দিল্লি, 15 সেপ্টেম্বর: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ। প্রতিটি রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। কোরোনা সংক্রমণ রোধে রাজ্যগুলিকে আর্থিক সাহায্য দানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। টাকা দেওযার জন্য প্রাথমিকভাবে 6 ছয়টি বিভাগে রাজ্যগুলিকে ভাগ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ।
বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশকে আর্থিক সাহায্য দানের প্রথম বিভাগে রাখা হয়েছে। এই রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছে 752.33 কোটি টাকা । 3 সেপ্টেম্বর পর্যন্ত ফেজ ওয়ান ও ফেজ টু-তে বরাদ্দ করা হয়েছে 310.66 কোটি টাকা। সব মিলিয়ে মোট 4230.78 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
মঙ্গলবার রাজ্যসভায় রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেন, "সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে COVID-19 জরুরী পরিষেবা এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুতি প্যাকেজ অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।"
হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডকে পাহাড়ি রাজ্য হিসেবে ভাগ করা হয়েছে। ফেজ ওয়ান ও টু-তে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে এই রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছে 54.19 কোটি ও 44.76 কোটি টাকা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গোয়া, গুজরাত, হরিয়ানা, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, পঞ্জাব, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গকে অন্যান্য রাজ্যের তালিকাভুক্ত করা হয়েছে। ফেজ ওয়ান ও টু-তে এই রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছে 1696.71 কোটি ও 753.62 কোটি টাকা। আন্দামান-নিকোবর, চণ্ডীগর, দাদরা-নগর হাভেলি, দমন-দিউ, লাক্ষাদ্বীপকে কেন্দ্র শাসিত অঞ্চলের আওতায় রাখা হয়েছে। ফেজ ওয়ান ও ফেজ টু-তে বরাদ্দ করা হয়েছে 15.96 কোটি ও 5.24 কোটি টাকা। দিল্লি, পুদুচেরি, জম্মু-কাশ্মীর এবং লাদাখের জন্য বরাদ্দ হয়েছে 356.55 কোটি ও 64.72 কোটি টাকা। ফেজ ওয়ান ও ফেজ টু-তে অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুর(উত্তরপূর্ব) রাজ্যগুলিকে দেওয়া হবে 100.03 কোটি ও 47.81 কোটি টাকা।