ETV Bharat / bharat

উৎসবের মরশুমে কোরোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে কেন্দ্রীয় দল - উচ্চপর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি দল

কেরালা, কর্নাটক, রাজস্থান, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্যে উচ্চপর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । প্রত্যেকটি দলে থাকবেন একজন করে যুগ্ম সচিব স্তরের আধিকারিক, জনস্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসক ।

Covid 19
Covid 19
author img

By

Published : Oct 16, 2020, 5:56 PM IST

দিল্লি, 16 অক্টোবর : আসন্ন উৎসবের মরসুমে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে উচ্চপর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি দল পাঠাতে চলেছে কেন্দ্র । রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একজোট হয়ে কোরোনা মোকাবিলায় কাজ করবে কেন্দ্রীয় দল ।

কেরালা, কর্নাটক, রাজস্থান, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্যে বিগত কয়েকদিনে কোরোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে । তাই পরিস্থিতি মোকাবিলায় এই রাজ্যগুলিতে উচ্চপর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, প্রত্যেকটি দলে থাকবেন একজন করে যুগ্ম সচিব স্তরের আধিকারিক, জনস্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসক ।

এই রাজ্যগুলির মধ্যে কেরালা কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছুটা সফল হয়েছিল । কিন্তু ওনামের পর থেকে কেরালায় ফের আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে যায় । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কেরালায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3,17,929, যা দেশের মোট কোরোনা আক্রান্তের 4.3 শতাংশ । গতকাল পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,22,231 জন । এই মুহূর্তে চিকিৎসাধীন 94,609 জন ।

পশ্চিমবঙ্গে কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়েও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । উল্লেখ্য, কোরোনা আবহের মধ্যেও পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3,09,417 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 2,71,563 জন । সুস্থতার হার 87.77 শতাংশ । এই মুহূর্তে চিকিৎসাধীন 31,984 জন । দেশের মোট কোরোনা আক্রান্তের 4.0 শতাংশ এ রাজ্য থেকে আক্রান্ত হয়েছেন ।

বিগত কয়েকদিনে কর্নাটক, রাজস্থান এবং ছত্তিশগড়েও পাল্লা দিয়ে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।

দিল্লি, 16 অক্টোবর : আসন্ন উৎসবের মরসুমে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে উচ্চপর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি দল পাঠাতে চলেছে কেন্দ্র । রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একজোট হয়ে কোরোনা মোকাবিলায় কাজ করবে কেন্দ্রীয় দল ।

কেরালা, কর্নাটক, রাজস্থান, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্যে বিগত কয়েকদিনে কোরোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে । তাই পরিস্থিতি মোকাবিলায় এই রাজ্যগুলিতে উচ্চপর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, প্রত্যেকটি দলে থাকবেন একজন করে যুগ্ম সচিব স্তরের আধিকারিক, জনস্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসক ।

এই রাজ্যগুলির মধ্যে কেরালা কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছুটা সফল হয়েছিল । কিন্তু ওনামের পর থেকে কেরালায় ফের আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে যায় । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কেরালায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3,17,929, যা দেশের মোট কোরোনা আক্রান্তের 4.3 শতাংশ । গতকাল পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,22,231 জন । এই মুহূর্তে চিকিৎসাধীন 94,609 জন ।

পশ্চিমবঙ্গে কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়েও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । উল্লেখ্য, কোরোনা আবহের মধ্যেও পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3,09,417 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 2,71,563 জন । সুস্থতার হার 87.77 শতাংশ । এই মুহূর্তে চিকিৎসাধীন 31,984 জন । দেশের মোট কোরোনা আক্রান্তের 4.0 শতাংশ এ রাজ্য থেকে আক্রান্ত হয়েছেন ।

বিগত কয়েকদিনে কর্নাটক, রাজস্থান এবং ছত্তিশগড়েও পাল্লা দিয়ে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.