ETV Bharat / bharat

আবাসন প্রকল্পের গতি বাড়াতে 25,000 কোটি টাকার তহবিল কেন্দ্রের - অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

থমকে থাকা আবাসন প্রকল্পের হাল ফেরাতে এবার সবমিলিয়ে 25,000 কোটি টাকার তহবিলের কথা ঘোষণা করল কেন্দ্র ৷

ছবি
author img

By

Published : Nov 7, 2019, 8:57 AM IST

দিল্লি, 7 নভেম্বর : অর্থাভাব, শর্তের লম্বা তালিকা নানা সময়ে বাধ সেধেছে ৷ তাই বারবার থমকে গেছে আবাসন প্রকল্পের কাজ ৷ মাস দুয়েক আগে থেমে থাকা কাজ পুনরায় শুরু করতে দশ হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিল কেন্দ্র ৷ গতকাল আবার 15,000 কোটি টাকার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাই থমকে থাকা আবাসন প্রকল্পের হাল ফেরাতে সবমিলিয়ে 25,000 কোটি টাকার তহবিল গড়ার কথা ঘোষণা করা হল ৷

কীভাবে বরাদ্দ করা হবে এই টাকা ? 10,000 কোটি টাকা বিকল্প বিনিয়োগ তহবিলে (AIF) দেবে কেন্দ্রীয় সরকার ৷ স্টেট ব্যাঙ্ক ও জীবন বিমা নিগম(LIC) যৌথভাবে বাকি 15,000 কোটি টাকা দেবে ৷

এই সংক্রান্ত উল্লেখযোগ্য তথ্য :

  • এই তহবিল থেকে সাহায্য পাবে দেশের ১৬০০-র বেশি থেমে থাকা প্রকল্প ৷ যার ফ্ল্যাটের সংখ্যা প্রায় ৪.৫৮ লাখ ৷
  • আবাসন প্রকল্পগুলি আটকে থাকায় অনেক বাড়ির ক্রেতা মাসিক কিস্তি দেওয়ার পরও অনিশ্চতায় রয়েছেন ৷
  • আবাসন প্রকল্পের জন্য মধ্যবিত্তরা যাতে সহজে ঋণ পেতে পারেন, সেজন্য কেন্দ্র বিশেষ ব্যবস্থা নিয়েছে ৷
  • আটকে থাকা আবাসন প্রকল্পে বন্ধ বাড়িগুলি সহজে বাড়ির ক্রেতাদের কাছে উপলব্ধ করা যাবে এই বিশেষ ব্যবস্থায় ৷
  • এই পদক্ষেপের মূল লক্ষ্য, আবাসন শিল্পকে পুনর্জীবিত করা এবং কর্মসংস্থান তৈরি করা ৷
  • যে সমস্ত আবাসন প্রকল্পগুলি দেউলিয়া অবস্থায় রয়েছে অথবা সেগুলি নন-পারফরমিং অ্যাসেটে পরিণত হয়েছে, সেই সব ক্ষেত্রে এই তহবিলের সুবিধা পাওয়া যাবে ।
  • পাশাপাশি সিমেন্ট, লোহা এবং ইস্পাত শিল্পের চাহিদাও বাড়বে ৷ এর জেরে অন্য ক্ষেত্রগুলিও অনেকটা চাপমুক্ত হবে ৷
  • দেশে অর্থনৈতিক মন্দার কারণে চাহিদা কমেছে ৷ এপ্রিল-জুনে GDP ছিল পাঁচ শতাংশের নিচে ৷ ফলে প্রকল্পগুলিও তাদের গতি হারিয়েছে ৷

সরকারের দাবি, এতে লাভবান হবেন প্রোমোটাররা ৷ এতদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে ৷ পাশাপাশি টাকা জমা দিয়ে সাধারণ মানুষও হাতে পাবেন ফ্ল্যাটের চাবি ৷

তবে টাকা বরাদ্দের সময় স্টেট ব্যাঙ্ক বা LIC-র ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে কী হবে? অর্থমন্ত্রকের তরফে বক্তব্য, পেশাদার সংস্থা দিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ আপাতত কোনও সমস্যা হবে না ৷ যে সব প্রকল্প দ্রুত শেষ করা যাবে, তাদের আগে গুরুত্ব দেওয়া হবে ৷

