দিল্লি, 7 নভেম্বর : অর্থাভাব, শর্তের লম্বা তালিকা নানা সময়ে বাধ সেধেছে ৷ তাই বারবার থমকে গেছে আবাসন প্রকল্পের কাজ ৷ মাস দুয়েক আগে থেমে থাকা কাজ পুনরায় শুরু করতে দশ হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিল কেন্দ্র ৷ গতকাল আবার 15,000 কোটি টাকার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাই থমকে থাকা আবাসন প্রকল্পের হাল ফেরাতে সবমিলিয়ে 25,000 কোটি টাকার তহবিল গড়ার কথা ঘোষণা করা হল ৷
কীভাবে বরাদ্দ করা হবে এই টাকা ? 10,000 কোটি টাকা বিকল্প বিনিয়োগ তহবিলে (AIF) দেবে কেন্দ্রীয় সরকার ৷ স্টেট ব্যাঙ্ক ও জীবন বিমা নিগম(LIC) যৌথভাবে বাকি 15,000 কোটি টাকা দেবে ৷
এই সংক্রান্ত উল্লেখযোগ্য তথ্য :
- এই তহবিল থেকে সাহায্য পাবে দেশের ১৬০০-র বেশি থেমে থাকা প্রকল্প ৷ যার ফ্ল্যাটের সংখ্যা প্রায় ৪.৫৮ লাখ ৷
- আবাসন প্রকল্পগুলি আটকে থাকায় অনেক বাড়ির ক্রেতা মাসিক কিস্তি দেওয়ার পরও অনিশ্চতায় রয়েছেন ৷
- আবাসন প্রকল্পের জন্য মধ্যবিত্তরা যাতে সহজে ঋণ পেতে পারেন, সেজন্য কেন্দ্র বিশেষ ব্যবস্থা নিয়েছে ৷
- আটকে থাকা আবাসন প্রকল্পে বন্ধ বাড়িগুলি সহজে বাড়ির ক্রেতাদের কাছে উপলব্ধ করা যাবে এই বিশেষ ব্যবস্থায় ৷
- এই পদক্ষেপের মূল লক্ষ্য, আবাসন শিল্পকে পুনর্জীবিত করা এবং কর্মসংস্থান তৈরি করা ৷
- যে সমস্ত আবাসন প্রকল্পগুলি দেউলিয়া অবস্থায় রয়েছে অথবা সেগুলি নন-পারফরমিং অ্যাসেটে পরিণত হয়েছে, সেই সব ক্ষেত্রে এই তহবিলের সুবিধা পাওয়া যাবে ।
- পাশাপাশি সিমেন্ট, লোহা এবং ইস্পাত শিল্পের চাহিদাও বাড়বে ৷ এর জেরে অন্য ক্ষেত্রগুলিও অনেকটা চাপমুক্ত হবে ৷
- দেশে অর্থনৈতিক মন্দার কারণে চাহিদা কমেছে ৷ এপ্রিল-জুনে GDP ছিল পাঁচ শতাংশের নিচে ৷ ফলে প্রকল্পগুলিও তাদের গতি হারিয়েছে ৷
সরকারের দাবি, এতে লাভবান হবেন প্রোমোটাররা ৷ এতদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে ৷ পাশাপাশি টাকা জমা দিয়ে সাধারণ মানুষও হাতে পাবেন ফ্ল্যাটের চাবি ৷
তবে টাকা বরাদ্দের সময় স্টেট ব্যাঙ্ক বা LIC-র ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে কী হবে? অর্থমন্ত্রকের তরফে বক্তব্য, পেশাদার সংস্থা দিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ আপাতত কোনও সমস্যা হবে না ৷ যে সব প্রকল্প দ্রুত শেষ করা যাবে, তাদের আগে গুরুত্ব দেওয়া হবে ৷