিতে লকডাউনের কারণে ধুঁকতে থাকা দেশীয় বাণিজ্য অনেকটাই চাঙ্গা হবে বলে মনে করছিলেন ওয়াকিবহাল মহল ।

স্বদেশীয়ানা বন্ধ পুলিশক্যান্টিনে, বাতিল হচ্ছেনা কোনও পণ্যের বিক্রি

দিল্লি, 1 জুন : স্বদেশি পণ্য নয় ! আর তাই পুলিশ ক্যান্টিন, সশস্ত্র পুলিশ ক্যান্টিন ও CRPF ক্যান্টিনে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় এক হাজারেরও বেশি পণ্য । ডাবর, VIP ইন্ডাস্ট্রিজ়, ইউরেকা ফোর্বস, জাকুয়ার, HUL (ফুডস), নেসলে ইন্ডিয়া-সহ একাধিক বাণিজ্যিক সংস্থার প্রায় এক হাজারেরও বেশি পণ্য আর মিলবে না CAPF ক্যান্টিনে । কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারের তরফে এমনই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গতমাসে । কারণ হিসেবে দেখানো হয়েছিল, ওই সমস্ত পণ্য দেশীয় পণ্য নয় বা যে সমস্ত উপকরণ দিয়ে ওই পণ্যগুলি প্রস্তুত করা হয়েছে, তা বিদেশ থেকে আমদানি করা । আজ থেকেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল পুলিশ ক্যান্টিনগুলিতে । কিন্তু CRPF এর তরফে আজ টুইটে জানানো হয় সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে ।

  • This is clarified that the list issued by Kendriya Police Kalyan Bhandar on 29th May 2020 regarding delisting of certain products has been erroneously issued at the level of CEO. The list has been withdrawn and action is being initiated for the lapse.@HMOIndia @PIBHomeAffairs

    — 🇮🇳CRPF🇮🇳 (@crpfindia) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

CRPF -এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, "29 মে কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারের তরফে কিছু কিছু পণ্য বিক্রি হবে না বলে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে । ওই তালিকাটি আধিকারিক স্তরে ভুল করে প্রকাশিত হয়েছিল । এই ভুলের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।"

  • It is clarified that the list issued by Kendriya Police Kalyan Bhandar on 29th May 2020 regarding de-listing of certain products has been erroneously issued at the level of CEO. The list has been withdrawn and action is being initiated for the lapse: Chairman, WARB-cum-DG CRPF

    — ANI (@ANI) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 1 জুন থেকে দেশের প্রায় 1700 পুলিশ ক্যান্টিন ও সশস্ত্র পুলিশ ক্যান্টিনে শুধুমাত্র দেশীয় পণ্য বা দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য বিক্রি করা হবে । দেশীয় বাণিজ্যতে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল ।

নির্দেশিকা অনুযায়ী, আজ থেকেই কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারে বৈদেশিক পণ্য বা বিদেশ থেকে আমদানি করা উপকরণ দিয়ে তৈরি সমস্ত পণ্য বন্ধ হওয়ার কথা ছিল । ব্লু স্টার লিমিটেড, বোরোসিল গ্লাস ওয়ার্কস লিমিটেড, কোলগেট পামঅলিভ ইন্ডিয়া লিমিটেড, ডাবর ইন্ডিয়া লিমিটেড, VIP ইন্ডাস্ট্রিজ়, ইউরেকা ফোর্বস, জাকুয়ার, HUL (ফুডস), নেসলে ইন্ডিয়ার মতো একগুচ্ছ নামিদামি সংস্থার পণ্য পুলিশ ক্যান্টিন থেকে বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে ।

প্রসঙ্গত, ফি বছর CAPF ক্যান্টিনগুলিতে সবমিলিয়ে আড়াই হাজার কোটি টাকারও বেশি অর্থের ব্যবসা হয় । এই পরিস্থিতিতে লকডাউনের কারণে ধুঁকতে থাকা দেশীয় বাণিজ্য অনেকটাই চাঙ্গা হবে বলে মনে করছিলেন ওয়াকিবহাল মহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.