দিল্লি, 7 নভেম্বর : অর্থাভাব, শর্তের লম্বা তালিকা নানা সময়ে বাধ সেধেছে ৷ তাই বারবার থমকে গেছে আবাসন প্রকল্পের কাজ ৷ মাস দুয়েক আগে থেমে থাকা কাজ পুনরায় শুরু করতে দশ হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিল কেন্দ্র ৷ গতকাল আবার 15,000 কোটি টাকার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাই থমকে থাকা আবাসন প্রকল্পের হাল ফেরাতে সবমিলিয়ে 25,000 কোটি টাকার তহবিল গড়ার কথা ঘোষণা করা হল ৷

কীভাবে বরাদ্দ করা হবে এই টাকা ? 10,000 কোটি টাকা বিকল্প বিনিয়োগ তহবিলে (AIF) দেবে কেন্দ্রীয় সরকার ৷ স্টেট ব্যাঙ্ক ও জীবন বিমা নিগম(LIC) যৌথভাবে বাকি 15,000 কোটি টাকা দেবে ৷

এই সংক্রান্ত উল্লেখযোগ্য তথ্য :

  • এই তহবিল থেকে সাহায্য পাবে দেশের ১৬০০-র বেশি থেমে থাকা প্রকল্প ৷ যার ফ্ল্যাটের সংখ্যা প্রায় ৪.৫৮ লাখ ৷
  • আবাসন প্রকল্পগুলি আটকে থাকায় অনেক বাড়ির ক্রেতা মাসিক কিস্তি দেওয়ার পরও অনিশ্চতায় রয়েছেন ৷
  • আবাসন প্রকল্পের জন্য মধ্যবিত্তরা যাতে সহজে ঋণ পেতে পারেন, সেজন্য কেন্দ্র বিশেষ ব্যবস্থা নিয়েছে ৷
  • আটকে থাকা আবাসন প্রকল্পে বন্ধ বাড়িগুলি সহজে বাড়ির ক্রেতাদের কাছে উপলব্ধ করা যাবে এই বিশেষ ব্যবস্থায় ৷
  • এই পদক্ষেপের মূল লক্ষ্য, আবাসন শিল্পকে পুনর্জীবিত করা এবং কর্মসংস্থান তৈরি করা ৷
  • যে সমস্ত আবাসন প্রকল্পগুলি দেউলিয়া অবস্থায় রয়েছে অথবা সেগুলি নন-পারফরমিং অ্যাসেটে পরিণত হয়েছে, সেই সব ক্ষেত্রে এই তহবিলের সুবিধা পাওয়া যাবে ।
  • পাশাপাশি সিমেন্ট, লোহা এবং ইস্পাত শিল্পের চাহিদাও বাড়বে ৷ এর জেরে অন্য ক্ষেত্রগুলিও অনেকটা চাপমুক্ত হবে ৷
  • দেশে অর্থনৈতিক মন্দার কারণে চাহিদা কমেছে ৷ এপ্রিল-জুনে GDP ছিল পাঁচ শতাংশের নিচে ৷ ফলে প্রকল্পগুলিও তাদের গতি হারিয়েছে ৷

সরকারের দাবি, এতে লাভবান হবেন প্রোমোটাররা ৷ এতদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে ৷ পাশাপাশি টাকা জমা দিয়ে সাধারণ মানুষও হাতে পাবেন ফ্ল্যাটের চাবি ৷

তবে টাকা বরাদ্দের সময় স্টেট ব্যাঙ্ক বা LIC-র ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে কী হবে? অর্থমন্ত্রকের তরফে বক্তব্য, পেশাদার সংস্থা দিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ আপাতত কোনও সমস্যা হবে না ৷ যে সব প্রকল্প দ্রুত শেষ করা যাবে, তাদের আগে গুরুত্ব দেওয়া হবে ৷


Diu, Nov 07 (ANI): The India Meteorological Department (IMD) announced cyclone alert for the Gujarat coast and a yellow message as Cyclone Maha is expected to make landfall on the coast between Devbhumi Dwarka district and Diu on Nov 07. The cyclone Maha is very likely to intensify into a deep depression during the next 12 hours and into a Cyclonic Storm during the subsequent 24 hours. Around 140 NDRF personnel have been deployed and nearly eight tonnes of relief material has been put in place in wake of the cyclonic storm 'Maha' alert. About 100 more personnel are being sent to Ahmedabad to further spread the rescue and relief operations in the state.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.