ETV Bharat / bharat

অতিরিক্ত পিঁয়াজ আমদানির কথা ঘোষণা কেন্দ্রীয় সরকারের

author img

By

Published : Dec 12, 2019, 9:40 PM IST

27 ডিসেম্বরের মধ্যে 12,660 মেট্রিক টন পিঁয়াজ আমদানি করা হবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ৷ কিছুদিন আগেও পিঁয়াজ আমদানি করেছে কেন্দ্রীয় সরকার ৷  সেই পরিমাণ ছিল 17340 মেট্রিক টন ৷

aa
পিঁয়াজ

দিল্লি, 12 ডিসেম্বর: এবার হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সাধারণ ক্রেতারা ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য এতদিন আমজনতার হেঁশেল আর পকেট দু'টোতেই টান পড়েছিল ৷ তবে এবার সুখবর ৷ 12,660 মেট্রিক টন পিঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

27 ডিসেম্বরের মধ্যে এই পিঁয়াজ আমদানি করা হবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ৷ কিছুদিন আগেও পিঁয়াজ আমদানি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই পরিমাণ ছিল 17340 মেট্রিক টন ৷

পিঁয়াজের জোগান ও মজুতের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় উপভোক্তা ও খাদ্য বণ্টন মন্ত্রী রামবিলাস পাশোয়ান প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন ৷ চিঠিতে তিনি রাজ্যের বাজারগুলিতে যাতে পিঁয়াজের জোগানের ঘাটতি না হয় সেই বিষয়টি দেখতে বলেছেন ৷ এছাড়া পিঁয়াজ মজুত রাখার ঊর্ধ্বসীমা কঠোরভাবে নির্ধারণ করতে বলেছেন তিনি ।

দিল্লি, 12 ডিসেম্বর: এবার হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সাধারণ ক্রেতারা ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য এতদিন আমজনতার হেঁশেল আর পকেট দু'টোতেই টান পড়েছিল ৷ তবে এবার সুখবর ৷ 12,660 মেট্রিক টন পিঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

27 ডিসেম্বরের মধ্যে এই পিঁয়াজ আমদানি করা হবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ৷ কিছুদিন আগেও পিঁয়াজ আমদানি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই পরিমাণ ছিল 17340 মেট্রিক টন ৷

পিঁয়াজের জোগান ও মজুতের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় উপভোক্তা ও খাদ্য বণ্টন মন্ত্রী রামবিলাস পাশোয়ান প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন ৷ চিঠিতে তিনি রাজ্যের বাজারগুলিতে যাতে পিঁয়াজের জোগানের ঘাটতি না হয় সেই বিষয়টি দেখতে বলেছেন ৷ এছাড়া পিঁয়াজ মজুত রাখার ঊর্ধ্বসীমা কঠোরভাবে নির্ধারণ করতে বলেছেন তিনি ।

New Delhi, Dec 12 (ANI): Supreme Court dismissed all the review petitions in Ayodhya case judgment on December 12. Jamiat Ulama-i-Hind president, Arshad Madani said, "We are sorry to hear it. Not all the review petitions are rejected, some of them are heard also." Speaking on the development, Hindu Mahasabha lawyer Vishnu Shankar Jain said, "These are the informations coming from your end. But if it has been dismissed then I welcome it. This is a future of further step for construction of the Ram Temple."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.