ETV Bharat / bharat

শর্তসাপেক্ষে খুলছে দোকান, বন্ধ থাকবে শপিং মলগুলি - lockdown

লকডাউনের একমাস । এবার খুলতে চলেছে স্থানীয় দোকানগুলি । মধ্যরাতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । তবে, বন্ধ থাকছে রেড জ়োনের দোকান ও শপিং মলগুলি ।

Shop open
Shop open
author img

By

Published : Apr 25, 2020, 10:18 AM IST

Updated : Apr 25, 2020, 8:11 PM IST

দিল্লি, 25 এপ্রিল : লকডাউনের মাঝেই আজ থেকে শর্তসাপেক্ষে খুলতে চলেছে স্থানীয় দোকানগুলি । কিন্তু খুলছে না কোনও শপিংমল । এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । স্থানীয় দোকানগুলি খোলার ক্ষেত্রে মাস্ক, গ্লাভসের ব্যবহার ও সামাজিক দূরত্ব তথা প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে । এর জেরে খানিটকা হলেও স্বস্তি মিলল ছোটো ব্যবসায়ীদের । তবে, এখনই খুলছে না রেড জ়োনগুলির কোনও দোকান ।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টের অধীনে থাকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত দোকান যেমন- কোনও আবাসন এলাকার কোনও দোকান, স্থানীয় কোনও দোকান বা পাড়ার দোকানগুলির উপর থেকে উঠে যাচ্ছে লকডাউনের বিধি-নিষেধ । তবে, মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম । সংক্রমণ প্রতিরোধে কোনওভাবেই ভিড় বা জমায়েত করা যাবে না । দোকানগুলিতে যাতে সর্বদা সামাজিক দূরত্ব বজায় থাকে সে বিষয়টি সুনিশ্চিত করতে হবে । পাশাপাশি সব কর্মী একসঙ্গে কাজ করতে পারবেন না । এক্ষেত্রে 50 শতাংশ কর্মী দিয়েই কাজ চালাতে হবে । সকলকে পরতে হবে মাস্ক ও গ্লাভস । কাজের সময়ও বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব ।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকায় আরও জানানো হয়েছে, স্থানীয় দোকানগুলি খোলা থাকলেও, বাজার ও বাজার সংলগ্ন এলাকার (যেখানে ভিড় বেশি হতে পারে) দোকানগুলি খোলা যাবে না । এছাড়াও মাল্টি ব্র্যান্ড ও সিঙ্গল ব্র্যান্ড শপিং মলগুলি বন্ধ রাখা হবে ।

কয়েকদিন আগেই আটা-ময়দার মিল, দুগ্ধ প্রকল্পের কারখানা ও পাউরুটি কারখানায় পুনরায় কাজ শুরুর নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র । এবার লকাডাউনের প্রায় একমাসের মাথায় এলাকার দোকানগুলি খোলার সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ মানুষের ।

দিল্লি, 25 এপ্রিল : লকডাউনের মাঝেই আজ থেকে শর্তসাপেক্ষে খুলতে চলেছে স্থানীয় দোকানগুলি । কিন্তু খুলছে না কোনও শপিংমল । এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । স্থানীয় দোকানগুলি খোলার ক্ষেত্রে মাস্ক, গ্লাভসের ব্যবহার ও সামাজিক দূরত্ব তথা প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে । এর জেরে খানিটকা হলেও স্বস্তি মিলল ছোটো ব্যবসায়ীদের । তবে, এখনই খুলছে না রেড জ়োনগুলির কোনও দোকান ।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টের অধীনে থাকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত দোকান যেমন- কোনও আবাসন এলাকার কোনও দোকান, স্থানীয় কোনও দোকান বা পাড়ার দোকানগুলির উপর থেকে উঠে যাচ্ছে লকডাউনের বিধি-নিষেধ । তবে, মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম । সংক্রমণ প্রতিরোধে কোনওভাবেই ভিড় বা জমায়েত করা যাবে না । দোকানগুলিতে যাতে সর্বদা সামাজিক দূরত্ব বজায় থাকে সে বিষয়টি সুনিশ্চিত করতে হবে । পাশাপাশি সব কর্মী একসঙ্গে কাজ করতে পারবেন না । এক্ষেত্রে 50 শতাংশ কর্মী দিয়েই কাজ চালাতে হবে । সকলকে পরতে হবে মাস্ক ও গ্লাভস । কাজের সময়ও বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব ।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকায় আরও জানানো হয়েছে, স্থানীয় দোকানগুলি খোলা থাকলেও, বাজার ও বাজার সংলগ্ন এলাকার (যেখানে ভিড় বেশি হতে পারে) দোকানগুলি খোলা যাবে না । এছাড়াও মাল্টি ব্র্যান্ড ও সিঙ্গল ব্র্যান্ড শপিং মলগুলি বন্ধ রাখা হবে ।

কয়েকদিন আগেই আটা-ময়দার মিল, দুগ্ধ প্রকল্পের কারখানা ও পাউরুটি কারখানায় পুনরায় কাজ শুরুর নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র । এবার লকাডাউনের প্রায় একমাসের মাথায় এলাকার দোকানগুলি খোলার সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ মানুষের ।

Last Updated : Apr 25, 2020, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.