ETV Bharat / bharat

উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে 25 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের - rape

উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে 25 লাখ টাকা ক্ষতিপূরণ সহ CRPF-এর নিরাপত্তা প্রদানের নির্দেশ দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ ।

উন্নাও
author img

By

Published : Aug 1, 2019, 3:27 PM IST

দিল্লি, 1 অগাস্ট : উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে 25 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । উত্তরপ্রদেশ সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ । পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, নির্যাতিতা সহ তার পরিবার ও আইনজীবীকে CRPF-এর নিরাপত্তা প্রদান করতে হবে । পাশাপাশি দুর্ঘটনার তদন্ত 7 দিন ও ধর্ষণ কাণ্ডের তদন্ত 45 দিনের মধ্যে শেষ করার জন্য CBI-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । এছাড়া আজ উন্নাও গণধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি মামলাই উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ।

আজ সর্বোচ্চ আদালত ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা CBI আধিকারিকদের বেলা 12টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল । তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই আদালত তাঁদের ডেকে পাঠায় । তাছাড়া আদালতে উন্নাওকাণ্ডের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয় আধিকারিকদের । এর পরেই দুর্ঘটনার তদন্ত সাতদিনের মধ্যে শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত ।

রবিবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারিণী । মারা যান তার দুই আত্মীয়া । তাঁদের মধ্যে একজন মামলার অন্যতম সাক্ষী । সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । তার পরই বুধবার, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশকেও । সেই চিঠির প্রসঙ্গে গতকাল মুখ খোলেন প্রধান বিচারপতি ৷

প্রসঙ্গত, গতবছরের এপ্রিলে কুলদীপ সিং সেঙ্গারকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হয় । নির্যাতিতার অভিযোগ, 2017 সালে তাকে ধর্ষণ করে কুলদীপ । সেইসময় নির্যাতিতা অপ্রাপ্তবয়স্ক ছিল ।

দিল্লি, 1 অগাস্ট : উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে 25 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । উত্তরপ্রদেশ সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ । পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, নির্যাতিতা সহ তার পরিবার ও আইনজীবীকে CRPF-এর নিরাপত্তা প্রদান করতে হবে । পাশাপাশি দুর্ঘটনার তদন্ত 7 দিন ও ধর্ষণ কাণ্ডের তদন্ত 45 দিনের মধ্যে শেষ করার জন্য CBI-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । এছাড়া আজ উন্নাও গণধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি মামলাই উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ।

আজ সর্বোচ্চ আদালত ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা CBI আধিকারিকদের বেলা 12টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল । তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই আদালত তাঁদের ডেকে পাঠায় । তাছাড়া আদালতে উন্নাওকাণ্ডের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয় আধিকারিকদের । এর পরেই দুর্ঘটনার তদন্ত সাতদিনের মধ্যে শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত ।

রবিবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারিণী । মারা যান তার দুই আত্মীয়া । তাঁদের মধ্যে একজন মামলার অন্যতম সাক্ষী । সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । তার পরই বুধবার, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশকেও । সেই চিঠির প্রসঙ্গে গতকাল মুখ খোলেন প্রধান বিচারপতি ৷

প্রসঙ্গত, গতবছরের এপ্রিলে কুলদীপ সিং সেঙ্গারকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হয় । নির্যাতিতার অভিযোগ, 2017 সালে তাকে ধর্ষণ করে কুলদীপ । সেইসময় নির্যাতিতা অপ্রাপ্তবয়স্ক ছিল ।

Jodhpur (Rajasthan), Aug 01 (ANI): A man was abducted and killed allegedly by three of his relatives including two maternal-uncles in Jodhpur's Chamu village. While sharing details of the case, SHO of Jodhpur Kishan Singh said, "In the afternoon, we received information about a man being abducted and beaten. Our ASI immediately rushed to the place of incident. The police found the victim in a grievously injured state and rushed him to the hospital. He was declared brought dead by doctors." "The kin gave a complaint against three people including the maternal-uncle of the victim. We have registered FIR and postmortem of the victim was done," he added. Based on the complaint of the relatives a case has been registered, three accused namely Mangaram, Premaram and Achlaram have been detained. "Two of these are maternal uncle of the victim and third is also a relative. We are interrogating the accused. Prima facie it is revealed that the deceased was reportedly harassing accused's niece. We are investigating", SHO further stated.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.